বার্বাডোজ, 29 জুন: প্রথমবার ক্য়াবিনেটে আইসিসি ট্রফি তোলার হাতছানি দক্ষিণ আফ্রিকার ৷ অন্যদিকে ভারতের সামনে সুযোগ আইসিসি ইভেন্টে 11 বছরের ট্রফি খরা কাটানোর সুযোগ ৷ সবমিলিয়ে এক উপভোগ্য টি-20 বিশ্বকাপ ফাইনালের প্রতীক্ষায় ক্রিকেট বিশ্ব ৷ মেগা ফাইনালে টস জিতলেন রোহিত শর্মা ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক ৷
বার্বাডোজে শনিবাসরীয় ফাইনালে কাঁটা হতে পারে বৃষ্টি ৷ শুধু তাই নয়, গর্ডন গ্রিনিজ-গ্যারফিল্ড সোবার্সদের প্রদেশে হ্যারিকেন ধেয়ে আসারও আভাস রয়েছে ম্য়াচ চলাকালীন ৷ তবে ম্য়াচের দিন সকালে এখনও পর্যন্ত বৃষ্টি না-হওয়ায় যথাসময়েই অনুষ্ঠিত হল টস ৷ প্রতিপক্ষের উপর রানের বোঝা চাপানোর লক্ষ্যে প্রথমে ব্যাটিং নিলেন ভারত অধিনায়ক ৷ ফাইনালের বাড়তি চাপ নিয়ে 'হিটম্যান' জানান, দলের প্রত্যেকে নিজেদের কাজ ঠিকঠাক করলেই কার্যসিদ্ধি হবে ৷ বাড়তি চাপ নয়, বরং বড় দলের বিরুদ্ধে আর পাঁচটা ম্যাচের মতোই এই ম্য়াচকে দেখছেন রোহিত ৷
🚨 Toss Update from Barbados
— BCCI (@BCCI) June 29, 2024
Captain Rohit Sharma has won the toss & #TeamIndia have elected to bat against South Africa in the #T20WorldCup Final.
Follow The Match ▶️ https://t.co/c2CcFqXzZC#SAvIND | @ImRo45
📸 ICC pic.twitter.com/rHw7o8iGvu
অন্যদিকে ফাইনালের বাড়তি চাপ নিতে নারাজ প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ৷ তবে টস জিতলে যে তিনিও যে প্রথমে ব্যাটিং নিতেন, সে বিষয়ে কোনও রাখঢাক করলেন না দক্ষিণ আফ্রিকা দলনায়ক ৷ অর্থাৎ, টস জিতে যে ভারতীয় দল কিছুটা হলেও অ্যাডভান্টেজ, তা বলাই যায় ৷ ভারতের মতোই উইনিং কম্বিনেশন না-ভেঙে ফাইনালে নামল প্রোটিয়ারা ৷
একনজরে ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), কোহলি, পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার, শিবম, হার্দিক, অক্ষর, জাদেজা, আর্শদীপ, কুলদীপ এবং বুমরা ৷
একনজরে দক্ষিণ আফ্রিকা একাদশ: ডি'কক (উইকেটরক্ষক), হেনড্রিকস, মার্করাম (অধিনায়ক), ক্লাসেন, মিলার, স্টাবস, জানসেন, মহারাজ, রাবাদা, নর্ৎজে এবং শামসি ৷