ETV Bharat / sports

ফুটবল ক্যালেন্ডারে নেই কলকাতা লিগের স্লট, ফেডারেশনকে চিঠি দিচ্ছে আইএফএ - কলকাতা লিগ

Calcutta Football League: সম্পতি প্রকাশিত হয়েছে এ বছরের ফুটবল ক্যালেন্ডার ৷ এই ফুটবল ক্যালেন্ডারে কলকাতা লিগের কোনও নির্দিষ্ট দিন নেই ৷ এই নিয়ে ফেডারেশনকে চিঠি দিচ্ছে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন ৷ তাদের মতে, কলকাতা লিগ বন্ধ হলে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে ৷

Indian Football Association
ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 10:46 AM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: ফুটবল ক্যালেন্ডারে কলকাতা লিগের জন্য রাখা হয়নি কোনও সময় । তাই এই নিয়ে ফেডারেশনকে চিঠি দিতে চলেছে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ ৷ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সম্পতি ফুটবল ক্যালেন্ডার প্রকাশ করেছে ৷ এই ক্যালেন্ডার অনুযায়ী, ডুরান্ড কাপ দিয়ে মরশুম শুরু হচ্ছে । 26 জুলাই ডুরান্ড কাপের বল গড়াবে । গত তিন বছর ধরে কলকাতায় হচ্ছে ডুরান্ড কাপ । এবারও কলকাতায় ঐতিহ্যবাহী টুর্নামেন্ট হওয়ার কথা ।

তবে গুজরাতও ডুরান্ড কাপ তাদের রাজ্যে নিয়ে যেতে চায় । ফলে যে রাজ্যেই ডুরান্ড কাপ হোক না কেন তা শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহে এবং তা চলবে 31 অগস্ট পর্যন্ত । 14 সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবে । তা শেষ হবে 30 এপ্রিল । সাড়ে পাঁচ মাস ধরে দেশের সর্বোচ্চ লিগ চলবে । আইএসএলের মধ্যেই সুপার কাপের বল গড়াবে । 1 অক্টোবর থেকে সুপার কাপ শুরু হবে । চলবে 15 মে পর্যন্ত । 19 অক্টোবর থেকে শুরু হবে আই লিগ । অর্থাৎ আইএসএল শুরু হওয়ার পাঁচদিনের মাথায় আই লিগ শুরু হচ্ছে । তা শেষ হবে 30 এপ্রিল । আইএসএল এবং আই লিগ একই দিনে শেষ হবে ।

কিন্তু এই ফুটবল ক্যালেন্ডারে কলকাতা লিগ এবং আইএফএ শিল্ডের মত টুর্নামেন্টের কোনও জায়গা রাখা হয়নি । যা দেখে অশনি সংকেত দেখছে সুতারকিন স্ট্রিট । কারণ 26 জুলাই থেকে 31 অগস্ট পর্যন্ত ডুরান্ড কাপ চললে কলকাতা লিগ চালাতে সমস্যায় পড়তে হবে । সমান্তরালভাবে ডুরান্ড কাপের সঙ্গে চললেও তা কলকাতা লিগের খেলা আয়োজনে বারবার বাধার সৃষ্টি করে । এই ব্যাপারে আইএফএ আবেদন করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে । যাতে ফুটবল ক্যালেন্ডারে কলকাতা লিগের জন্য নির্দিষ্ট দিন রাখা হয় । কিন্তু সেই আবেদন যে ফেডারেশন গ্রাহ্য করেনি, তা ক্যালেন্ডার থেকেই স্পষ্ট ।

এই বিষয়টি তাই পুনর্বিবেচনার জন্য আইএফএ চিঠি দিচ্ছে বলে জানিয়েছেন সচিব অনির্বান দত্ত । তাঁর মতে, বাংলার ফুটবলের সাপ্লাইলাইন কলকাতা ফুটবল লিগ । পাঁচটি ডিভিশনে খেলা হয় । তা বন্ধ হলে শুধুমাত্র বাংলার ফুটবলের ক্ষতি হবে না । আখেরে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে । গত বছর থেকে লিগে শুধু ভারতীয়রা খেলতে পারছেন । ফলে একাধিক প্রতিভাবান ভারতীয় ডিফেন্ডার স্ট্রাইকার মিডফিল্ডার উঠে এসেছে । লিগ আয়োজিত না হলে ভেঙে পড়বে ফুটবল । একই ভাবে আইএফএ শিল্ডের সঙ্গে ঐতিহ্য জড়িয়ে । জাতীয় আর্ন্তজাতিক দল খেলতে আসে । তা করার সুযোগ না পাওয়া গেলে ভালো ফুটবল এবং প্রতিদ্বন্দিতা থেকে বঞ্চিত হবে ফুটবল প্রেমীরা । ফলে এআইএফএফ ফুটবল ক্যালেন্ডার তৈরি করলেও তাতে বাংলার ফুটবলে সর্বনাশের ইঙ্গিত ।

আরও পড়ুন:

  1. নজর টানছেন ভাসকুয়েজ, অনুশীলনে খাবরা; এবার জয়ের খোঁজে ইস্টবেঙ্গল
  2. বাংলা থেকে ফুটবলার তুলে আনতে স্কুলস্তরে উন্নতির প্রয়োজন, মত নবির
  3. জলপাইগুড়িতে ইস্টবেঙ্গলের নামে রাস্তা, উদ্বোধন নবি-আলভিটোর

কলকাতা, 8 ফেব্রুয়ারি: ফুটবল ক্যালেন্ডারে কলকাতা লিগের জন্য রাখা হয়নি কোনও সময় । তাই এই নিয়ে ফেডারেশনকে চিঠি দিতে চলেছে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ ৷ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সম্পতি ফুটবল ক্যালেন্ডার প্রকাশ করেছে ৷ এই ক্যালেন্ডার অনুযায়ী, ডুরান্ড কাপ দিয়ে মরশুম শুরু হচ্ছে । 26 জুলাই ডুরান্ড কাপের বল গড়াবে । গত তিন বছর ধরে কলকাতায় হচ্ছে ডুরান্ড কাপ । এবারও কলকাতায় ঐতিহ্যবাহী টুর্নামেন্ট হওয়ার কথা ।

তবে গুজরাতও ডুরান্ড কাপ তাদের রাজ্যে নিয়ে যেতে চায় । ফলে যে রাজ্যেই ডুরান্ড কাপ হোক না কেন তা শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহে এবং তা চলবে 31 অগস্ট পর্যন্ত । 14 সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবে । তা শেষ হবে 30 এপ্রিল । সাড়ে পাঁচ মাস ধরে দেশের সর্বোচ্চ লিগ চলবে । আইএসএলের মধ্যেই সুপার কাপের বল গড়াবে । 1 অক্টোবর থেকে সুপার কাপ শুরু হবে । চলবে 15 মে পর্যন্ত । 19 অক্টোবর থেকে শুরু হবে আই লিগ । অর্থাৎ আইএসএল শুরু হওয়ার পাঁচদিনের মাথায় আই লিগ শুরু হচ্ছে । তা শেষ হবে 30 এপ্রিল । আইএসএল এবং আই লিগ একই দিনে শেষ হবে ।

কিন্তু এই ফুটবল ক্যালেন্ডারে কলকাতা লিগ এবং আইএফএ শিল্ডের মত টুর্নামেন্টের কোনও জায়গা রাখা হয়নি । যা দেখে অশনি সংকেত দেখছে সুতারকিন স্ট্রিট । কারণ 26 জুলাই থেকে 31 অগস্ট পর্যন্ত ডুরান্ড কাপ চললে কলকাতা লিগ চালাতে সমস্যায় পড়তে হবে । সমান্তরালভাবে ডুরান্ড কাপের সঙ্গে চললেও তা কলকাতা লিগের খেলা আয়োজনে বারবার বাধার সৃষ্টি করে । এই ব্যাপারে আইএফএ আবেদন করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে । যাতে ফুটবল ক্যালেন্ডারে কলকাতা লিগের জন্য নির্দিষ্ট দিন রাখা হয় । কিন্তু সেই আবেদন যে ফেডারেশন গ্রাহ্য করেনি, তা ক্যালেন্ডার থেকেই স্পষ্ট ।

এই বিষয়টি তাই পুনর্বিবেচনার জন্য আইএফএ চিঠি দিচ্ছে বলে জানিয়েছেন সচিব অনির্বান দত্ত । তাঁর মতে, বাংলার ফুটবলের সাপ্লাইলাইন কলকাতা ফুটবল লিগ । পাঁচটি ডিভিশনে খেলা হয় । তা বন্ধ হলে শুধুমাত্র বাংলার ফুটবলের ক্ষতি হবে না । আখেরে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে । গত বছর থেকে লিগে শুধু ভারতীয়রা খেলতে পারছেন । ফলে একাধিক প্রতিভাবান ভারতীয় ডিফেন্ডার স্ট্রাইকার মিডফিল্ডার উঠে এসেছে । লিগ আয়োজিত না হলে ভেঙে পড়বে ফুটবল । একই ভাবে আইএফএ শিল্ডের সঙ্গে ঐতিহ্য জড়িয়ে । জাতীয় আর্ন্তজাতিক দল খেলতে আসে । তা করার সুযোগ না পাওয়া গেলে ভালো ফুটবল এবং প্রতিদ্বন্দিতা থেকে বঞ্চিত হবে ফুটবল প্রেমীরা । ফলে এআইএফএফ ফুটবল ক্যালেন্ডার তৈরি করলেও তাতে বাংলার ফুটবলে সর্বনাশের ইঙ্গিত ।

আরও পড়ুন:

  1. নজর টানছেন ভাসকুয়েজ, অনুশীলনে খাবরা; এবার জয়ের খোঁজে ইস্টবেঙ্গল
  2. বাংলা থেকে ফুটবলার তুলে আনতে স্কুলস্তরে উন্নতির প্রয়োজন, মত নবির
  3. জলপাইগুড়িতে ইস্টবেঙ্গলের নামে রাস্তা, উদ্বোধন নবি-আলভিটোর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.