ETV Bharat / sports

ফিরলেন পন্ত, ক্রিজে গিলের সঙ্গী জাদেজা; মধ্যাহ্নভোজের বিরতিতে 40 রানে পিছিয়ে ভারত

কিউয়িদের কাছে ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ হারের লজ্জা ! হোয়াইটওয়াশ এড়াতে ওয়াংখেড়ের বাইশ গজে অস্তিত্বের লড়াই চালাচ্ছে ‘রোহিত অ্যান্ড কোং’ ৷

India vs New Zealand
ঘুরে দাঁড়াচ্ছে টিম ইন্ডিয়া (IANS Photos)
author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

Updated : 31 minutes ago

মুম্বই, 2 নভেম্বর: ব্যর্থ রোহিত শর্মা, বিরাট কোহলি ৷ 84 রানেই প্যাভিলিয়নে ফিরেছিলেন টিম ইন্ডিয়ার চার ব্যাটার ৷ ফলে সিরিজ হারের পর হোয়াইটওয়াশের দেওয়াল লিখনটাই ক্রমশ প্রকট হচ্ছিল গম্ভীর-ব্রিগেডের সামনে ৷ সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরালেন ঋষভ পন্ত ও শুভমন গিল ৷ দ্বিতীয়দিনে দুই ব্যাটারের অর্ধ-শতরানে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠল ভারত ৷

যদিও শুধু গিল-পন্তের ব্যাটই নয়, ওয়াংখেড়েতে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতকে সঙ্গ দিল ভাগ্যও ৷ ব্যাক্তিগত 45 রানের মাথায় গিলের ক্যাচ ফেলেন মার্ক চ্যাপম্যান ৷ ছক্কা মারতে গিয়ে বল তুলে দিয়েছিলেন পন্তও ৷ যদিও সহজ ক্যাচ ফস্কান ম্যাট হেনরি ৷ সেসময় ব্যক্তিগত 53 রানে ব্যাট করছিলেন টিম ইন্ডিয়ার স্টাম্পার-ব্যাটার ৷

ভাগ্য সঙ্গ দিলেও অবশ্য ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি ঋষভ ৷ 60 রানের (59 বল) মাথায় ইশ সোধির বলে এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়েন পন্ত ৷ পঞ্চম উইকেট হারিয়ে জাদেজাকে বাইশ গজে পাঠিয়েছে ভারত ৷ মধ্যাহ্নভোজের বিরতির আগে টিম ইন্ডিয়ার স্কোর 5 উইকেটে 194 ৷ এখনও 40 রানে পিছিয়ে গম্ভীরের ছেলেরা ৷

আরও পড়ুন:

মুম্বই, 2 নভেম্বর: ব্যর্থ রোহিত শর্মা, বিরাট কোহলি ৷ 84 রানেই প্যাভিলিয়নে ফিরেছিলেন টিম ইন্ডিয়ার চার ব্যাটার ৷ ফলে সিরিজ হারের পর হোয়াইটওয়াশের দেওয়াল লিখনটাই ক্রমশ প্রকট হচ্ছিল গম্ভীর-ব্রিগেডের সামনে ৷ সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরালেন ঋষভ পন্ত ও শুভমন গিল ৷ দ্বিতীয়দিনে দুই ব্যাটারের অর্ধ-শতরানে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠল ভারত ৷

যদিও শুধু গিল-পন্তের ব্যাটই নয়, ওয়াংখেড়েতে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতকে সঙ্গ দিল ভাগ্যও ৷ ব্যাক্তিগত 45 রানের মাথায় গিলের ক্যাচ ফেলেন মার্ক চ্যাপম্যান ৷ ছক্কা মারতে গিয়ে বল তুলে দিয়েছিলেন পন্তও ৷ যদিও সহজ ক্যাচ ফস্কান ম্যাট হেনরি ৷ সেসময় ব্যক্তিগত 53 রানে ব্যাট করছিলেন টিম ইন্ডিয়ার স্টাম্পার-ব্যাটার ৷

ভাগ্য সঙ্গ দিলেও অবশ্য ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি ঋষভ ৷ 60 রানের (59 বল) মাথায় ইশ সোধির বলে এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়েন পন্ত ৷ পঞ্চম উইকেট হারিয়ে জাদেজাকে বাইশ গজে পাঠিয়েছে ভারত ৷ মধ্যাহ্নভোজের বিরতির আগে টিম ইন্ডিয়ার স্কোর 5 উইকেটে 194 ৷ এখনও 40 রানে পিছিয়ে গম্ভীরের ছেলেরা ৷

আরও পড়ুন:

Last Updated : 31 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.