ETV Bharat / sports

স্যান্টনারের ঘূর্ণিতে নাজেহাল ভারতীয় ব্যাটাররা, লাঞ্চের আগেই গেল সাত উইকেট - INDIA VS NEW ZEALAND 2ND TEST

অভিজ্ঞ মিচেল স্যান্টনার ও অখ্য়াত গ্লেন ফিলিপসের ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টেও বেকায়দায় ভারত ৷ দ্বিতীয়দিন মর্নিং সেশনে হাফডজন উইকেট খোয়াল টিম ইন্ডিয়া ৷

MITCHELL SANTNER
স্যান্টনারের ঘূর্ণিতে নাজেহাল ভারত (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 25, 2024, 12:06 PM IST

Updated : Oct 25, 2024, 12:28 PM IST

পুণে, 25 অক্টোবর: প্রথমদিন অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারানোর পর শুক্রবার সকালে শুরুটা ভালোই করেছিলেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল ৷ কিন্তু 30 রানে গিল ফিরতেই পুণের টার্নিং ট্র্য়াকে তারকাখচিত ব্যাটিং লাইন-আপকে নাচিয়ে ছাড়লেন অভিজ্ঞ মিচেল স্যান্টনার ও অখ্য়াত গ্লেন ফিলিপস ৷ দুই কিউয়ি স্পিনারের ঘূর্ণিতে দ্বিতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই সাত উইকেট খোয়াল ভারত ৷ স্কোরবোর্ড উঠল সর্বসাকুল্যে 107 রান ৷

যে পিচে প্রথমদিন ছড়ি ঘুরিয়েছিলেন রবি অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর ৷ সেই পিচে পাল্টা স্যান্টনার-ফিলিপসকে ব্যবহার করে প্রথম ইনিংসে বড়সড় লিড নেওয়ার পথে কিউয়িরা ৷ ভারতের হয়ে সর্বাধিক 30 রান করে আউট হন যশস্বী ও গিল ৷ এরপর একে একে প্যাভিলিয়নে ফেরেন ব্যর্থ বিরাট কোহলি (1), ঋষভ পন্ত (18), গত ম্যাচের শতরানকারী সরফরাজ খান (11) ও রবি অশ্বিন (4) ৷ সবমিলিয়ে কিউয়ি স্পিনারদ্বয়ের ঘূর্ণিতে নাকাল ভারত মধ্যাহ্নভোজের বিরতিতে ধুঁকছে ৷ প্রথম টেস্টের মতই দ্বিতীয় টেস্টেরও প্রথম ইনিংসেও দৈন্যদশা প্রকট টিম ইন্ডিয়ার ৷

ক্রিজে 11 রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা ৷ সঙ্গী ওয়াশিংটন সুন্দর অপরাজিত 2 রানে ৷ বর্ডার-গাভাসকর ট্রফির আগে প্রথম টেস্টে হেরে ঘরের মাঠে এমনিতেই বেকায়দায় রোহিতব্রিগেড ৷ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও স্যান্টনার-ফিলিপসের স্পিনের সাঁড়াশিতে যা অবস্থা তাতে, ম্যাচে ফিরতে উল্লেখযোগ্যভাবে কামব্যাক করা ছাড়া গতি নেই ৷

তিন বছরেরও বেশি সময় পর জাতীয় দলের হয়ে টেস্ট প্রত্যাবর্তনে বৃহস্পতিবার সাত উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ৷ বাকি তিন উইকেট যায় রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে ৷ দুই চেন্নাই স্পিনারের ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 259 রানেই গুটিয়ে যায় সফরকারী দল ৷

পুণে, 25 অক্টোবর: প্রথমদিন অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারানোর পর শুক্রবার সকালে শুরুটা ভালোই করেছিলেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল ৷ কিন্তু 30 রানে গিল ফিরতেই পুণের টার্নিং ট্র্য়াকে তারকাখচিত ব্যাটিং লাইন-আপকে নাচিয়ে ছাড়লেন অভিজ্ঞ মিচেল স্যান্টনার ও অখ্য়াত গ্লেন ফিলিপস ৷ দুই কিউয়ি স্পিনারের ঘূর্ণিতে দ্বিতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই সাত উইকেট খোয়াল ভারত ৷ স্কোরবোর্ড উঠল সর্বসাকুল্যে 107 রান ৷

যে পিচে প্রথমদিন ছড়ি ঘুরিয়েছিলেন রবি অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর ৷ সেই পিচে পাল্টা স্যান্টনার-ফিলিপসকে ব্যবহার করে প্রথম ইনিংসে বড়সড় লিড নেওয়ার পথে কিউয়িরা ৷ ভারতের হয়ে সর্বাধিক 30 রান করে আউট হন যশস্বী ও গিল ৷ এরপর একে একে প্যাভিলিয়নে ফেরেন ব্যর্থ বিরাট কোহলি (1), ঋষভ পন্ত (18), গত ম্যাচের শতরানকারী সরফরাজ খান (11) ও রবি অশ্বিন (4) ৷ সবমিলিয়ে কিউয়ি স্পিনারদ্বয়ের ঘূর্ণিতে নাকাল ভারত মধ্যাহ্নভোজের বিরতিতে ধুঁকছে ৷ প্রথম টেস্টের মতই দ্বিতীয় টেস্টেরও প্রথম ইনিংসেও দৈন্যদশা প্রকট টিম ইন্ডিয়ার ৷

ক্রিজে 11 রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা ৷ সঙ্গী ওয়াশিংটন সুন্দর অপরাজিত 2 রানে ৷ বর্ডার-গাভাসকর ট্রফির আগে প্রথম টেস্টে হেরে ঘরের মাঠে এমনিতেই বেকায়দায় রোহিতব্রিগেড ৷ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও স্যান্টনার-ফিলিপসের স্পিনের সাঁড়াশিতে যা অবস্থা তাতে, ম্যাচে ফিরতে উল্লেখযোগ্যভাবে কামব্যাক করা ছাড়া গতি নেই ৷

তিন বছরেরও বেশি সময় পর জাতীয় দলের হয়ে টেস্ট প্রত্যাবর্তনে বৃহস্পতিবার সাত উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ৷ বাকি তিন উইকেট যায় রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে ৷ দুই চেন্নাই স্পিনারের ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 259 রানেই গুটিয়ে যায় সফরকারী দল ৷

Last Updated : Oct 25, 2024, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.