বার্বাডোজ, 29 জুন: 13 বছরের শাপমুক্তি ৷ ফের বিশ্বকাপ এল দেশে ৷ 7 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বসেরা ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ 2007 টি-20 বিশ্বকাপের পর ফের ক্রিকেটের কনিষ্ঠ ফর্ম্যাটে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ৷ টানটান ম্যাচে গর্ডন গ্রিনিজ-গ্যারফিল্ড সোবার্সদের প্রদেশে প্রোটিয়াদের উড়িয়ে দিল ‘মেন ইন ব্লু’ ৷
177 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা ৷ রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম ফেরার পর ম্যাচ ধরে নিয়েছিলেন প্রোটিয়া ব্যাটাররা ৷ নার্ভ ধরে রেখে ক্রমশ জয়ের দিকে এগোচ্ছিল ‘মার্করাম অ্যান্ড কোং’ ৷ সেমি-ফাইনালের নায়ক অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব খরচ করেছিলেন 94 রান ৷ সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরালেন দলের তিন পেসার ও সূর্যকুমার যাদব ৷
The celebrations have begun in Barbados 🥳
— BCCI (@BCCI) June 29, 2024
A round of applause for the ICC Men's T20 World Cup 2024 winning side - Team INDIA 🇮🇳🙌#T20WorldCup | #TeamIndia | #SAvIND pic.twitter.com/OElawo7Xha
স্লগ ওভারে এসে ভয়ংকর হয়ে উঠলেন জসপ্রীত বুমরা ৷ হেনরিখ ক্লাসেনকে স্লোয়ারে পরাস্ত করলেন হার্দিক পান্ডিয়া ৷ বারবার লাইন লেন্থ বদলে প্রোটিয়াদের আস্কিং রেট বাড়ানোর কাজ করলেন অর্শদীপ সিং ৷ শেষ ওভারে দরকার ছিল 16 রান ৷ ক্রিজে ছিলেন ডেভিড ‘কিলার’ মিলার ৷ হার্দিকের প্রথম বলই উড়িয়েছিলেন মিলার ৷ বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচে শুধু প্রোটিয়াদের সেরা বাজি’কেই ফেরালেন না, বিশ্বকাপটাও এনে দিলেন সূর্যকুমার যাদব ৷ শেষ পর্যন্ত 169 রানেই থেমে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস ৷
Two Icons! 🫡
— BCCI (@BCCI) June 29, 2024
Two T20 World Cup-Winning Captains 🏆 🏆
One PROUD Nation 🇮🇳
MS Dhoni 🤝 Rohit Sharma #T20WorldCup | #TeamIndia | #SAvIND | @msdhoni | @ImRo45 pic.twitter.com/oDdcYDm94G
দেশের জার্সিতে সম্ভবত টি-20 ফর্ম্যাটে নেমেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ বিশ্বসেরা হয়েই কুড়ি-বিশের জার্নি শেষ করলেন দুই কিংবদন্তি ৷ কেরিয়ারের সায়াহ্নে থাকা দুই ‘বুড়ো ঘোড়া’ই ছিল ভারতের বিশ্বকাপ অভিযানের সেরা বাজি ৷ নীল জার্সিতে দেশকে বিশ্বসেরা করার সংকল্প নিয়ে নেমেছিলেন রোহিত-বিরাট ৷ ম্যাচের সেরা হয়ে সেই সংকল্পই পূরণ করলেন ‘কিং কোহলি’ ৷ ব্যাটে ব্যর্থ রোহিত দেখালেন ‘মস্তিষ্ক’র জোরেই কীভাবে প্রায় হেরে যাওয়া ম্যাচে দেশকে বিশ্বসেরা করা যায় ৷