ETV Bharat / sports

তিরন্দাজিতে আবারও নিরাশা, মেয়েদের পর সেমির যোগ্যতা অর্জনে ব্যর্থ ছেলেরাও - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

Men's Archery Team Knocked Out: রবিবার হতাশ করেছিলেন মেয়েরা ৷ সোমবার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল দেশের পুরুষ তিরন্দাজ দলও ৷ তুরস্কের কাছে 2-6 ব্যবধান হেরে গেল ভারত ৷

Men Archery Team Knocked Out
তিরন্দাজিতে নিরাশ করল ছেলেরা (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 29, 2024, 7:47 PM IST

প্য়ারিস, 29 জুলাই: তিরন্দাজিতে আবারও হৃদয় ভাঙল দেশের ক্রীড়া অনুরাগীদের ৷ ব়্যাংকিং ইভেন্টের দৌলতে মহিলা-পুরুষ উভয় তিরন্দাজ দলই সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল ৷ কিন্তু রবিবার একপেশে ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় মেয়েরা ৷ সোমবার কোয়র্টার ফাইনালে থেমে গেল পুরুষ দলের লড়াইও ৷ তুরস্কের কাছে হেরে পদকের স্বপ্ন অধরাই রয়ে গেল তাঁদের ৷

তুরস্কের কাছে 2-6 ব্যবধানে হারলেন তরুণদীপ রাই, ধীরজ বোম্মাদেবারা এবং প্রবীণ যাদব ৷ প্রথম দু'টি সেট হেরে পিছিয়ে পড়া ভারত তৃতীয় সেট নিজেদের নামে নিয়ে কামব্যাক করে বটে, কিন্তু শেষরক্ষা হয়নি ৷ চতুর্থ সেট ফের জিতে সেমির টিকিট নিশ্চিত করে তুরস্ক ৷ তারা জেতে 57-53, 55-52, 54-55, 58-54 ব্যবধানে ৷

রিকার্ভ ব়্যাংকিং ইভেন্টের পর তৃতীয়স্থান শেষ করে মেয়েদের পর ছেলেরাও দলগত ইভেন্টে সরাসরি কোয়ার্টারের যোগ্যতা অর্জন করেছিল ৷ ব়্যাংকিং ইভেন্টে সবচেয়ে সফল হলেও এদিন তুরস্কের বিরুদ্ধে কোয়ার্টারে একেবারেই ছন্দে ছিলেন না ধীরজ ৷ প্রথম এবং চতুর্থ সেটে 7-এ নিশানা ছুড়ে ভারতের কাজ কঠিন করেন তিনি ৷ তুলনায় কোয়ার্টারে সবচেয়ে সপ্রতিভ দেখায় প্রবীণ যাদবকে ৷ এদিন 4টি 10 স্কোর করেন তিনি ৷ প্রথম দু'টি সেট হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারত তৃতীয় সেটে দারুণ জয় তুলে নেয় ৷ কিন্তু চতুর্থ সেট ফের হেরে বসে তাঁরা ৷

রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরে ছিটকে গিয়েছিল মহিলা তিরন্দাজি দল ৷ ডাচদের সামনে গতকাল দাঁড়াতেই পারেননি তাঁরা ৷ 52-51, 54-49 এবং 53-48 ব্যবধানে শেষ আটের লড়াইয়ে হারে ভারতের মেয়েরা ৷ কোয়ার্টারে সবচেয়ে বেশি হতাশ করেন ব্যক্তিগত ব়্যাংকিং ইভেন্টে 11তম স্থানে শেষ করা অঙ্কিতা ভকত ৷ অন্যদিকে ব্যক্তিগত ব়্যাংকিংয়ে হতাশ করলেও কোয়ার্টারে সবচেয়ে ভালো পারফরম্যান্স মেলে ধরেন ভজন কৌর ৷

প্য়ারিস, 29 জুলাই: তিরন্দাজিতে আবারও হৃদয় ভাঙল দেশের ক্রীড়া অনুরাগীদের ৷ ব়্যাংকিং ইভেন্টের দৌলতে মহিলা-পুরুষ উভয় তিরন্দাজ দলই সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল ৷ কিন্তু রবিবার একপেশে ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় মেয়েরা ৷ সোমবার কোয়র্টার ফাইনালে থেমে গেল পুরুষ দলের লড়াইও ৷ তুরস্কের কাছে হেরে পদকের স্বপ্ন অধরাই রয়ে গেল তাঁদের ৷

তুরস্কের কাছে 2-6 ব্যবধানে হারলেন তরুণদীপ রাই, ধীরজ বোম্মাদেবারা এবং প্রবীণ যাদব ৷ প্রথম দু'টি সেট হেরে পিছিয়ে পড়া ভারত তৃতীয় সেট নিজেদের নামে নিয়ে কামব্যাক করে বটে, কিন্তু শেষরক্ষা হয়নি ৷ চতুর্থ সেট ফের জিতে সেমির টিকিট নিশ্চিত করে তুরস্ক ৷ তারা জেতে 57-53, 55-52, 54-55, 58-54 ব্যবধানে ৷

রিকার্ভ ব়্যাংকিং ইভেন্টের পর তৃতীয়স্থান শেষ করে মেয়েদের পর ছেলেরাও দলগত ইভেন্টে সরাসরি কোয়ার্টারের যোগ্যতা অর্জন করেছিল ৷ ব়্যাংকিং ইভেন্টে সবচেয়ে সফল হলেও এদিন তুরস্কের বিরুদ্ধে কোয়ার্টারে একেবারেই ছন্দে ছিলেন না ধীরজ ৷ প্রথম এবং চতুর্থ সেটে 7-এ নিশানা ছুড়ে ভারতের কাজ কঠিন করেন তিনি ৷ তুলনায় কোয়ার্টারে সবচেয়ে সপ্রতিভ দেখায় প্রবীণ যাদবকে ৷ এদিন 4টি 10 স্কোর করেন তিনি ৷ প্রথম দু'টি সেট হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারত তৃতীয় সেটে দারুণ জয় তুলে নেয় ৷ কিন্তু চতুর্থ সেট ফের হেরে বসে তাঁরা ৷

রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরে ছিটকে গিয়েছিল মহিলা তিরন্দাজি দল ৷ ডাচদের সামনে গতকাল দাঁড়াতেই পারেননি তাঁরা ৷ 52-51, 54-49 এবং 53-48 ব্যবধানে শেষ আটের লড়াইয়ে হারে ভারতের মেয়েরা ৷ কোয়ার্টারে সবচেয়ে বেশি হতাশ করেন ব্যক্তিগত ব়্যাংকিং ইভেন্টে 11তম স্থানে শেষ করা অঙ্কিতা ভকত ৷ অন্যদিকে ব্যক্তিগত ব়্যাংকিংয়ে হতাশ করলেও কোয়ার্টারে সবচেয়ে ভালো পারফরম্যান্স মেলে ধরেন ভজন কৌর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.