ETV Bharat / sports

বল হাতে উজ্জ্বল রিয়ান, সিরিজে সমতা ফেরাতে ভারতের দরকার 249 - India vs Sri Lanka - INDIA VS SRI LANKA

India vs Sri Lanka: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ওডিআই ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা ৷ ইতিমধ্যেই দ্বীপরাষ্ট্রে দ্বিতীয় সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে ৷ এই ম্যাচ জিতলে সিরিজে হার এড়াবে টিম ইন্ডিয়া ৷

India vs Sri Lanka
টিম ইন্ডিয়া (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 5:55 PM IST

কলম্বো, 7 অগস্ট: প্রথম ম্যাচে টাই’য়ের পর দ্বিতীয় ম্যাচে পা পিছলেছে ‘মেন ইন ব্লু’ ৷ হাতছাড়া হয়েছে সিরিজ জয়ের সুযোগ ৷ ফলে তৃতীয় ম্যাচ জিতে দ্বীপরাষ্ট্রে নামের পাশে সিরিজ হারের তকমা না-লাগাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া ৷ ঘরের মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা ৷ নির্ধারিত 50 ওভারে স্কোরবোর্ডে 248 রান তুলল ‘আসালাঙ্কা অ্যান্ড কোং’ ৷

প্রথমে খানিক সমস্যায় পড়লেন দ্রুত ম্যাচে ফিরলেন ভারতের বোলারার ৷ গম্ভীর-যুগে খেলোয়াড়দের নির্দিষ্ট পরিচয়ের (ব্যাটার/বোলার) বদলে দলের কাজে আসাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে ৷ সেভাবেই এদিন ‘টিম ইন্ডিয়া’ কাজে লাগাল রিয়ান পরাগকে ৷ 3 উইকেট তুললেন অসমের ছেলে, ফেরালেন ভয়ংকর হয়ে ওঠা অভিস্কা ফের্নান্দো’কে ৷ 1টি করে উইকেট এসেছে ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজের ঝুলিতে ৷

এদিন শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিলেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও অভিস্কা ফের্নান্দো ৷ 19 ওভারে প্রায় 90 রান তুলে ফেলেছিলেন দুই ব্যাটার ৷ 65 বলে 45 রান করা নিশাঙ্কাকে ফেরান অক্ষর পটেল ৷ তারপরেই কুশল মেন্ডিস’কে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান নিশাঙ্কা ৷ দ্বিতীয় উইকেটে দুই ব্যাটার স্কোরবোর্ডে যোগ করেন 82 রান ৷ সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরালেন রিয়ান পরাগ ৷ ভারতীয় ‘ব্যাটারের’ ঘূর্ণিতে ফেরেন ফের্নান্দো ৷ অল্পের জন্য শতরান হাতছাড়া করেন সনথ জয়সূর্য, কুমার সঙ্গকারার উত্তরসূরি ৷ ব্যক্তিগত 96 রানে ক্রিজ ছাড়েন ফের্নান্দো ৷

তারপর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে সনথ জয়সূর্যর ছেলেরা ৷ মিডল অর্ডারের ব্যাটাররা পরপর এসেছেন এবং গিয়েছেন ৷ ফলে কুশল মেন্ডিস উইকেট ধরে রাখলেও তা বিশেষ কাজে আসেনি ৷ টপ অর্ডার বাদে দু’অঙ্কের রান করেছেন দু’জন ব্যাটার ৷ অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও কামিন্দু মেন্ডিসের সংগ্রহ যথাক্রমে 10 ও ৷

কলম্বো, 7 অগস্ট: প্রথম ম্যাচে টাই’য়ের পর দ্বিতীয় ম্যাচে পা পিছলেছে ‘মেন ইন ব্লু’ ৷ হাতছাড়া হয়েছে সিরিজ জয়ের সুযোগ ৷ ফলে তৃতীয় ম্যাচ জিতে দ্বীপরাষ্ট্রে নামের পাশে সিরিজ হারের তকমা না-লাগাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া ৷ ঘরের মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা ৷ নির্ধারিত 50 ওভারে স্কোরবোর্ডে 248 রান তুলল ‘আসালাঙ্কা অ্যান্ড কোং’ ৷

প্রথমে খানিক সমস্যায় পড়লেন দ্রুত ম্যাচে ফিরলেন ভারতের বোলারার ৷ গম্ভীর-যুগে খেলোয়াড়দের নির্দিষ্ট পরিচয়ের (ব্যাটার/বোলার) বদলে দলের কাজে আসাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে ৷ সেভাবেই এদিন ‘টিম ইন্ডিয়া’ কাজে লাগাল রিয়ান পরাগকে ৷ 3 উইকেট তুললেন অসমের ছেলে, ফেরালেন ভয়ংকর হয়ে ওঠা অভিস্কা ফের্নান্দো’কে ৷ 1টি করে উইকেট এসেছে ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজের ঝুলিতে ৷

এদিন শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিলেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও অভিস্কা ফের্নান্দো ৷ 19 ওভারে প্রায় 90 রান তুলে ফেলেছিলেন দুই ব্যাটার ৷ 65 বলে 45 রান করা নিশাঙ্কাকে ফেরান অক্ষর পটেল ৷ তারপরেই কুশল মেন্ডিস’কে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান নিশাঙ্কা ৷ দ্বিতীয় উইকেটে দুই ব্যাটার স্কোরবোর্ডে যোগ করেন 82 রান ৷ সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরালেন রিয়ান পরাগ ৷ ভারতীয় ‘ব্যাটারের’ ঘূর্ণিতে ফেরেন ফের্নান্দো ৷ অল্পের জন্য শতরান হাতছাড়া করেন সনথ জয়সূর্য, কুমার সঙ্গকারার উত্তরসূরি ৷ ব্যক্তিগত 96 রানে ক্রিজ ছাড়েন ফের্নান্দো ৷

তারপর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে সনথ জয়সূর্যর ছেলেরা ৷ মিডল অর্ডারের ব্যাটাররা পরপর এসেছেন এবং গিয়েছেন ৷ ফলে কুশল মেন্ডিস উইকেট ধরে রাখলেও তা বিশেষ কাজে আসেনি ৷ টপ অর্ডার বাদে দু’অঙ্কের রান করেছেন দু’জন ব্যাটার ৷ অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও কামিন্দু মেন্ডিসের সংগ্রহ যথাক্রমে 10 ও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.