রানগিরি, 28 জুলাই: বাংলাদেশ বনাম ভারত ম্যাচের সেমিফাইনালেও ব্যাট চালিয়েছেন স্মৃতি মন্ধানা ৷ আজ, উইমেন্স এশিয়া কাপের ফাইনালেও ক্রিকেটপ্রেমীদের দুরন্ত আরও এক ইনিংস উপহার দিলেন ৷ 60 রানের ইনিংসে প্রথমে ব্যাট করে দ্বীপরাষ্ট্রের মেয়েদের 165 রানের টার্গেট দিলেন স্মৃতি মন্ধানারা ৷ তবে টুর্নামেন্টের শুরু থেকে এখনও পর্যন্ত টুর্নামেন্টে বিধ্বংসী ক্রিকেট উপহার দিয়েছে ভারতীয় দল ৷ তাই ছেলেরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ঘরে ট্রফি আনার পাশাপাশি মেয়েরাও আজ মরিয়া এশিয়া কাপ ভারতে আনতে ৷
End of powerplay!#TeamIndia move to 44/0 after 6 overs
— BCCI Women (@BCCIWomen) July 28, 2024
Follow the Match ▶️ https://t.co/RRCHLLnlu1#WomensAsiaCup2024 | #INDvSL | #ACC | #Final
📸 ACC pic.twitter.com/H8mH04lkLD
এদিন টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ ওপেনিংয়ে নামেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা ৷ 16 রানে শেফালি আউট হয়ে গেলেও স্মৃতির ব্যাটে আসে 60 রান ৷ 47 বলে তাঁর দুরন্ত ইনিংস সাজানো 10টি চারে ৷ পরবর্তী ব্য়াটাররা বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে না-পারলেও জেমিমা 16 বলে 29 রান করেন ৷ বাংলার কন্যা রিচা ঘোষ 30 রান করেন ৷ 14 বলে তিনি ইনিংস সাজান, 4টি চার ও একটি 6-এ ৷ নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে ভারত তোলে 165 রান ৷
Innings Break!
— BCCI Women (@BCCIWomen) July 28, 2024
Vice-captain @mandhana_smriti's elegant 60(47), and brisk knocks from @JemiRodrigues (29 off 16) & @13richaghosh (30 off 14) help #TeamIndia post 165/6.
Over to our bowlers 🙌
Scorecard ▶️ https://t.co/RRCHLLmNEt#WomensAsiaCup2024 | #INDvSL | #ACC | #Final pic.twitter.com/j5UgyYeq3R
এদিকে শ্রীলঙ্কার বোলাররা হাত ঘুরিয়ে নেন পাঁচটি উইকেট ৷ কবিশা দিলহারি নেন দু'টি উইকেট ৷ একটি করে উইকেট নেন, পার্বোধানি, নিশানশালা, অধিনায়ক চামারী অথপথু একটি উইকেট নেন ৷ রান আউট হন জেমিমা রদ্রিগেস ৷ উল্লেখ্য, 2024 সালের মহিলা এশিয়া কাপে ভারত গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়াও নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়েছে। এরপর সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছে টিম ইন্ডিয়া। আর আজ লড়াই আয়োজক দেশের সঙ্গে ৷ এনিয়ে নবমবার এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। এশিয়া কাপের ইতিহাসে প্রত্যেক বার ফাইনাল খেলেছে ভারতের মহিলা দল। সেই ধারা বজায় রেখেছেন এবারও ৷