পারথ, 13 নভেম্বর: বর্ডার-গাভাসকর সিরিজের প্রস্তুতি হিসেবে প্রাথমিকভাবে ভারতীয়-এ দলের বিরুদ্ধে একটি ম্য়াচ খেলার কথা ছিল সিনিয়র ভারতীয় দলের ৷ কিন্তু চোট-আঘাতের কথা চিন্তা করে সেই ম্য়াচ পরবর্তীতে বাতিল করা হয় টিম ম্য়ানেজমেন্টের তরফে ৷ যা নিয়ে বেশ চর্চা হয় ৷ ভারতীয় থিঙ্কট্য়াঙ্কের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা সরব হন সুনীল গাভাসকরের মত কিংবদন্তি ৷ অবশেষে চাপে পড়ে প্রস্তুতি ম্য়াচ আয়োজনের সিদ্ধান্ত নিল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট ৷
দেশের মাটিতে সম্প্রতি নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজে বেশ কিছু ক্রিকেটার ফর্মের ধারেকাছেও ছিলেন না ৷ হাইভোল্টেজ বর্ডার-গাভাসকর ট্রফির আগে সেই ক্রিকেটারদের ফর্মে ফেরাতে বদ্ধপরিকর ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ তাই প্রস্তুতি ম্য়াচ না-খেলার সিদ্ধান্তে বদল আনল তাঁরা ৷ পারথ টেস্টের আগে নিজেদের মধ্যে তিনদিনের একটি গা-ঘামানো ম্য়াচ খেলবেন কোহলি-গিলরা ৷ ইন্ট্রা স্কোয়াড এই ম্য়াচটি অনুষ্ঠিত হবে শুক্রবার থেকে রবিবার ৷ যদিও সেই ম্যাচে সংবাদমাধ্য়ম কিংবা দর্শক প্রবেশের অনুমতি থাকবে না বলে রিপোর্টে বলা হয়েছে ৷
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেটের তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ভারতীয় দলের ইন্ট্রা স্কোয়াড ম্য়াচ রুদ্ধদ্বার হতে চলেছে ৷ ম্য়াচটি অনুষ্ঠিত হবে ওয়াকা (WACA)-র প্র্য়াকটিস গ্রাউন্ডেই ৷ ক্য়াঙারুর দেশে পৌঁছনোর পর মঙ্গলবার থেকে অনুশীলনে নেমে পড়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটার ৷ যদিও বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রবি অশ্বিনের মত ক্রিকেটাররা প্রথমদিনের ঐচ্ছিক সেই অনুশীলন পর্বে গা-ঘামাননি ৷ তবে নেটে বাড়তি পরিশ্রম করতে দেখা গিয়েছে কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্তকে ৷
KL Rahul was one of the main batters to have a net in India’s training session today at the WACA pic.twitter.com/3MXVU0p8FH
— Tristan Lavalette (@trislavalette) November 12, 2024
ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের কাছে হারের পর ডব্লিউটিসি ফাইনালে যোগ্য়তা অর্জনের প্রশ্নে বর্ডার-গাভাসকর ট্রফি মহা গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে ৷ পাঁচ ম্য়াচের সিরিজে কমপক্ষে 4-0 ব্যবধানে জিততে হবে গৌতম গম্ভীর প্রশিক্ষণাধীন ভারতীয় দলকে ৷ তবে প্রথম একটি বা দু'টি ম্য়াচে অধিনায়ক রোহিত শর্মাকে পাওয়া নিয়ে এখনও সংশয় রয়েছে ভারতীয় দলের ৷ সেক্ষেত্রে মুম্বইকরকে না-পাওয়া গেলে অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা ৷