ETV Bharat / sports

এশিয়া কাপের ফাইনালেও স্মৃতি'র ছটা, শ্রীলঙ্কাকে 165 রানের টার্গেট ভারতের - Womens Asia Cup Final - WOMENS ASIA CUP FINAL

India in Womens Asia Cup Final 2024: উইমেন্স এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত ৷ অধিনায়ক হরমনপ্রীত দ্বীপরাষ্ট্রের মেয়েদের এদিন বড় রানের টার্গেটে বেঁধে দিলেন ৷ এশিয়া কাপ জিততে শ্রীলঙ্কার দরকার 166 রান ৷

India in Womens Asia Cup Final 2024
স্মৃতি মন্ধানার ব্যাটিং (বিসিসিআই উইমেন এক্স)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 28, 2024, 4:44 PM IST

Updated : Jul 28, 2024, 5:40 PM IST

রানগিরি, 28 জুলাই: বাংলাদেশ বনাম ভারত ম্যাচের সেমিফাইনালেও ব্যাট চালিয়েছেন স্মৃতি মন্ধানা ৷ আজ, উইমেন্স এশিয়া কাপের ফাইনালেও ক্রিকেটপ্রেমীদের দুরন্ত আরও এক ইনিংস উপহার দিলেন ৷ 60 রানের ইনিংসে প্রথমে ব্যাট করে দ্বীপরাষ্ট্রের মেয়েদের 165 রানের টার্গেট দিলেন স্মৃতি মন্ধানারা ৷ তবে টুর্নামেন্টের শুরু থেকে এখনও পর্যন্ত টুর্নামেন্টে বিধ্বংসী ক্রিকেট উপহার দিয়েছে ভারতীয় দল ৷ তাই ছেলেরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ঘরে ট্রফি আনার পাশাপাশি মেয়েরাও আজ মরিয়া এশিয়া কাপ ভারতে আনতে ৷

এদিন টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ ওপেনিংয়ে নামেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা ৷ 16 রানে শেফালি আউট হয়ে গেলেও স্মৃতির ব্যাটে আসে 60 রান ৷ 47 বলে তাঁর দুরন্ত ইনিংস সাজানো 10টি চারে ৷ পরবর্তী ব্য়াটাররা বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে না-পারলেও জেমিমা 16 বলে 29 রান করেন ৷ বাংলার কন্যা রিচা ঘোষ 30 রান করেন ৷ 14 বলে তিনি ইনিংস সাজান, 4টি চার ও একটি 6-এ ৷ নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে ভারত তোলে 165 রান ৷

এদিকে শ্রীলঙ্কার বোলাররা হাত ঘুরিয়ে নেন পাঁচটি উইকেট ৷ কবিশা দিলহারি নেন দু'টি উইকেট ৷ একটি করে উইকেট নেন, পার্বোধানি, নিশানশালা, অধিনায়ক চামারী অথপথু একটি উইকেট নেন ৷ রান আউট হন জেমিমা রদ্রিগেস ৷ উল্লেখ্য, 2024 সালের মহিলা এশিয়া কাপে ভারত গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়াও নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়েছে। এরপর সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছে টিম ইন্ডিয়া। আর আজ লড়াই আয়োজক দেশের সঙ্গে ৷ এনিয়ে নবমবার এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। এশিয়া কাপের ইতিহাসে প্রত্যেক বার ফাইনাল খেলেছে ভারতের মহিলা দল। সেই ধারা বজায় রেখেছেন এবারও ৷

রানগিরি, 28 জুলাই: বাংলাদেশ বনাম ভারত ম্যাচের সেমিফাইনালেও ব্যাট চালিয়েছেন স্মৃতি মন্ধানা ৷ আজ, উইমেন্স এশিয়া কাপের ফাইনালেও ক্রিকেটপ্রেমীদের দুরন্ত আরও এক ইনিংস উপহার দিলেন ৷ 60 রানের ইনিংসে প্রথমে ব্যাট করে দ্বীপরাষ্ট্রের মেয়েদের 165 রানের টার্গেট দিলেন স্মৃতি মন্ধানারা ৷ তবে টুর্নামেন্টের শুরু থেকে এখনও পর্যন্ত টুর্নামেন্টে বিধ্বংসী ক্রিকেট উপহার দিয়েছে ভারতীয় দল ৷ তাই ছেলেরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ঘরে ট্রফি আনার পাশাপাশি মেয়েরাও আজ মরিয়া এশিয়া কাপ ভারতে আনতে ৷

এদিন টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ ওপেনিংয়ে নামেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা ৷ 16 রানে শেফালি আউট হয়ে গেলেও স্মৃতির ব্যাটে আসে 60 রান ৷ 47 বলে তাঁর দুরন্ত ইনিংস সাজানো 10টি চারে ৷ পরবর্তী ব্য়াটাররা বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে না-পারলেও জেমিমা 16 বলে 29 রান করেন ৷ বাংলার কন্যা রিচা ঘোষ 30 রান করেন ৷ 14 বলে তিনি ইনিংস সাজান, 4টি চার ও একটি 6-এ ৷ নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে ভারত তোলে 165 রান ৷

এদিকে শ্রীলঙ্কার বোলাররা হাত ঘুরিয়ে নেন পাঁচটি উইকেট ৷ কবিশা দিলহারি নেন দু'টি উইকেট ৷ একটি করে উইকেট নেন, পার্বোধানি, নিশানশালা, অধিনায়ক চামারী অথপথু একটি উইকেট নেন ৷ রান আউট হন জেমিমা রদ্রিগেস ৷ উল্লেখ্য, 2024 সালের মহিলা এশিয়া কাপে ভারত গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়াও নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়েছে। এরপর সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছে টিম ইন্ডিয়া। আর আজ লড়াই আয়োজক দেশের সঙ্গে ৷ এনিয়ে নবমবার এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। এশিয়া কাপের ইতিহাসে প্রত্যেক বার ফাইনাল খেলেছে ভারতের মহিলা দল। সেই ধারা বজায় রেখেছেন এবারও ৷

Last Updated : Jul 28, 2024, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.