দুবাই, 17 মে: 1 জুন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ৷ টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে 2 জুন থেকে ৷ তার আগে 27 মে থেকে 1 জুন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে এই প্রস্তুতি ম্যাচগুলি খেলা হবে ৷ তবে, ভারত মার্কিন মুলুকে কোনও মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে, তা এখনও চূড়ান্ত হয়নি ৷ আইসিসি-র তরফে শুক্রবার কোন দল কবে প্রস্তুতি ম্যাচ খেলবে, তার তালিকা প্রকাশ করা হয়েছে ৷
আইসিসি জানিয়েছে, টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া কুড়িটি দলের মধ্যে সতেরোটি দল প্রস্তুতি ম্যাচ খেলবে ৷ তবে, একমাত্র দক্ষিণ আফ্রিকা নিজেদের মধ্যে 29 মে ফ্লোরিডায় প্রস্তুতি ম্যাচ খেলবে ৷ একমাত্র গত টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার-আপ পাকিস্তান এবং সেমি-ফাইনালিস্ট নিউজিল্যান্ড কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না ৷ এর পিছনে অন্যতম কারণ, 22 মে থেকে শুরু হতে চলা ইংল্যান্ড বনাম পাকিস্তান চার ম্যাচের টি-20 সিরিজ ৷ বিশ্বকাপের আগে ইংল্যান্ড তাদের ঘরের মাঠে প্রস্তুতি সিরিজ হিসেবে এই চারটি টি-20 ম্যাচ খেলবে ৷
পাকিস্তান ইতিমধ্যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলেছে ৷ আর নিউজিল্যান্ড সম্প্রতি পাকিস্তানে গিয়ে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলেছে ৷ ফলে নিউজিল্যান্ড একেবার 8 জুন আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ৷ মোট 16টি ওয়ার্ম-আপ বা প্রস্তুতি ম্যাচ খেলা হবে ৷ যা আয়োজনের জন্য টেক্সাসের গ্র্যান্ড পেরিয়ার ক্রিকেট স্টেডিয়াম, ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি ও কুইন্স পার্ক ওভালের মাঠকে বাছা হয়েছে ৷
আইসিসি প্রতিটি দলকে কমপক্ষে দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে ৷ এবার কোন দল ক’টি ম্যাচ খেলবে, তা নির্ভর করছে তাদের আয়োজক দেশে পৌঁছানোর উপর ৷ ভারতে এই মুহূর্তে আইপিএল চলছে ৷ 26 মে ফাইনাল হবে ৷ সূত্রে খবর অনুযায়ী, ভারতীয় দল দু’ভাগে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছবে ৷ প্রথমদলটি দ্বিতীয় কোয়ালিফায়ার শেষ হলেই রওনা দেবে ৷ আর আইপিএল ফাইনালে টি-20 বিশ্বকাপ দলের কোনও ক্রিকেটার খেললে, তাঁরা দ্বিতীয় ধাপে রওনা দেবেন ৷ ফলে পুরো ভারতীয় দল 1 জুন বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ৷ টি-20 বিশ্বকাপে 5 জুন ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৷
আরও পড়ুন: