ETV Bharat / sports

নাসাউ স্টেডিয়ামের অসমান বাউন্সে ভরা পিচে ভারতের সামনে স্টার্লিনের আয়ারল্যান্ড - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

India vs Ireland in T20 World Cup: আজ থেকে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত ৷ যে ম্যাচে ভারতের সামনে প্রতিপক্ষের থেকেও বেশি চ্যালেঞ্জ নিউইয়র্কের নবনির্মিত নাসাউ স্টেডিয়ামের পিচ ও আউট ফিল্ড ৷ ভারতীয় সময় রাত 8টায় আয়ারল্যান্ডের বিরদ্ধে নামবেন রোহিত শর্মারা ৷

ETV BHARAT
আয়ারল্যান্ড ম্যাচের প্রস্তুতিতে রোহিত শর্মা ৷ (ছবি- বিসিসিআই এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 2:31 PM IST

নিউইয়র্ক, 5 জুন: টি-20 বিশ্বকাপে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি আজ প্রথম ম্যাচ খেলতে নামবে ৷ এই ম্যাচের তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড তুলনামূলকভাবে দুর্বল ৷ কিন্তু, প্রস্তুতিতে ফাঁক রাখছে না ভারতীয় দল ৷ মাঠে নেমে প্রতিপক্ষের বিরুদ্ধে দাপুটে ক্রিকেট খেলার প্রস্তুতি নিয়ে ফেলেছেন রোহিত-রাহুল জুটি ৷ কিন্তু, টিম ম্যানেজমেন্টের সামনে চ্যালেঞ্জটা অন্য ৷ আর তা হল, নিউইয়র্কের নবনির্মিত নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ৷

দিনের আলোয় নাসাউ কাউন্টি স্টেডিয়ামে উইকেট অনেকটাই স্লথ ৷ অসমান বাউন্স ও মন্থর পিচে রান তোলা খুবই কঠিন ৷ যদিও, ভারতের কাছে যে বোলিং রয়েছে, তাতে এই পিচে আইরিশ ব্যাটিংকে নাস্তানাবুদ করা খুব সমস্যার বিষয় নয় ৷ কিন্তু, উলটো দিকে আইরিশদের সামনে রান তোলাটাও বেশ কষ্টসাধ্য কাজ হবে ৷ বিশেষত, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত এবং শিবম দুবেদের মতো হার্ড-হিটারদের ৷ যদিও, রোহিত এবং বিরাট তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে পারেন ৷

কিন্তু, এখানেও একটা সমস্যা নাসাউ কাউন্টি স্টেজডিয়ামের আউট ফিল্ড ৷ ব্যাট থেকে বল বেরনোর পর, তা মাঝ মাঠেই থমকে যাচ্ছে ৷ বিশেষত, স্কোয়ার ও কাউ-কর্নারে ৷ ইন ফিল্ডকে টপকে যাওয়ার পরেও, বলের গতি স্লথ আউট ফিল্ডের কারণে কমে যাচ্ছে ৷ ফলে নিশ্চিত বাউন্ডারি হাতছাড়া হচ্ছে ৷ যা ভারত বনাম বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে নজরে পড়েছিল ৷ এমনকি দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচেও, তা দেখা গিয়েছে ৷ মাত্র 78 রান তাড়া করতে নেমে 16.2 ওভার খেলতে হয়েছিল প্রোটিয়াসদের ৷

ফলে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজকের ম্যাচে, প্রতিপক্ষের থেকেও বড় চ্যালেঞ্জ নিউইয়র্কের মাঠ ৷ তাই পরিস্থিতি বুঝে রান তোলাটা শ্রেয় বলে মনে করা হচ্ছে ৷ বিশেষত, যদি ভারত আগে ব্যাট করে ৷ সেক্ষেত্রে জয়ের জন্য 200 বা তার বেশি রান নয়, ভারতীয় দলের লক্ষ্য হওয়া উচিত 170 থেকে 180 রান তোলা ৷ ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, 170 বা 180 রান নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম জয়ের জন্য যথেষ্ট ৷ তবে, আজকের ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে, সেদিকে নজর থাকবে ৷

ওপেনে রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি নামতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ এক্ষেত্রে লোয়ার-অর্ডারকে মজবুত করার একটা চেষ্টা রয়েছে ৷ ফলে বোলিং বিভাগও মজবুত হবে ৷ হার্দিক পান্ডিয়ার সঙ্গে শিবম দুবেকে খেলানোর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট ৷ তাহলে বিকল্প বোলিংয়ের অপশন যেমন রোহিতের সামনে খোলা থাকবে, তেমনি 8 নম্বর পর্যন্ত ব্যাটিং পাবে ভারত ৷ আর বোলিংয়ে, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব প্রথম তিন বোলার হবেন ৷ এক্ষেত্রে মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল সুযোগ পান কি না, সেটাই দেখার ৷

নিউইয়র্ক, 5 জুন: টি-20 বিশ্বকাপে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি আজ প্রথম ম্যাচ খেলতে নামবে ৷ এই ম্যাচের তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড তুলনামূলকভাবে দুর্বল ৷ কিন্তু, প্রস্তুতিতে ফাঁক রাখছে না ভারতীয় দল ৷ মাঠে নেমে প্রতিপক্ষের বিরুদ্ধে দাপুটে ক্রিকেট খেলার প্রস্তুতি নিয়ে ফেলেছেন রোহিত-রাহুল জুটি ৷ কিন্তু, টিম ম্যানেজমেন্টের সামনে চ্যালেঞ্জটা অন্য ৷ আর তা হল, নিউইয়র্কের নবনির্মিত নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ৷

দিনের আলোয় নাসাউ কাউন্টি স্টেডিয়ামে উইকেট অনেকটাই স্লথ ৷ অসমান বাউন্স ও মন্থর পিচে রান তোলা খুবই কঠিন ৷ যদিও, ভারতের কাছে যে বোলিং রয়েছে, তাতে এই পিচে আইরিশ ব্যাটিংকে নাস্তানাবুদ করা খুব সমস্যার বিষয় নয় ৷ কিন্তু, উলটো দিকে আইরিশদের সামনে রান তোলাটাও বেশ কষ্টসাধ্য কাজ হবে ৷ বিশেষত, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত এবং শিবম দুবেদের মতো হার্ড-হিটারদের ৷ যদিও, রোহিত এবং বিরাট তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে পারেন ৷

কিন্তু, এখানেও একটা সমস্যা নাসাউ কাউন্টি স্টেজডিয়ামের আউট ফিল্ড ৷ ব্যাট থেকে বল বেরনোর পর, তা মাঝ মাঠেই থমকে যাচ্ছে ৷ বিশেষত, স্কোয়ার ও কাউ-কর্নারে ৷ ইন ফিল্ডকে টপকে যাওয়ার পরেও, বলের গতি স্লথ আউট ফিল্ডের কারণে কমে যাচ্ছে ৷ ফলে নিশ্চিত বাউন্ডারি হাতছাড়া হচ্ছে ৷ যা ভারত বনাম বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে নজরে পড়েছিল ৷ এমনকি দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচেও, তা দেখা গিয়েছে ৷ মাত্র 78 রান তাড়া করতে নেমে 16.2 ওভার খেলতে হয়েছিল প্রোটিয়াসদের ৷

ফলে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজকের ম্যাচে, প্রতিপক্ষের থেকেও বড় চ্যালেঞ্জ নিউইয়র্কের মাঠ ৷ তাই পরিস্থিতি বুঝে রান তোলাটা শ্রেয় বলে মনে করা হচ্ছে ৷ বিশেষত, যদি ভারত আগে ব্যাট করে ৷ সেক্ষেত্রে জয়ের জন্য 200 বা তার বেশি রান নয়, ভারতীয় দলের লক্ষ্য হওয়া উচিত 170 থেকে 180 রান তোলা ৷ ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, 170 বা 180 রান নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম জয়ের জন্য যথেষ্ট ৷ তবে, আজকের ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে, সেদিকে নজর থাকবে ৷

ওপেনে রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি নামতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ এক্ষেত্রে লোয়ার-অর্ডারকে মজবুত করার একটা চেষ্টা রয়েছে ৷ ফলে বোলিং বিভাগও মজবুত হবে ৷ হার্দিক পান্ডিয়ার সঙ্গে শিবম দুবেকে খেলানোর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট ৷ তাহলে বিকল্প বোলিংয়ের অপশন যেমন রোহিতের সামনে খোলা থাকবে, তেমনি 8 নম্বর পর্যন্ত ব্যাটিং পাবে ভারত ৷ আর বোলিংয়ে, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব প্রথম তিন বোলার হবেন ৷ এক্ষেত্রে মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল সুযোগ পান কি না, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.