ETV Bharat / sports

চিনকে তাঁদের ডেরায় হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের - ASIAN CHAMPIONS TROPHY HOCKEY 2024

INDIA WIN ASIAN CHAMPIONS TROPHY: প্রতিযোগিতার সব ম্যাচ জিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের ৷ অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ের পর ফের সাফল্য দেশের হকিতে ৷ ফাইনালে আয়োজক চিনকে হারিয়ে খেতাব ধরে রাখল হরমনপ্রীত ব্রিগেড ৷

INDIA WIN ASIAN CHAMPIONS TROPHY
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 17, 2024, 5:25 PM IST

Updated : Sep 17, 2024, 5:41 PM IST

হুলুনবুইর (চিন), 17 সেপ্টেম্বর: পাকিস্তান, কোরিয়ার পর চিনকে হারিয়ে পঞ্চমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত ৷ মঙ্গলবার টানটান উত্তেজনার ফাইনালে আয়োজকদের একমাত্র গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হল অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা ৷ প্রতিযোগিতায় টানা সাত ম্যাচে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত ৷ ম্যাচের অন্তিম কোয়ার্টারে এদিন ভারতের হয়ে একমাত্র গোলটি যুগরাজ সিংয়ের ৷

যদিও এদিন একপেশে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং ফাইনাল হল ফাইনালের মতোই ৷ প্রতিযোগিতা জুড়ে গোলের বন্যা বইয়ে দেওয়া ভারতীয় দলকে গোল পেতে চতুর্থ কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হল ৷ সবচেয়ে বড় কথা এদিন 66 শতাংশ বল নিজেদের দখলে রেখেছিলেন চিনের প্লেয়াররা ৷ সারা ম্যাচে এদিন সর্বসাকুল্যে 4টি পেনাল্টি কর্নার পেলেও তা থেকে সুবিধা আদায় করতে পারেনি ভারত ৷ হরমনপ্রীত সিংয়ের একটি প্রয়াস গোলপোস্টে প্রতিহত হয় ৷

মেগা ফাইনালে এদিন দারুণ খেলেন চিনের গোলরক্ষক ৷ একক দক্ষতায় কয়েকটি প্রয়াস রুখে দেন তিনি ৷ তবে ভারতের তুলনায় একটি বেশি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি হোম টিম ৷ অবশেষ ডেডলক ভাঙে 51 মিনিটে ৷ অধিনায়ক হরমনপ্রীত একক দক্ষতায় চিনের রক্ষণ ভেঙে এগিয়ে আসেন ৷ তাঁর থেকে বল পেয়েই বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন যুগরাজ সিং ৷ রাউন্ড রবিন পর্বে চিনকে 3-0 গোলে পরাস্ত করেছিল ভারত ৷

সবমিলিয়ে চিনকে হারিয়ে প্রতিযোগিতায় খেতাব ধরে রাখল ভারত ৷ গতবার মালয়েশিয়াকে হারিয়ে চ্য়াম্পিয়ন হয়েছিল তাঁরা ৷ প্রতিযোগিতায় সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়নও ভারতই ৷ এদিকে ফাইনালে পৌঁছতে ব্যর্থ হলেও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় স্থান পেল পাকিস্তান ৷ তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে কোরিয়াকে তাঁরা হারাল 5-2 গোলে ৷

হুলুনবুইর (চিন), 17 সেপ্টেম্বর: পাকিস্তান, কোরিয়ার পর চিনকে হারিয়ে পঞ্চমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত ৷ মঙ্গলবার টানটান উত্তেজনার ফাইনালে আয়োজকদের একমাত্র গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হল অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা ৷ প্রতিযোগিতায় টানা সাত ম্যাচে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত ৷ ম্যাচের অন্তিম কোয়ার্টারে এদিন ভারতের হয়ে একমাত্র গোলটি যুগরাজ সিংয়ের ৷

যদিও এদিন একপেশে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং ফাইনাল হল ফাইনালের মতোই ৷ প্রতিযোগিতা জুড়ে গোলের বন্যা বইয়ে দেওয়া ভারতীয় দলকে গোল পেতে চতুর্থ কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হল ৷ সবচেয়ে বড় কথা এদিন 66 শতাংশ বল নিজেদের দখলে রেখেছিলেন চিনের প্লেয়াররা ৷ সারা ম্যাচে এদিন সর্বসাকুল্যে 4টি পেনাল্টি কর্নার পেলেও তা থেকে সুবিধা আদায় করতে পারেনি ভারত ৷ হরমনপ্রীত সিংয়ের একটি প্রয়াস গোলপোস্টে প্রতিহত হয় ৷

মেগা ফাইনালে এদিন দারুণ খেলেন চিনের গোলরক্ষক ৷ একক দক্ষতায় কয়েকটি প্রয়াস রুখে দেন তিনি ৷ তবে ভারতের তুলনায় একটি বেশি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি হোম টিম ৷ অবশেষ ডেডলক ভাঙে 51 মিনিটে ৷ অধিনায়ক হরমনপ্রীত একক দক্ষতায় চিনের রক্ষণ ভেঙে এগিয়ে আসেন ৷ তাঁর থেকে বল পেয়েই বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন যুগরাজ সিং ৷ রাউন্ড রবিন পর্বে চিনকে 3-0 গোলে পরাস্ত করেছিল ভারত ৷

সবমিলিয়ে চিনকে হারিয়ে প্রতিযোগিতায় খেতাব ধরে রাখল ভারত ৷ গতবার মালয়েশিয়াকে হারিয়ে চ্য়াম্পিয়ন হয়েছিল তাঁরা ৷ প্রতিযোগিতায় সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়নও ভারতই ৷ এদিকে ফাইনালে পৌঁছতে ব্যর্থ হলেও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় স্থান পেল পাকিস্তান ৷ তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে কোরিয়াকে তাঁরা হারাল 5-2 গোলে ৷

Last Updated : Sep 17, 2024, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.