ETV Bharat / sports

ভাইজ্যাগে বদলা ! ইংরেজদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া - yashasvi jaiswal

India vs England 2nd Test: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অবশেষে জয় ভারতের ৷ হায়দরাবাদে বিশ্রী হারের স্মৃতি ভুলে, ইংল্যান্ডের 'বাজবল'-কে ধরাশায়ী করলেন জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 2:17 PM IST

Updated : Feb 5, 2024, 2:53 PM IST

বিশাখাপত্তনম, 5 ফেব্রুয়ারি: ভাইজ্যাগ জয় করল ভারত ৷ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে 106 রানে হারাল রোহিত অ্যান্ড কোং ৷ যে জয়ের কাণ্ডারী কোনও একজন ক্রিকেটার নন ৷ প্রথম ইনিংসের নায়ক যেমন ছিলেন যশস্বী এবং বুমরা ৷ দ্বিতীয় ইনিংসেও বুমরার সঙ্গে শুভমন গিল এবং রবিচন্দ্রন অশ্বিন ভারতের সিরিজের প্রথম জয়ে বড় ভূমিকা নিলেন ৷ আজকের জয়ে ভারত সিরিজে 1-1 সমতা ফেরাল ৷ দুই ইনিংসে দুরন্ত বোলিংয়ে 9 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন বুমরা ৷

ইংল্যান্ডের তারকা পেসার জিমি অ্যান্ডারসন গতকাল বলেছিলেন, 399 রানের টার্গেট পৌঁছতে তাঁরা বেশি সময় নষ্ট করবেন না ৷ ভারতীয় বোলারদের উপর দাপট দেখিয়ে 70 ওভারের মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে পারবে ব্রিটিশরা ৷ জিমির কথা মতো, 70 নম্বর ওভারেই ম্যাচ শেষ হল ৷ কিন্তু, সেই শেষটা করলেন ভারতীয় বোলাররা ৷ 292 রানে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে অলআউট করলেন জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনরা ৷ ভারতের পেস ও স্পিন আক্রমণের প্রধান দুই স্তম্ভ এই ইনিংসে 3টি করে উইকেট তুললেন ৷

তবে, মাঝে কয়েকবার রোহতি শর্মা অ্যান্ড কোম্পানিকে বেশ চাপে ফেলে দিয়েছিল থ্রি-লায়ন্স ৷ তবে, প্রতিবারে বুমরা, অশ্বিন, কুলদীপের মধ্যে কেউ না কেউ সেই চাপ কাটিয়ে উঠতে সাহায্য করেছেন ৷ যেমনটা হয়েছিল বেন স্টোকস (11) রান-আউট হওয়ার পর ৷ বেন ফোকস (36) এবং টম হার্টলি (36) 55 রানের পার্টনাশিপ ফের একবা প্রথম টেস্টের স্মৃতিস্মরণ করাচ্ছিল ৷ কিন্তু, সেখানে ত্রাতা হিসেবে দেখা দেন জসপ্রীত বুমরা ৷ ফিরতি বলে ক্যাচ নিয়ে বেন ফোকসকে আউট করেন তিনি ৷ এর পরপরই মুকেশ কুমার ঘরের মাঠে তাঁর প্রথম টেস্ট উইকেটটি নেন শোয়েব বশিরকে আউট করে ৷

এ দিন ভারতীয় দলে একটা জিনিস ইতিবাচক ছিল ৷ প্রথম টেস্টের মতো ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে, রক্ষণশীল হয়ে পড়েননি রোহিত বা কোনও ভারতীয় বোলার ৷ বরং, ইংরেজ ব্যাটারদের আক্রমণকেই নিজেদের হাতিয়ার করেন বোলাররা ৷ যার ফলস্বরূপ গতকাল বেন ডাকেট ও আজ ওলি পোপ এবং জো রুট অশ্বিনের শিকার হন ৷ ভারতীয় অফস্পিনারের বিরুদ্ধে আগ্রাসন দেখাতে গিয়ে উইকেট দিয়ে আসেন তাঁরা ৷

প্রথম ইনিংসের মতো, দ্বিতীয় ইনিংসেও দুরন্ত দেখাল জসপ্রীত বুমরাকে ৷ মধ্যাহ্নভোজের আগে বেয়ারস্টোকে আউট করেন তিনি ৷ তারপর যখন ইংল্যান্ডের লোয়ার-অর্ডার পার্টনারশিপ গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করছিল, তখন উইকেট তোলেন তিনি ৷ ম্যাচের সেরাও হয়েছেন বুমরা ৷ তবে, এই ম্যাচে ফের একবার নিজেকে প্রমাণ করলেন বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ যখন বাকি ব্যাটাররা ব্যর্থ হচ্ছিলেন, তখন ডাবল সেঞ্চুরি করলেন তিনি ৷

আরও পড়ুন :

  1. প্রথম সেশনে অশ্বিনের 'দাদাগিরি', ভাইজ্যাগ টেস্ট জয় থেকে 4 উইকেট দূরে ভারত
  2. অপেক্ষার অবসান শুভমনের ব্যাটে, পঞ্জাব ব্যাটারের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত
  3. সিআর 39, চল্লিশ ছুঁয়েও আপন মহিমায় ভাস্বর ক্রিশ্চিয়ানো

বিশাখাপত্তনম, 5 ফেব্রুয়ারি: ভাইজ্যাগ জয় করল ভারত ৷ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে 106 রানে হারাল রোহিত অ্যান্ড কোং ৷ যে জয়ের কাণ্ডারী কোনও একজন ক্রিকেটার নন ৷ প্রথম ইনিংসের নায়ক যেমন ছিলেন যশস্বী এবং বুমরা ৷ দ্বিতীয় ইনিংসেও বুমরার সঙ্গে শুভমন গিল এবং রবিচন্দ্রন অশ্বিন ভারতের সিরিজের প্রথম জয়ে বড় ভূমিকা নিলেন ৷ আজকের জয়ে ভারত সিরিজে 1-1 সমতা ফেরাল ৷ দুই ইনিংসে দুরন্ত বোলিংয়ে 9 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন বুমরা ৷

ইংল্যান্ডের তারকা পেসার জিমি অ্যান্ডারসন গতকাল বলেছিলেন, 399 রানের টার্গেট পৌঁছতে তাঁরা বেশি সময় নষ্ট করবেন না ৷ ভারতীয় বোলারদের উপর দাপট দেখিয়ে 70 ওভারের মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে পারবে ব্রিটিশরা ৷ জিমির কথা মতো, 70 নম্বর ওভারেই ম্যাচ শেষ হল ৷ কিন্তু, সেই শেষটা করলেন ভারতীয় বোলাররা ৷ 292 রানে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে অলআউট করলেন জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনরা ৷ ভারতের পেস ও স্পিন আক্রমণের প্রধান দুই স্তম্ভ এই ইনিংসে 3টি করে উইকেট তুললেন ৷

তবে, মাঝে কয়েকবার রোহতি শর্মা অ্যান্ড কোম্পানিকে বেশ চাপে ফেলে দিয়েছিল থ্রি-লায়ন্স ৷ তবে, প্রতিবারে বুমরা, অশ্বিন, কুলদীপের মধ্যে কেউ না কেউ সেই চাপ কাটিয়ে উঠতে সাহায্য করেছেন ৷ যেমনটা হয়েছিল বেন স্টোকস (11) রান-আউট হওয়ার পর ৷ বেন ফোকস (36) এবং টম হার্টলি (36) 55 রানের পার্টনাশিপ ফের একবা প্রথম টেস্টের স্মৃতিস্মরণ করাচ্ছিল ৷ কিন্তু, সেখানে ত্রাতা হিসেবে দেখা দেন জসপ্রীত বুমরা ৷ ফিরতি বলে ক্যাচ নিয়ে বেন ফোকসকে আউট করেন তিনি ৷ এর পরপরই মুকেশ কুমার ঘরের মাঠে তাঁর প্রথম টেস্ট উইকেটটি নেন শোয়েব বশিরকে আউট করে ৷

এ দিন ভারতীয় দলে একটা জিনিস ইতিবাচক ছিল ৷ প্রথম টেস্টের মতো ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে, রক্ষণশীল হয়ে পড়েননি রোহিত বা কোনও ভারতীয় বোলার ৷ বরং, ইংরেজ ব্যাটারদের আক্রমণকেই নিজেদের হাতিয়ার করেন বোলাররা ৷ যার ফলস্বরূপ গতকাল বেন ডাকেট ও আজ ওলি পোপ এবং জো রুট অশ্বিনের শিকার হন ৷ ভারতীয় অফস্পিনারের বিরুদ্ধে আগ্রাসন দেখাতে গিয়ে উইকেট দিয়ে আসেন তাঁরা ৷

প্রথম ইনিংসের মতো, দ্বিতীয় ইনিংসেও দুরন্ত দেখাল জসপ্রীত বুমরাকে ৷ মধ্যাহ্নভোজের আগে বেয়ারস্টোকে আউট করেন তিনি ৷ তারপর যখন ইংল্যান্ডের লোয়ার-অর্ডার পার্টনারশিপ গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করছিল, তখন উইকেট তোলেন তিনি ৷ ম্যাচের সেরাও হয়েছেন বুমরা ৷ তবে, এই ম্যাচে ফের একবার নিজেকে প্রমাণ করলেন বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ যখন বাকি ব্যাটাররা ব্যর্থ হচ্ছিলেন, তখন ডাবল সেঞ্চুরি করলেন তিনি ৷

আরও পড়ুন :

  1. প্রথম সেশনে অশ্বিনের 'দাদাগিরি', ভাইজ্যাগ টেস্ট জয় থেকে 4 উইকেট দূরে ভারত
  2. অপেক্ষার অবসান শুভমনের ব্যাটে, পঞ্জাব ব্যাটারের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত
  3. সিআর 39, চল্লিশ ছুঁয়েও আপন মহিমায় ভাস্বর ক্রিশ্চিয়ানো
Last Updated : Feb 5, 2024, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.