ETV Bharat / sports

এখনও ‘নিষ্প্রভ’ কোহলি, রোহিতের ব্যাটেই ফাইনালের স্বপ্ন দেখছে ভারত - T20 World Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 9:16 PM IST

India in T20 World Cup Semi-Final: লক্ষ্মীবারে বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে নামছে ‘মেন ইন ব্লু’ ৷ গুয়ানায় আবার 61 শতাংশ বৃষ্টির সম্ভাবনা ৷ অর্থাৎ, ভেস্তেও যেতে পারে ভারতের ম্যাচ ৷

Etv Bharat
সেমি-ফাইনালে নামছে ভারত

গুয়ানা, 26 জুন: সকাল থেকেই কালো মেঘে ছেয়েছে গুয়ানার আকাশ ৷ যে কোনও সময় বৃষ্টি নামতে পারে ৷ স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 10টা 30 মিনিটে দ্বিতীয় সেমি-ফাইনাল খেলতে নামছে ভারত ৷ ভারতীয় সময় ম্যাচ শুরু হবে রাত 8টা থেকে ৷ গুয়ানা ন্যাশনাল স্টেডিয়ামে রোহিত শর্মাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ৷

মেগা ম্যাচে ‘মেন ইন ব্লু’র বড় ভরসা রোহিত শর্মা ৷ অজিদের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন হিটম্যান ৷ সেঞ্চুরি মিস হলেও তাঁর ব্যাটেই দ্বিতীয় বিশ্বকাপের স্বপ্ন দেখছে ভারত ৷ শর্মাজির ব্যাট চললে সেই স্বপ্ন সত্যি হওয়ার রাস্তা সহজ হয়ে যাবে ৷ নক-আউট পর্বের আগে ‘রোহিত অ্যান্ড কোং’কে ভাবাচ্ছে টিম কম্বিনেশন ৷ সূর্যকুমার যাদব ফর্মে ফিরলেও এখনও বিরাট কোহলির ব্যাট কথা বলেনি ৷ এখনও পর্যন্ত বড় রান আসেনি বিরাট-ব্যাটে ৷ যদিও বড় ম্যাচে রানমেশিন সবসময়ই ভয়ংকর ৷ অতীতের সেই পরিসংখ্যানই ভরসা দিচ্ছে ভারতকে ৷

ম্যাচের সময়ও গুয়ানায় প্রায় 61 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ফলে ভারত-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷ প্রথম সেমি-ফাইনালে রিজার্ভ-ডে রাখা হয়েছে ৷ কিন্তু দ্বিতীয় সেমি-ফাইনালের ক্ষেত্রে কোনও রিজার্ভ-ডে নেই ৷ কারণ, দ্বিতীয় সেমি-ফাইনাল ও ফাইনালের মাঝে মাত্র একদিন সময় ৷ ফলে ম্যাচ জিতেই জয়ী দলকে বার্বাডোজের উদ্দেশে পাড়ি দিতে হবে ৷

আইসিসি’র নিয়ম বলছে, ম্যাচ শুরু করার জন্য অতিরিক্ত 250 মিনিট অর্থাৎ 4 ঘণ্টা 10 মিনিট পাওয়া যাবে ৷ তার মধ্যে ম্যাচ শুরু করতে হবে ৷ যদিও ম্যাচ ভেস্তে গেলেও ভারতের চিন্তার খুব একটা কারণ নেই ৷ কারণ, গুয়ানার দ্বিতীয় সেমি-ফাইনাল ভেস্তে গেলেও সুপার এইটে গ্রুপ শীর্ষে থাকার সুবাদে ফাইনালে যাবে ভারত ৷

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে প্রথম সেমি-ফাইনাল ৷ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ৷ স্বপ্নের উত্থান, আফগানরা এখন ধারাবাহিকভাবে সফল ৷ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই বার্তাই দিয়ে রেখেছে ‘রশিদ খান অ্যান্ড কোং’ ৷ ফলে দুর্দান্ত দল নিয়ে নামলেও চ্যালেঞ্জ অপেক্ষা করছে প্রোটিয়াদের জন্য ৷

ত্রিনিদাদেও অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ প্রথমদিন ম্যাচ শুরু করার জন্য অতিরিক্ত এক ঘণ্টা দিয়েছে আইসিসি ৷ দ্বিতীয়দিনও বৃষ্টিতে বিঘ্ন ঘটলে অতিরিক্ত বাকি 190 মিনিট অর্থাৎ 3 ঘণ্টা 10 মিনিট সময় পাওয়া যাবে ম্যাচ শুরু করার ৷ তারপরেও ম্যাচ ভেস্তে গেলে সুপার এইটে গ্রুপ 2-এর শীর্ষে থাকায় ফাইনালে যাবে দক্ষিণ আফ্রিকা ৷ অন্যদিকে, পুরো টুর্নামেন্টে ম্যাচ শেষ করতে হলে প্রতি ইনিংসে কমপক্ষে 5 ওভার প্রতি দলকে ব্যাট করতে হতো ৷ সেমি-ফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে সেটাই বেড়ে হয়েছে 10 ওভার ৷ ফাইনালের দিন বার্বাডোজে বৃষ্টিতে ভেস্তে গেলে দু’দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে আইসিসি ৷

গুয়ানা, 26 জুন: সকাল থেকেই কালো মেঘে ছেয়েছে গুয়ানার আকাশ ৷ যে কোনও সময় বৃষ্টি নামতে পারে ৷ স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 10টা 30 মিনিটে দ্বিতীয় সেমি-ফাইনাল খেলতে নামছে ভারত ৷ ভারতীয় সময় ম্যাচ শুরু হবে রাত 8টা থেকে ৷ গুয়ানা ন্যাশনাল স্টেডিয়ামে রোহিত শর্মাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ৷

মেগা ম্যাচে ‘মেন ইন ব্লু’র বড় ভরসা রোহিত শর্মা ৷ অজিদের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন হিটম্যান ৷ সেঞ্চুরি মিস হলেও তাঁর ব্যাটেই দ্বিতীয় বিশ্বকাপের স্বপ্ন দেখছে ভারত ৷ শর্মাজির ব্যাট চললে সেই স্বপ্ন সত্যি হওয়ার রাস্তা সহজ হয়ে যাবে ৷ নক-আউট পর্বের আগে ‘রোহিত অ্যান্ড কোং’কে ভাবাচ্ছে টিম কম্বিনেশন ৷ সূর্যকুমার যাদব ফর্মে ফিরলেও এখনও বিরাট কোহলির ব্যাট কথা বলেনি ৷ এখনও পর্যন্ত বড় রান আসেনি বিরাট-ব্যাটে ৷ যদিও বড় ম্যাচে রানমেশিন সবসময়ই ভয়ংকর ৷ অতীতের সেই পরিসংখ্যানই ভরসা দিচ্ছে ভারতকে ৷

ম্যাচের সময়ও গুয়ানায় প্রায় 61 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ফলে ভারত-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷ প্রথম সেমি-ফাইনালে রিজার্ভ-ডে রাখা হয়েছে ৷ কিন্তু দ্বিতীয় সেমি-ফাইনালের ক্ষেত্রে কোনও রিজার্ভ-ডে নেই ৷ কারণ, দ্বিতীয় সেমি-ফাইনাল ও ফাইনালের মাঝে মাত্র একদিন সময় ৷ ফলে ম্যাচ জিতেই জয়ী দলকে বার্বাডোজের উদ্দেশে পাড়ি দিতে হবে ৷

আইসিসি’র নিয়ম বলছে, ম্যাচ শুরু করার জন্য অতিরিক্ত 250 মিনিট অর্থাৎ 4 ঘণ্টা 10 মিনিট পাওয়া যাবে ৷ তার মধ্যে ম্যাচ শুরু করতে হবে ৷ যদিও ম্যাচ ভেস্তে গেলেও ভারতের চিন্তার খুব একটা কারণ নেই ৷ কারণ, গুয়ানার দ্বিতীয় সেমি-ফাইনাল ভেস্তে গেলেও সুপার এইটে গ্রুপ শীর্ষে থাকার সুবাদে ফাইনালে যাবে ভারত ৷

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে প্রথম সেমি-ফাইনাল ৷ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ৷ স্বপ্নের উত্থান, আফগানরা এখন ধারাবাহিকভাবে সফল ৷ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই বার্তাই দিয়ে রেখেছে ‘রশিদ খান অ্যান্ড কোং’ ৷ ফলে দুর্দান্ত দল নিয়ে নামলেও চ্যালেঞ্জ অপেক্ষা করছে প্রোটিয়াদের জন্য ৷

ত্রিনিদাদেও অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ প্রথমদিন ম্যাচ শুরু করার জন্য অতিরিক্ত এক ঘণ্টা দিয়েছে আইসিসি ৷ দ্বিতীয়দিনও বৃষ্টিতে বিঘ্ন ঘটলে অতিরিক্ত বাকি 190 মিনিট অর্থাৎ 3 ঘণ্টা 10 মিনিট সময় পাওয়া যাবে ম্যাচ শুরু করার ৷ তারপরেও ম্যাচ ভেস্তে গেলে সুপার এইটে গ্রুপ 2-এর শীর্ষে থাকায় ফাইনালে যাবে দক্ষিণ আফ্রিকা ৷ অন্যদিকে, পুরো টুর্নামেন্টে ম্যাচ শেষ করতে হলে প্রতি ইনিংসে কমপক্ষে 5 ওভার প্রতি দলকে ব্যাট করতে হতো ৷ সেমি-ফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে সেটাই বেড়ে হয়েছে 10 ওভার ৷ ফাইনালের দিন বার্বাডোজে বৃষ্টিতে ভেস্তে গেলে দু’দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে আইসিসি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.