মুম্বই, 2 নভেম্বর: ব্যর্থ রোহিত শর্মা, বিরাট কোহলি ৷ 84 রানেই প্যাভিলিয়নে ফিরেছিলেন টিম ইন্ডিয়ার চার ব্যাটার ৷ ফলে সিরিজ হারের পর হোয়াইটওয়াশের দেওয়াল লিখনটাই ক্রমশ প্রকট হচ্ছিল গম্ভীর-ব্রিগেডের সামনে ৷ সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরালেন ঋষভ পন্ত ও শুভমন গিল ৷ দ্বিতীয়দিনে দুই ব্যাটারের অর্ধ-শতরানে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠল ভারত ৷
যদিও শুধু গিল-পন্তের ব্যাটই নয়, ওয়াংখেড়েতে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতকে সঙ্গ দিল ভাগ্যও ৷ ব্যাক্তিগত 45 রানের মাথায় গিলের ক্যাচ ফেলেন মার্ক চ্যাপম্যান ৷ ছক্কা মারতে গিয়ে বল তুলে দিয়েছিলেন পন্তও ৷ যদিও সহজ ক্যাচ ফস্কান ম্যাট হেনরি ৷ সেসময় ব্যক্তিগত 53 রানে ব্যাট করছিলেন টিম ইন্ডিয়ার স্টাম্পার-ব্যাটার ৷
..And now Rishabh Pant gets to his FIFTY!
— BCCI (@BCCI) November 2, 2024
Half-century off just 36 deliveries for the #TeamIndia wicketkeeper batter 👏👏
Live - https://t.co/KNIvTEy04z#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/oCT7zRKtfq
ভাগ্য সঙ্গ দিলেও অবশ্য ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি ঋষভ ৷ 60 রানের (59 বল) মাথায় ইশ সোধির বলে এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়েন পন্ত ৷ পঞ্চম উইকেট হারিয়ে জাদেজাকে বাইশ গজে পাঠিয়েছে ভারত ৷ মধ্যাহ্নভোজের বিরতির আগে টিম ইন্ডিয়ার স্কোর 5 উইকেটে 194 ৷ এখনও 40 রানে পিছিয়ে গম্ভীরের ছেলেরা ৷
Shubman Gill gets to his 7th Test half-century!
— BCCI (@BCCI) November 2, 2024
An entertaining FIFTY partnership comes 🆙 between him and Rishabh Pant 🤜🤛#TeamIndia trail by 83 runs
Live - https://t.co/KNIvTEyxU7#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/in6ILLdrzG
মাঠেই শতরান ফেলে এলেন গিল
একাই লড়াই চালাচ্ছিলেন ৷ পন্তের সঙ্গে 96 রানের জুটি বেঁধে দলের প্রাথমিক চাপটা কাটিয়ে দিয়েছিলেন ৷ ঋষভ ফেরার পর জাদেজার সঙ্গে জুটি খুব একটা দীর্ঘায়িত হয়নি ৷ জাদেজা ফেরেন ব্যক্তিগত 14 রানে ৷ খাতাই খুলতে পারেননি সরফরাজ ৷ যদিও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পঞ্জাব-তনয় ৷ শেষ পর্যন্ত আজাজ প্যাটেলের বল পড়তে না-পেরে ধরা পড়লেন স্লিপে দাঁড়ানো ড্যারেল মিচেলের হাতে ৷