হারারে, 14 জুলাই: তৈরি ভারতীয় ক্রিকেটের আগামী প্রজন্ম ৷ 29 জুন বার্বাডোজের মাটিতে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সেই দলের তারকা তথা রোহিত-বিরাট-জাদেজারা টি-20 আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসর নেন ৷ এরপরই ছিল ভারতের জিম্বাবোয়ে সফর ৷ দলের তরুণ তুর্কীরা পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন ভারতের ক্রিকেটপ্রেমীরা ৷ তবে জিম্বাবোয়েের বিরুদ্ধে ভারতের আজকের জয় তার উত্তর দিয়ে দিল ৷
A 42-run victory in the 5th & Final T20I 🙌
— BCCI (@BCCI) July 14, 2024
With that win, #TeamIndia complete a 4⃣-1⃣ series win in Zimbabwe 👏👏
Scorecard ▶️ https://t.co/TZH0TNJcBQ#ZIMvIND pic.twitter.com/oJpasyhcTJ
পাঁচ ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিলেন শুভমনরা ৷ তবে বাকি চারটে ম্যাচে সেই সংশয় উড়িয়ে 4-1 ব্যবধানে সিরিজ জিতে নিল ভারতীয় ক্রিকেটের আগামী প্রজন্ম ৷ পঞ্চম তথা শেষ ম্যাচে ভারত জিতল 42 রানে ৷ এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রেজা ৷ আজ শুরুটা একদম ভালো করেনি গিল বাহিনী ৷ তবে, পরে ক্রিজে টিকে থেকে জিম্বাবোয়েকে লড়াকু রানের টার্গেট দেন সঞ্জু স্যামসন ৷ ব্যাট করতে নেমে ভারতের যশস্বী জয়সওয়াল করেন 12 রান ৷
অধিনায়ক শুভমনের ব্যাটে আসে মাত্র 13 রান ৷ 14 রানে প্যাভিলিয়নমুখী হন অভিষেক শর্মা ৷ তারপর ব্যাট চালান সঞ্জু ৷ 45 বল খেলে 58 রান করে ডাগ-আউটে ফিরে যান তিনি ৷ ইনিংসে উপহার দেন 1টি চার ও 4টি ছয় ৷ পরে 22 রান ও 26 রান করেন রিয়ান পরাগ ও শিবম দুবে ৷ 11 রানেই আউট হয়ে যান রিঙ্কু সিং ও 1 রানেই ঠান্ডা হয়ে যান ওয়াশিংটন সুন্দর ৷ 20 ওভারে ভারত 6 উইকেট হারিয়ে 167 রান তোলে ৷
আজকের ম্যাচে ভারতের বোলিং বিভাগের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো ৷ প্রত্যেক বল আর একটাই লাইন ৷ 'হোয়াট অ্যা ডেলিবভারি' ৷ জিম্বাবোয়ের ডিওন মায়ার্সই একমাত্র 34 রান করেন ৷ 27 রান করে আউট হন তদিওয়ানাশে মরুমণি ও ফারাজ আকরাম ৷ আর কোনও ব্যাটারই 10 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ 18.3 ওভারে 10 উইকেট হারিয়ে 125 রানেই গুটিয়ে যায় টিম জিম্বাবোয়ে ৷
4⃣ wickets ⚡️
— BCCI (@BCCI) July 14, 2024
2⃣2⃣ runs
Mukesh Kumar registers his career-best bowling figures in T20Is 👏👏
Scorecard ▶️ https://t.co/TZH0TNJcBQ#TeamIndia | #ZIMvIND pic.twitter.com/yG11RPJKoo
- এদিকে, বাংলার মুকেশ কুমার আন্তর্জাতিক টি-20 ম্যাচে সেরা বোলিং করেছেন ৷ 3.3 ওভার বল করে মাত্র 22 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন ৷
For his all-round impact in the 5th T20I, Shivam Dube wins the Player of the Match award 🏆👏
— BCCI (@BCCI) July 14, 2024
Scorecard ▶️ https://t.co/TZH0TNJcBQ#TeamIndia | #ZIMvIND | @IamShivamDube pic.twitter.com/yxO8KifBK5 - 4 ভার বল করে 25 রান দিয় 2টি উইকেট নিয়েছেন শিবম দুবে ৷ সিকান্দার রাজাকে রানআউটও করেছেন তিনিই ৷ ম্যাচের সেরার কৃতিত্ব তুলে দেওয়া হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন থাকা দলের সদস্যদের হাতে ৷
5⃣ matches
— BCCI (@BCCI) July 14, 2024
8⃣ wickets 🙌
For his brilliance with the ball, Washington Sundar becomes the Player of the series 👏👏
Scorecard ▶️ https://t.co/TZH0TNJcBQ#TeamIndia | #ZIMvIND | @Sundarwashi5 pic.twitter.com/pVBJ29nreN - এর পাশাপাশি একটি করে উইকেট নিয়েছেন তুষার দেশপাণ্ডে, অভিষেক শর্মা ও ওয়াশিংটন সুন্দর ৷ বোলিং এই অলরাউন্ডার 5 ম্যাচে 8উইকেট নিয়ে সিরিজ সেরার কৃতিত্ব হাতে তুলেছেন ৷