ETV Bharat / sports

অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে আড়াইশোর আগেই শেষ ইংরেজ ইনিংস - Ravichandran Ashwin

India vs England 1st Test: সিরিজের প্রথম টেস্ট ইংল্যান্ডকে অল্প রানে বেঁধে রাখলেন ভারতীয় স্পিনাররা ৷ উপলে ইংল্যান্ড ব্যাটারদের উপর শুরু থেকেই আধিপত্য় দেখান রবিচন্দ্রন অশ্বিনরা ৷ বিরাটহীন টিম ইন্ডিয়াকে মাঠে উজ্জীবিত করে 'ভারত আর্মি' ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 3:01 PM IST

Updated : Jan 25, 2024, 4:44 PM IST

হায়দরাবাদ, 25 জানুয়ারি: নিজামের শহরে তিন স্পিনার নিয়ে মাঠে নামার সুবিধা পেল রোহিত অ্যান্ড কোং ৷ শুরুটা ভালো করলেও ইংরেজ ব্যাটারদের উপর আধিপত্য দেখালেন অশ্বিন-অক্ষররা ৷ অধিনায়কের ব্যাটে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেন ইংরেজরা ৷ তবে আড়াইশো রানের আগেই গুটিয়ে যায় ইংল্যান্ড ইনিংস ৷ ভারতীয় স্পিনের ঘূর্ণিতে 246 রানে থেমে যায় ইংল্যান্ড ইনিংস ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টেই পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নামে ভারত ৷ জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের সঙ্গে স্পিন ত্রয়ী রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা ৷ উপলের বাইশ গজে টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি ইংরেজ অধিনায়ক বেন স্টোকস ৷ অধিনায়কের লড়াকু ব্যাটিংয়েও আড়াইশোর গণ্ডি টপকাতে ব্যর্থ হয় ইংল্যান্ড ৷ স্টোকসকে ব্যাক্তিগত 70 রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ইংল্যান্ড ইনিংসের ইতি টানেন বুমরা ৷ ইংল্যান্ড ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর জনি বেয়ারস্টোর 37 ৷ অশ্বিন ও জাদেজা 3টি করে এবং বুমরা ও অক্ষর প্যাটেল 2টি করে উইকেট নেন ৷

শুরুটা মন্দ হয়নি স্টোকসদের ৷ প্রথম 10 ওভারে 50 রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ডের ৷ ওভার পিছু পাঁচ রান করে ক্রিজে জমে গিয়েছিলেন দুই ইংরেজ ওপেনার জাক ক্রলি ও বেন ডাকেট ৷ 8 ওভারের পরই স্পিনারের উপর ভরসা করতে ক্যাপ্টেন রোহিতকে ৷ নিজের দ্বিতীয় ওভারেই ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙেন অশ্বিন ৷ তারপর জাদেজা ও অক্ষরকে নিয়ে ইংল্যান্ড ইনিংসে ধস নামান টিম ইন্ডিয়ার অভিজ্ঞ এই অফ-স্পিনার ৷ বিরাট কোহলিকে ছাড়া এই টেস্টে মাঠে নামে ভারত ৷ সিরিজ শুরুর আগেই ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্ট থেকে সরে দাঁড়ান ভারতীয় এই ব্যাটার৷ কিন্তু এদিন বিরাটের সমর্থনে গ্যালারিতে গলা ফাটান 'ভারত আর্মি'র সদস্যরা ৷

আরও পড়ুন:

  1. ইংল্যান্ডের 'বাজবল' থিওরিতে প্রচুর উইকেট দেখছেন বুমরা
  2. বিরক্তিকর ! শোয়েব বশিরের ভিসা সমস্যা নিয়ে মন্তব্য স্টোকসের, দুঃখপ্রকাশ রোহিতের
  3. নিজামের শহরে প্রথম ব্যাটিং ইংল্যান্ডের, বিরাটের বদলি ভরত

হায়দরাবাদ, 25 জানুয়ারি: নিজামের শহরে তিন স্পিনার নিয়ে মাঠে নামার সুবিধা পেল রোহিত অ্যান্ড কোং ৷ শুরুটা ভালো করলেও ইংরেজ ব্যাটারদের উপর আধিপত্য দেখালেন অশ্বিন-অক্ষররা ৷ অধিনায়কের ব্যাটে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেন ইংরেজরা ৷ তবে আড়াইশো রানের আগেই গুটিয়ে যায় ইংল্যান্ড ইনিংস ৷ ভারতীয় স্পিনের ঘূর্ণিতে 246 রানে থেমে যায় ইংল্যান্ড ইনিংস ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টেই পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নামে ভারত ৷ জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের সঙ্গে স্পিন ত্রয়ী রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা ৷ উপলের বাইশ গজে টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি ইংরেজ অধিনায়ক বেন স্টোকস ৷ অধিনায়কের লড়াকু ব্যাটিংয়েও আড়াইশোর গণ্ডি টপকাতে ব্যর্থ হয় ইংল্যান্ড ৷ স্টোকসকে ব্যাক্তিগত 70 রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ইংল্যান্ড ইনিংসের ইতি টানেন বুমরা ৷ ইংল্যান্ড ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর জনি বেয়ারস্টোর 37 ৷ অশ্বিন ও জাদেজা 3টি করে এবং বুমরা ও অক্ষর প্যাটেল 2টি করে উইকেট নেন ৷

শুরুটা মন্দ হয়নি স্টোকসদের ৷ প্রথম 10 ওভারে 50 রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ডের ৷ ওভার পিছু পাঁচ রান করে ক্রিজে জমে গিয়েছিলেন দুই ইংরেজ ওপেনার জাক ক্রলি ও বেন ডাকেট ৷ 8 ওভারের পরই স্পিনারের উপর ভরসা করতে ক্যাপ্টেন রোহিতকে ৷ নিজের দ্বিতীয় ওভারেই ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙেন অশ্বিন ৷ তারপর জাদেজা ও অক্ষরকে নিয়ে ইংল্যান্ড ইনিংসে ধস নামান টিম ইন্ডিয়ার অভিজ্ঞ এই অফ-স্পিনার ৷ বিরাট কোহলিকে ছাড়া এই টেস্টে মাঠে নামে ভারত ৷ সিরিজ শুরুর আগেই ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্ট থেকে সরে দাঁড়ান ভারতীয় এই ব্যাটার৷ কিন্তু এদিন বিরাটের সমর্থনে গ্যালারিতে গলা ফাটান 'ভারত আর্মি'র সদস্যরা ৷

আরও পড়ুন:

  1. ইংল্যান্ডের 'বাজবল' থিওরিতে প্রচুর উইকেট দেখছেন বুমরা
  2. বিরক্তিকর ! শোয়েব বশিরের ভিসা সমস্যা নিয়ে মন্তব্য স্টোকসের, দুঃখপ্রকাশ রোহিতের
  3. নিজামের শহরে প্রথম ব্যাটিং ইংল্যান্ডের, বিরাটের বদলি ভরত
Last Updated : Jan 25, 2024, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.