ETV Bharat / sports

নজির নয়, প্রোটিয়াদের বিরুদ্ধে এশিয়া কাপের হোমওয়ার্ক করবে টিম ইন্ডিয়া - India Women

author img

By PTI

Published : Jul 4, 2024, 7:38 PM IST

India W to face South Africa: দুরন্ত ফর্মে রয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা ৷ ওডিআই ও টেস্ট সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করেছে দেশের প্রমিলা বাহিনী ৷ এবার প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজে নামছে ‘উইমেন ইন ব্লু’ ৷

India W
দেশের প্রমিলা বাহিনী (বিসিসিআই উইমেন এক্স)

চেন্নাই, 4 জুলাই: ওডিআই সিরিজ ও টেস্টে দক্ষিণ আফ্রিকাকে চুনকাম করেছে ভারতের মেয়েরা ৷ শুক্রবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ তিন ম্যাচের টি-20 সিরিজ ৷ কুড়ি-বিশের সিরিজে আর নজির গড়া নয়, প্রমিলা বাহিনীর লক্ষ্য এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের হোমওয়ার্ক সেরে রাখা ৷

19 জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এশিয়া কাপ ৷ বাংলাদেশে অক্টোবরে বসবে টি-20 বিশ্বকাপের আসর ৷ দুই মেগা ইভেন্টের আগে এটিই ‘হরমনপ্রীত কৌর অ্যান্ড কোং‘য়ের শেষ সাদা বলের সিরিজ ৷ ফলে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেরা তূণগুলি ঝালিয়ে নিতে চাইবে ‘উইমেন ইন ব্লু’ ৷

প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই ও টেস্টে দুরন্ত প্রদর্শন করেছেন অমল মজুমদারের নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ নিজের সেরা ফর্মে রয়েছেন স্মৃতি মন্ধানা ৷ দুরন্ত খেলেছেন শেফালি বর্মা, স্নেহ রানারা ৷ যা দুই মেগা টুর্নামেন্টের আগে অতিরিক্ত অক্সিজেন দিয়েছে ভারতকে ৷ 2023 সালের পর থেকে সাতটি টি-20 সিরিজ খেলেছে ভারত ৷ তারমধ্যে জয় এসেছে তিনটিতে ৷ চারটি হেরে গিয়েছে ভারত ৷

শেষ দুই সিরিজে তিনটি শতরান এসেছে সহ-অধিনায়ক মন্ধানার ব্যাটে ৷ শতরান করেছেন অধিনায়ক হরমনও ৷ ভারতের একমাত্র চিন্তা ছিল ওপেনার শেফালি বর্মার ফর্ম ৷ টেস্টে দ্রুততম দ্বি-শতরানের রেকর্ড গড়ে তিনি অমল মজুমদারের কপালের ভাঁজ গায়েব করে দিয়েছেন ৷ জেমাইমা রদ্রিগেজ ও বঙ্গতনয়া রিচা ঘোষের ফর্মও ভরসা যোগাচ্ছে ভারতকে ৷

রেণুকা সিং, পূজা বস্ত্রকর এবং অরুন্ধতী রেড্ডির পেস অ্যাটাক, স্পিনে দীপ্তি শর্মা, রাধা যাদব, আশা শোবানা, শ্রেয়াঙ্কা পাটিল ৷ ব্যাটিংয়ের পাশাপাশি শক্তিশালী ভারতের বোলিং লাইন-আপও ৷ অতীতের ভুল শুধরে ইতিহাস গড়তে বদ্ধপরিকর দুর্দান্ত ফর্মে থাকা ‘উইমেন ইন ব্লু’ ৷

ভারতীয় মহিলা দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়ক), উমা চেত্রি (উইকেটরক্ষক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দয়ালান হেমলথা, জেমাইমা রদ্রিগেজ, শেফালি বর্মা, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সজীবন সাজানা, দীপ্তি শর্মা, আশা শোভনা, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং, শবনম শাকিল, পূজা বস্ত্রকর, রাধা যাদব

চেন্নাই, 4 জুলাই: ওডিআই সিরিজ ও টেস্টে দক্ষিণ আফ্রিকাকে চুনকাম করেছে ভারতের মেয়েরা ৷ শুক্রবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ তিন ম্যাচের টি-20 সিরিজ ৷ কুড়ি-বিশের সিরিজে আর নজির গড়া নয়, প্রমিলা বাহিনীর লক্ষ্য এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের হোমওয়ার্ক সেরে রাখা ৷

19 জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এশিয়া কাপ ৷ বাংলাদেশে অক্টোবরে বসবে টি-20 বিশ্বকাপের আসর ৷ দুই মেগা ইভেন্টের আগে এটিই ‘হরমনপ্রীত কৌর অ্যান্ড কোং‘য়ের শেষ সাদা বলের সিরিজ ৷ ফলে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেরা তূণগুলি ঝালিয়ে নিতে চাইবে ‘উইমেন ইন ব্লু’ ৷

প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই ও টেস্টে দুরন্ত প্রদর্শন করেছেন অমল মজুমদারের নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ নিজের সেরা ফর্মে রয়েছেন স্মৃতি মন্ধানা ৷ দুরন্ত খেলেছেন শেফালি বর্মা, স্নেহ রানারা ৷ যা দুই মেগা টুর্নামেন্টের আগে অতিরিক্ত অক্সিজেন দিয়েছে ভারতকে ৷ 2023 সালের পর থেকে সাতটি টি-20 সিরিজ খেলেছে ভারত ৷ তারমধ্যে জয় এসেছে তিনটিতে ৷ চারটি হেরে গিয়েছে ভারত ৷

শেষ দুই সিরিজে তিনটি শতরান এসেছে সহ-অধিনায়ক মন্ধানার ব্যাটে ৷ শতরান করেছেন অধিনায়ক হরমনও ৷ ভারতের একমাত্র চিন্তা ছিল ওপেনার শেফালি বর্মার ফর্ম ৷ টেস্টে দ্রুততম দ্বি-শতরানের রেকর্ড গড়ে তিনি অমল মজুমদারের কপালের ভাঁজ গায়েব করে দিয়েছেন ৷ জেমাইমা রদ্রিগেজ ও বঙ্গতনয়া রিচা ঘোষের ফর্মও ভরসা যোগাচ্ছে ভারতকে ৷

রেণুকা সিং, পূজা বস্ত্রকর এবং অরুন্ধতী রেড্ডির পেস অ্যাটাক, স্পিনে দীপ্তি শর্মা, রাধা যাদব, আশা শোবানা, শ্রেয়াঙ্কা পাটিল ৷ ব্যাটিংয়ের পাশাপাশি শক্তিশালী ভারতের বোলিং লাইন-আপও ৷ অতীতের ভুল শুধরে ইতিহাস গড়তে বদ্ধপরিকর দুর্দান্ত ফর্মে থাকা ‘উইমেন ইন ব্লু’ ৷

ভারতীয় মহিলা দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়ক), উমা চেত্রি (উইকেটরক্ষক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দয়ালান হেমলথা, জেমাইমা রদ্রিগেজ, শেফালি বর্মা, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সজীবন সাজানা, দীপ্তি শর্মা, আশা শোভনা, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং, শবনম শাকিল, পূজা বস্ত্রকর, রাধা যাদব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.