ETV Bharat / sports

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় টেস্ট ক্রিকেটার - indian cricketer hospitalized - INDIAN CRICKETER HOSPITALIZED

Indian Cricketer Akash Deep: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় দলের টেস্ট ক্রিকেটার আকাশ দীপ ৷ জ্বর নিয়ে বেঙ্গল প্রো টি-20 লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি ৷ গত মঙ্গলবার ম্যাচ খেলতে খেলতে অসুস্থতাবোধ করেন টিম ইন্ডিয়ার এই জোরে বোলার ৷ বৃহস্পতিবারই তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে ৷

Indian Cricketer Akash Deep
হাসপাতালে ভর্তি বিরাট সতীর্থ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 4:48 PM IST

কলকাতা, 21 জুন: বেঙ্গল প্রো টি-20 লিগে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন টিম ইন্ডিয়ার জোরে বোলার আকাশ দীপ ৷ শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে গত মঙ্গলবার খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ কিন্তু সে অবস্থাতেও দলের সঙ্গে ছিলেন বাংলার এই পেসার ৷ তবে শরীর আরও খারাপ হওয়ায় বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ রক্ত পরীক্ষার পর তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে ৷

ভারতীয় দলের টেস্ট ক্রিকেটার আকাশ দীপ। চলতি বছর ঘরের মাঠে টেস্ট অভিষেক হল এই বঙ্গ পেসারের ৷ 23 ফেব্রুয়ারি রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে দুরন্ত বোলিংয়ে নজর কাড়েন আকাশ ৷ ইংল্যান্ড ইনিংসের প্রথম তিনটি উইকেটই পেয়েছিলেন তিনি ৷ বাংলার এই ডানহাতি পেসার বর্তমানে বেঙ্গল প্রো টি-20 লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্সের প্রতিনিধিত্ব করছেন ৷ 18 জুন মুর্শিদাবাদ কিংসের বিরুদ্ধে খেলার সময়ই অসুস্থ হয়ে পড়েন আকাশ।

প্রচণ্ড গরমে বল করতে গিয়ে অসুস্থ হয়েছেন মনে করে মাঠেই আইসপ্যাক দেওয়া হয়েছিল। সেই সময় সাময়িক সুস্থ হয়ে ফের বোলিং করেন ৷ উইকেটও নেন । ব্যাট হাতেও 20 বলে 30 রান করেন ৷ অসুস্থতা নিয়েই এই টুর্নামেন্টে খেলেন তিনি। শহরের বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে দলের সঙ্গেই ছিলেন আকাশ দীপ।

কিন্তু জ্বর না-কমায় বৃহস্পতিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসে। আপাতত সুস্থ থাকলেও দুর্বলতা রয়েছে এই ক্রিকেটারের। ফলে বেঙ্গল প্রো টি-20 লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে তাঁর আর মাঠে নামার সম্ভাবনা কম। আজ ঋত্বিক রায়চৌধুরীর নেতৃত্বাধীন শিলিগুড়ি খেলবে মেদিনীপুর উইজার্ডসের বিরুদ্ধে। এই মুহূর্তে শিলিগুড়ি পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে।

কলকাতা, 21 জুন: বেঙ্গল প্রো টি-20 লিগে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন টিম ইন্ডিয়ার জোরে বোলার আকাশ দীপ ৷ শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে গত মঙ্গলবার খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ কিন্তু সে অবস্থাতেও দলের সঙ্গে ছিলেন বাংলার এই পেসার ৷ তবে শরীর আরও খারাপ হওয়ায় বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ রক্ত পরীক্ষার পর তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে ৷

ভারতীয় দলের টেস্ট ক্রিকেটার আকাশ দীপ। চলতি বছর ঘরের মাঠে টেস্ট অভিষেক হল এই বঙ্গ পেসারের ৷ 23 ফেব্রুয়ারি রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে দুরন্ত বোলিংয়ে নজর কাড়েন আকাশ ৷ ইংল্যান্ড ইনিংসের প্রথম তিনটি উইকেটই পেয়েছিলেন তিনি ৷ বাংলার এই ডানহাতি পেসার বর্তমানে বেঙ্গল প্রো টি-20 লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্সের প্রতিনিধিত্ব করছেন ৷ 18 জুন মুর্শিদাবাদ কিংসের বিরুদ্ধে খেলার সময়ই অসুস্থ হয়ে পড়েন আকাশ।

প্রচণ্ড গরমে বল করতে গিয়ে অসুস্থ হয়েছেন মনে করে মাঠেই আইসপ্যাক দেওয়া হয়েছিল। সেই সময় সাময়িক সুস্থ হয়ে ফের বোলিং করেন ৷ উইকেটও নেন । ব্যাট হাতেও 20 বলে 30 রান করেন ৷ অসুস্থতা নিয়েই এই টুর্নামেন্টে খেলেন তিনি। শহরের বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে দলের সঙ্গেই ছিলেন আকাশ দীপ।

কিন্তু জ্বর না-কমায় বৃহস্পতিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসে। আপাতত সুস্থ থাকলেও দুর্বলতা রয়েছে এই ক্রিকেটারের। ফলে বেঙ্গল প্রো টি-20 লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে তাঁর আর মাঠে নামার সম্ভাবনা কম। আজ ঋত্বিক রায়চৌধুরীর নেতৃত্বাধীন শিলিগুড়ি খেলবে মেদিনীপুর উইজার্ডসের বিরুদ্ধে। এই মুহূর্তে শিলিগুড়ি পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.