ETV Bharat / sports

জাদেজা-অশ্বিনের ঘূর্ণি ! ওয়াংখেড়েতে জয়ের জন্য রোহিতদের দরকার 147

কিউয়িদের কাছে ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ হারের লজ্জা ! হোয়াইটওয়াশ এড়াতে মুম্বই টেস্টের শেষ ইনিংসে ‘রোহিত অ্যান্ড কোং’য়ের দরকার 147 রান ৷

India vs New Zealand
জয়ের জন্য রোহিতদের দরকার 147 (IANS Photos)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 3, 2024, 9:43 AM IST

Updated : Nov 3, 2024, 10:49 AM IST

মুম্বই, 3 নভেম্বর: ওয়াংখেড়ের বাইশ গজের ঘূর্ণিকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার চলতি সিরিজে জয়ের গন্ধ ভারতীয় শিবিরে ৷ রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে তৃতীয়দিনের শুরুতেই শেষ কিউয়িরা ৷ দ্বিতীয় ইনিংসে 174 রানে অল-আউট টম ল্যাথামের দল ৷ মুম্বই টেস্ট জিততে 147 রান করতে হবে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’কে ৷

সিরিজে শোচনীয় হার ৷ রোহিত শর্মা বলেছিলেন, 12 বছর পর হোম সিরিজে পরাজয় ড্রেসিংরুমের আবহাওয়া বদলে দিয়েছে ৷ ফলে যেকোনও উপায়ে মুম্বই টেস্ট জিতে ব্যবধান কমাতে তৎপর ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ শেষ টেস্টে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের দাপটে জয়ের কাছে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া ৷

প্রথম ইনিংসে 5টি উইকেট তুলে নিয়ে কিউয়িদের অল্প রানে বেঁধে রাখেন রবীন্দ্র জাদেজা ৷ সেই সঙ্গে ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে উইকেট শিকারের নিরিখে প্রথম পাঁচের এলিট ক্লাবে ঢুকে পড়েন ভারতীয় অলরাউন্ডার ৷ দ্বিতীয় ইনিংসেও জাড্ডুর ঝুলিতে এল 5 উইকেট ৷ টেস্ট ক্রিকেটে এই নিয়ে 15 বার এক ইনিংসে 5 উইকেট নিলেন তিনি।

তৃতীয় দিনের শুরুতেই নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ায় জয়ের জন্য ভারতের হাতে রয়েছে 3 দিন ৷ ফলে বড় ব্যাটিং বিপর্যয় না-হলে মুম্বই টেস্ট হারের সম্ভাবনা প্রায় নেই ৷ যদিও ভারতের সবচেয়ে বড় চিন্তা এখন ব্যাটারদের ফর্ম ৷ নিষ্প্রভ রোহিত শর্মা, বিরাট কোহলি ৷ দলের দুই সেরা ব্যাটারের ব্যর্থতায় ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ হারের 'তিক্ত স্বাদ' পেয়েছে গম্ভীরের ভারত ৷

আরও পড়ুন

মুম্বই, 3 নভেম্বর: ওয়াংখেড়ের বাইশ গজের ঘূর্ণিকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার চলতি সিরিজে জয়ের গন্ধ ভারতীয় শিবিরে ৷ রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে তৃতীয়দিনের শুরুতেই শেষ কিউয়িরা ৷ দ্বিতীয় ইনিংসে 174 রানে অল-আউট টম ল্যাথামের দল ৷ মুম্বই টেস্ট জিততে 147 রান করতে হবে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’কে ৷

সিরিজে শোচনীয় হার ৷ রোহিত শর্মা বলেছিলেন, 12 বছর পর হোম সিরিজে পরাজয় ড্রেসিংরুমের আবহাওয়া বদলে দিয়েছে ৷ ফলে যেকোনও উপায়ে মুম্বই টেস্ট জিতে ব্যবধান কমাতে তৎপর ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ শেষ টেস্টে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের দাপটে জয়ের কাছে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া ৷

প্রথম ইনিংসে 5টি উইকেট তুলে নিয়ে কিউয়িদের অল্প রানে বেঁধে রাখেন রবীন্দ্র জাদেজা ৷ সেই সঙ্গে ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে উইকেট শিকারের নিরিখে প্রথম পাঁচের এলিট ক্লাবে ঢুকে পড়েন ভারতীয় অলরাউন্ডার ৷ দ্বিতীয় ইনিংসেও জাড্ডুর ঝুলিতে এল 5 উইকেট ৷ টেস্ট ক্রিকেটে এই নিয়ে 15 বার এক ইনিংসে 5 উইকেট নিলেন তিনি।

তৃতীয় দিনের শুরুতেই নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ায় জয়ের জন্য ভারতের হাতে রয়েছে 3 দিন ৷ ফলে বড় ব্যাটিং বিপর্যয় না-হলে মুম্বই টেস্ট হারের সম্ভাবনা প্রায় নেই ৷ যদিও ভারতের সবচেয়ে বড় চিন্তা এখন ব্যাটারদের ফর্ম ৷ নিষ্প্রভ রোহিত শর্মা, বিরাট কোহলি ৷ দলের দুই সেরা ব্যাটারের ব্যর্থতায় ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ হারের 'তিক্ত স্বাদ' পেয়েছে গম্ভীরের ভারত ৷

আরও পড়ুন

Last Updated : Nov 3, 2024, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.