ETV Bharat / sports

সুপার এইট নিশ্চিত করতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিতের - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

T20 World Cup 2024: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আজ জিতলেই টি20 বিশ্বকাপের সুপার এইটের কোয়ালিফাই করে যাবে ভারত ৷ গ্রুপ পর্যায়ে আজ তৃতীয় ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মারা ৷ পাকিস্তানের বিরুদ্ধে থ্রিলার ম্যাচে জিতে, আজ আত্মবিশ্বাস বাড়িয়ে মাঠে নামবে ভারতীয় দল ৷

ETV BHARAT
ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (ছবি- আইসিসি এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 7:39 PM IST

Updated : Jun 12, 2024, 8:03 PM IST

মার্কিন যুক্তরাষ্ট্র, 12 জুন: পাকিস্তানের বিরুদ্ধে থ্রিলার ম্যাচে জয়ের পর, আজ ভারতের সামনে গ্রুপের অন্যতম ধারাবাহিক দল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ যে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মা ৷ আজকের ম্যাচে ভারতের প্রথম একাদশে কোনও বদল করা হয়নি ৷ অভিজ্ঞতা অনুযায়ী, অপেক্ষাকৃত দুর্বল দল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ কিন্তু, নাসাউ কাউন্টির কঠিন পিচে অজানা মার্কিন বোলিং ও ব্যাটিংয়ের সামনে ৷ যা ভারতীয় দলের জন্য এক নতুন চ্যালেঞ্জ ৷ বিশেষত, বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ হওয়ার বিরাট কোহলির জন্য ৷ সেই সঙ্গে মার্কিন মিডল-অর্ডার ব্যাটার অ্যারন জোন্সের বিরুদ্ধে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় কী পরিকল্পনা তৈরি করেছেন, তাও দেখার ৷

উল্লেখ্য, সামান্য চোট থাকায় আজকের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রে অধিনায়ক মোনাংক প্যাটেল খেলছেন না ৷ বদলে মার্কিন দলকে নেতৃত্ব দিচ্ছেন, টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার অ্যারন জোন্স ৷ পরিবর্তে শ্যাডলি ভান শাকভিক প্রথম একাদশে এসেছেন ৷ টি20 বিশ্বকাপে গ্রুপ এ ও গ্রুপ ডি-র ম্যাচ নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ৷ এখনও পর্যন্ত এই মাঠ ও তার পিচ সবচেয়ে বেশি চর্চায় রয়েছে ৷ তবে, ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের ম্যাচই এই মাঠে শেষ খেলা ৷ ফলে শেষদিনে কোন ভেল্কি দেখায় নাসাউ কাউন্টির মাঠ, সেদিকেই সকলের নজর রয়েছে ৷

তবে, আজকের ম্যাচে ভারতীয় ব্যাটাররা নিজেদের ভুলত্রুটিগুলি শুধরে নিতে চাইবেন ৷ বিশেষত, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবেরা ৷ প্রথম পাঁচের মধ্যে এই তিনজনের ব্যাটে একেবারই রান আসেনি এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ৷ ফলে সুপার এইটে বিশ্বের তাবড় দলগুলিকে খেলার আগে, নিজেদের ব্যাটে রান দেখতে চাইবেন বিরাটরা ৷ আর সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ভালো দল হয় না ৷ তবে, স্বদেশীয় সৌরভ নেত্রাভালকারের থেকে সাবধানে থাকতে হবে ভারতকে ৷ একদা মুম্বই রঞ্জি দলের বাঁ-হাতি মিডিয়াম পেসার সৌরভের সামনে ধরাশায়ী হয়েছিল পাকিস্তান ৷ এবার সেই একই অভিজ্ঞতার সাক্ষী রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি হতে চাইবে না নিশ্চিতভাবে ৷

টি20 বিশ্বকাপের আরও খবর জানুন...

তবে, ভারত আগে টস জিতে বোলিং করায়, ব্যাটারদের আজ খুব একটা কঠিন পরীক্ষা নাও হতে পারে ৷ জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়ার দুরন্ত ফর্মের সামনে মার্কিন ব্যাটাররা কতক্ষণ টিকতে পারেন, তার উপর সবটা নির্ভর করছে ৷

মার্কিন যুক্তরাষ্ট্র, 12 জুন: পাকিস্তানের বিরুদ্ধে থ্রিলার ম্যাচে জয়ের পর, আজ ভারতের সামনে গ্রুপের অন্যতম ধারাবাহিক দল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ যে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মা ৷ আজকের ম্যাচে ভারতের প্রথম একাদশে কোনও বদল করা হয়নি ৷ অভিজ্ঞতা অনুযায়ী, অপেক্ষাকৃত দুর্বল দল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ কিন্তু, নাসাউ কাউন্টির কঠিন পিচে অজানা মার্কিন বোলিং ও ব্যাটিংয়ের সামনে ৷ যা ভারতীয় দলের জন্য এক নতুন চ্যালেঞ্জ ৷ বিশেষত, বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ হওয়ার বিরাট কোহলির জন্য ৷ সেই সঙ্গে মার্কিন মিডল-অর্ডার ব্যাটার অ্যারন জোন্সের বিরুদ্ধে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় কী পরিকল্পনা তৈরি করেছেন, তাও দেখার ৷

উল্লেখ্য, সামান্য চোট থাকায় আজকের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রে অধিনায়ক মোনাংক প্যাটেল খেলছেন না ৷ বদলে মার্কিন দলকে নেতৃত্ব দিচ্ছেন, টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার অ্যারন জোন্স ৷ পরিবর্তে শ্যাডলি ভান শাকভিক প্রথম একাদশে এসেছেন ৷ টি20 বিশ্বকাপে গ্রুপ এ ও গ্রুপ ডি-র ম্যাচ নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ৷ এখনও পর্যন্ত এই মাঠ ও তার পিচ সবচেয়ে বেশি চর্চায় রয়েছে ৷ তবে, ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের ম্যাচই এই মাঠে শেষ খেলা ৷ ফলে শেষদিনে কোন ভেল্কি দেখায় নাসাউ কাউন্টির মাঠ, সেদিকেই সকলের নজর রয়েছে ৷

তবে, আজকের ম্যাচে ভারতীয় ব্যাটাররা নিজেদের ভুলত্রুটিগুলি শুধরে নিতে চাইবেন ৷ বিশেষত, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবেরা ৷ প্রথম পাঁচের মধ্যে এই তিনজনের ব্যাটে একেবারই রান আসেনি এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ৷ ফলে সুপার এইটে বিশ্বের তাবড় দলগুলিকে খেলার আগে, নিজেদের ব্যাটে রান দেখতে চাইবেন বিরাটরা ৷ আর সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ভালো দল হয় না ৷ তবে, স্বদেশীয় সৌরভ নেত্রাভালকারের থেকে সাবধানে থাকতে হবে ভারতকে ৷ একদা মুম্বই রঞ্জি দলের বাঁ-হাতি মিডিয়াম পেসার সৌরভের সামনে ধরাশায়ী হয়েছিল পাকিস্তান ৷ এবার সেই একই অভিজ্ঞতার সাক্ষী রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি হতে চাইবে না নিশ্চিতভাবে ৷

টি20 বিশ্বকাপের আরও খবর জানুন...

তবে, ভারত আগে টস জিতে বোলিং করায়, ব্যাটারদের আজ খুব একটা কঠিন পরীক্ষা নাও হতে পারে ৷ জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়ার দুরন্ত ফর্মের সামনে মার্কিন ব্যাটাররা কতক্ষণ টিকতে পারেন, তার উপর সবটা নির্ভর করছে ৷

Last Updated : Jun 12, 2024, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.