ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন না বিরাট-রোহিতরা - Indian Cricket team - INDIAN CRICKET TEAM

ICC Champions Trophy 2025: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারতীয় দল ৷ আইসিসি-র কাছে দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আর্জি জানাবে বিসিসিআই ৷

Indian Cricket team
ভারতীয় দল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 11:05 AM IST

Updated : Jul 11, 2024, 12:09 PM IST

মুম্বই, 11 জুলাই: 2025 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ কিন্তু পড়শি দেশে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ ভারত ৷ তার বদলে ভারতের ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আইসিসি’কে আর্জি জানাতে চলেছে বিসিসিআই ৷ এমনটাই খবর বিসিসিআই সূত্রে ৷

যদিও এই প্রথম নয়, এর আগে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে যায়নি ভারতীয় দল ৷ নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় দলকে পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার ৷ 2008 সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় দল ৷ তারপর থেকেই খারাপ হতে শুরু করে দু’দেশের সম্পর্ক ৷ ফলে গত 16 বছরে ইরমান-ওয়াসিমদের দেশে যায়নি ভারত ৷ যদিও পাকিস্তান এদেশ খেলতে এসেছে বেশ কয়েকবার ৷ 2023 আইসিসি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে এসেছিল ‘বাবর আজম অ্যান্ড কোং’ ৷ ইডেন গার্ডেন্সেও খেলে গিয়েছে পাকিস্তান ৷

অন্যদিকে, 2009 সালে পাকিস্তান সফরে গিয়ে আক্রান্ত হয় শ্রীলঙ্কা দল ৷ গদ্দাফি স্টেডিয়ামের বাইরে বন্দুকধারীদের আক্রমণে আহত হন কুমার সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, অজন্তা মেন্ডিস-সহ একাধিক খেলোয়াড় ৷ নজিরবিহীন নিরাপত্তা সত্ত্বেও অতিথি দলের উপর এহেন আক্রমণে নিন্দার ঝড় উঠেছিল বিশ্বজুড়ে ৷ তার আগে 2002 সালে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের হোটেলের বাইরে বিস্ফোরণ হয় ৷ ফলে আন্তর্জাতিক সিরিজের ক্ষেত্রে বরাবরই কোনঠাসা পাকিস্তান ৷

টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে ভারতীয় দলের কাছে এখন লক্ষ্য 2025 সালে টেস্ট চ্য়াম্পিয়নশিপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ৷ গত বছর এশিয়া কাপের সময়ও ভারতীয় দল তাদের ম্যাচগুলি খেলেছিল শ্রীলঙ্কায় ৷ তবে এশিয়া কাপের দায়িত্বে থাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক আইসিসি ৷

মুম্বই, 11 জুলাই: 2025 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ কিন্তু পড়শি দেশে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ ভারত ৷ তার বদলে ভারতের ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আইসিসি’কে আর্জি জানাতে চলেছে বিসিসিআই ৷ এমনটাই খবর বিসিসিআই সূত্রে ৷

যদিও এই প্রথম নয়, এর আগে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে যায়নি ভারতীয় দল ৷ নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় দলকে পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার ৷ 2008 সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় দল ৷ তারপর থেকেই খারাপ হতে শুরু করে দু’দেশের সম্পর্ক ৷ ফলে গত 16 বছরে ইরমান-ওয়াসিমদের দেশে যায়নি ভারত ৷ যদিও পাকিস্তান এদেশ খেলতে এসেছে বেশ কয়েকবার ৷ 2023 আইসিসি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে এসেছিল ‘বাবর আজম অ্যান্ড কোং’ ৷ ইডেন গার্ডেন্সেও খেলে গিয়েছে পাকিস্তান ৷

অন্যদিকে, 2009 সালে পাকিস্তান সফরে গিয়ে আক্রান্ত হয় শ্রীলঙ্কা দল ৷ গদ্দাফি স্টেডিয়ামের বাইরে বন্দুকধারীদের আক্রমণে আহত হন কুমার সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, অজন্তা মেন্ডিস-সহ একাধিক খেলোয়াড় ৷ নজিরবিহীন নিরাপত্তা সত্ত্বেও অতিথি দলের উপর এহেন আক্রমণে নিন্দার ঝড় উঠেছিল বিশ্বজুড়ে ৷ তার আগে 2002 সালে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের হোটেলের বাইরে বিস্ফোরণ হয় ৷ ফলে আন্তর্জাতিক সিরিজের ক্ষেত্রে বরাবরই কোনঠাসা পাকিস্তান ৷

টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে ভারতীয় দলের কাছে এখন লক্ষ্য 2025 সালে টেস্ট চ্য়াম্পিয়নশিপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ৷ গত বছর এশিয়া কাপের সময়ও ভারতীয় দল তাদের ম্যাচগুলি খেলেছিল শ্রীলঙ্কায় ৷ তবে এশিয়া কাপের দায়িত্বে থাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক আইসিসি ৷

Last Updated : Jul 11, 2024, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.