ETV Bharat / sports

কমপ্লিমেন্টারি টিকিট তুলে দিতে চলেছে আইএফএ - Kolkata Football

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 8:50 AM IST

Indian Football Association: বড় ম্যাচের টিকিটে দানছত্র বন্ধ করা জরুরি ৷ বার্ষিক সাধারণ সভায় জানিয়ে দিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ৷ কমছে কমপ্লিমেন্টারি টিকিটের সংখ্যা ৷

Indian Football Association
কমপ্লিমেন্টারি টিকিট তুলে দিতে চলেছে আইএফএ (ইটিভি ভারত)

কলকাতা, 1 অগস্ট: কমপ্লিমেন্টারি টিকিট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ । বুধবার মধ্য কলকাতার এক হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় কমপ্লিমেন্টারি টিকিট তুলে দেওয়ার কথা জানালেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত এবং সচিব অনির্বাণ দত্ত ।

কমছে কমপ্লিমেন্টারি টিকিটের সংখ্যা (ইটিভি ভারত)

বাংলার ফুটবলকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে যেকোনও বড় ম্যাচের টিকিট দানছত্র বন্ধ করা জরুরি বলে মনে করছে আইএফএ । এক্ষেত্রে দর্শকদেরও টিকিট কেটে মাঠে আসার প্রবণতা তৈরি হবে বলে মনে করা হচ্ছে । আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত বলেন, “কমপ্লিমেন্টারি টিকিট প্রাক্তন ফুটবলারদের দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে । একইভাবে ক্লাবগুলোর হাতেও নির্দিষ্ট সংখ্যক কমপ্লিমেন্টারি টিকিট তুলে দেওয়া হবে । তারা সদস্যদের জন্য প্রয়োজনীয় টিকিট কিনে নেবে । এই নিয়ম বাংলার ফুটবলকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে সাহায্য করবে ।”

কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে চেয়ারম্যানের সুর সচিব অনির্বাণ দত্তর গলাতেও । তাঁর মতে, “টিকিট না-কেটে বিনে পয়সায় টিকিট যোগাড় করে মাঠে যাওয়ার প্রবণতা বন্ধ হওয়া জরুরি । এখন যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শক সংখ্যা অর্ধেক । এই অবস্থায় বিনে পয়সায় টিকিট বিলি করতে হলে আর্থিক দায় আইএফএ’র ঘাড়ে পড়বে । ক্ষতি হবে ফুটবলের । আর্থিক শক্তি না-থাকলে ভালো কোনও কিছু করা সম্ভব নয় । আমরা কমপ্লিমেন্টারি টিকিট অকাতরে বিলানোর বদলে নির্দিষ্ট সংখ্যক দেব । প্রাক্তন ফুটবলার, ক্রীড়াবিদদের দেব । ক্লাবদেরও নির্দিষ্ট সংখ্যক কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে । তারপর তারা প্রয়োজন মতো টিকিট কিনবে । সিএবিতেও একই নিয়ম ।’’

গত অর্থবর্ষে আইএফএ’র ঘাটতি 18 লক্ষ টাকা । এখনও বেশ কিছু টাকা বকেয়া রয়েছে । তা আর্থিক বছরে পাওয়া গেলে ঘাটতি পেরিয়ে লাভের মুখ দেখত এই বছরেই । তবে নতুন অর্থবর্ষে আইএফএ আর্থিকভাবে শক্তিশালী হবে বলে আশা করছেন কর্তারা । বছর দুয়েক আগে আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যে ছিল আইএফএ । সেখান থেকে স্বাবলম্বী রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা । ফলে আশার আলো দেখছে বাংলার ফুটবল । তবে আইএফএর বার্ষিক সাধারণ সভায় অনুপস্থিত ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিংয়ের প্রতিনিধিরা ।

কলকাতা, 1 অগস্ট: কমপ্লিমেন্টারি টিকিট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ । বুধবার মধ্য কলকাতার এক হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় কমপ্লিমেন্টারি টিকিট তুলে দেওয়ার কথা জানালেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত এবং সচিব অনির্বাণ দত্ত ।

কমছে কমপ্লিমেন্টারি টিকিটের সংখ্যা (ইটিভি ভারত)

বাংলার ফুটবলকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে যেকোনও বড় ম্যাচের টিকিট দানছত্র বন্ধ করা জরুরি বলে মনে করছে আইএফএ । এক্ষেত্রে দর্শকদেরও টিকিট কেটে মাঠে আসার প্রবণতা তৈরি হবে বলে মনে করা হচ্ছে । আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত বলেন, “কমপ্লিমেন্টারি টিকিট প্রাক্তন ফুটবলারদের দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে । একইভাবে ক্লাবগুলোর হাতেও নির্দিষ্ট সংখ্যক কমপ্লিমেন্টারি টিকিট তুলে দেওয়া হবে । তারা সদস্যদের জন্য প্রয়োজনীয় টিকিট কিনে নেবে । এই নিয়ম বাংলার ফুটবলকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে সাহায্য করবে ।”

কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে চেয়ারম্যানের সুর সচিব অনির্বাণ দত্তর গলাতেও । তাঁর মতে, “টিকিট না-কেটে বিনে পয়সায় টিকিট যোগাড় করে মাঠে যাওয়ার প্রবণতা বন্ধ হওয়া জরুরি । এখন যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শক সংখ্যা অর্ধেক । এই অবস্থায় বিনে পয়সায় টিকিট বিলি করতে হলে আর্থিক দায় আইএফএ’র ঘাড়ে পড়বে । ক্ষতি হবে ফুটবলের । আর্থিক শক্তি না-থাকলে ভালো কোনও কিছু করা সম্ভব নয় । আমরা কমপ্লিমেন্টারি টিকিট অকাতরে বিলানোর বদলে নির্দিষ্ট সংখ্যক দেব । প্রাক্তন ফুটবলার, ক্রীড়াবিদদের দেব । ক্লাবদেরও নির্দিষ্ট সংখ্যক কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে । তারপর তারা প্রয়োজন মতো টিকিট কিনবে । সিএবিতেও একই নিয়ম ।’’

গত অর্থবর্ষে আইএফএ’র ঘাটতি 18 লক্ষ টাকা । এখনও বেশ কিছু টাকা বকেয়া রয়েছে । তা আর্থিক বছরে পাওয়া গেলে ঘাটতি পেরিয়ে লাভের মুখ দেখত এই বছরেই । তবে নতুন অর্থবর্ষে আইএফএ আর্থিকভাবে শক্তিশালী হবে বলে আশা করছেন কর্তারা । বছর দুয়েক আগে আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যে ছিল আইএফএ । সেখান থেকে স্বাবলম্বী রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা । ফলে আশার আলো দেখছে বাংলার ফুটবল । তবে আইএফএর বার্ষিক সাধারণ সভায় অনুপস্থিত ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিংয়ের প্রতিনিধিরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.