ETV Bharat / sports

হার্দিকের অর্ধশতরানে শান্ত বাহিনীকে 'অশান্ত' করতে দু'শোর দোরগোড়ায় ভারত - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

India vs Bangladesh in T20 World Cup Super Eight: চলতি টুর্নামেন্টে এখনও অপরাজিত ভারত। আজ জিতলেই চলতি টি-20 বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট প্রায় পাকা ৷ শনিবার অ্যান্টিগায় প্রতিবেশী দেশ বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে 196 রান তোলে 'রোহিত বাহিনী' ৷ ব্যাট হাতে নেমেই ঝড় তোলেন হার্দিক ৷ 27 বলে 50 রান করে অপরাজিত থাকেন পাওয়ার হিটার ৷

India vs Bangladesh in T20 World Cup
দু'শোর দোরগোড়ায় ভারত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 9:55 PM IST

Updated : Jun 22, 2024, 10:28 PM IST

অ্যান্টিগা, 22 জুন: গ্রুপ পর্যায়ে শীর্ষ স্থানে শেষ করেই রোহিতরা টি-20 বিশ্বকাপের সুপার আটে উঠেছিল ৷ বৃহস্পতিবার বার্বাডোজে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ পর্বের পর নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখে ভারতীয় দল। 47 রানে আফগানদের হারায় ভারত ৷ আর আজ রোহিতদের প্রতিপক্ষ টাইগার বাহিনী ৷ প্রথমে ব্যাট করতে নেমে এদিন 'মেন ইন ব্লু' লড়াকু রানের টক্কর দেয় শান্ত বাহিনীকে ৷ 20 ওভারে পাঁচ উইকেটে হারিয়ে ভারতের স্কোর 196 ৷ মাত্র 27 বলে 50 রান করলেন ভারতের সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ ভারতের 200-র কাছাকাছি রানের কারিগর বিরাটও ৷ চেজ মাস্টারের ব্যাট থেকে আসে 37 রান ৷

অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৷ প্রথমে ব্যাট করতে নেমে ভারত বাহিনীর ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ 11 বলে 23 রান করে আউট হন ভারত অধিনায়ক ৷ অন্য়দিকে, ভালো ছন্দে ছিলেন বিরাট কোহলি। 28 বলে 37 রান করে সাজঘরে ফেরেন কিং কোহলি ৷ 3টি ছয় ও 1টি চার মেরে তানজিম হাসান সাকিবের বলে আউট হন ৷ ঋষভ পন্তও আউট হন 36 রানে ৷ ক্রিজে সূর্যকুমার নামলে 6 রানেই আউট হয়ে ফিরতে হয়ে প্যাভিলিয়নে ৷ 24 বলে 34 রান করেন শিবম দুবে ৷ 27 বলে 50 রান করে অপরাজিত থেকে ভারতকে দু'শো রানে পৌঁছে দেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷

অন্যদিকে, বাংলাদেশের হয়ে হাত ঘুরিয়ে নবম ওভারের প্রথম তিন বলের মধ্যে তানজিম একটি ছক্কা হজম করলেও, তুলে নিলেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁর এই আক্রমণে খানিকটা দমে যান রোহিতরা ৷ 4 ওভার বল করে 32 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ 43 রান দিয়ে 2টি উইকেট নেন রিশাদ হোসেনও ৷ 3 ওভার বল করে 37 রান দিয়ে শাকিব আল হাসান 1টি তুলে নেন ৷

অ্যান্টিগা, 22 জুন: গ্রুপ পর্যায়ে শীর্ষ স্থানে শেষ করেই রোহিতরা টি-20 বিশ্বকাপের সুপার আটে উঠেছিল ৷ বৃহস্পতিবার বার্বাডোজে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ পর্বের পর নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখে ভারতীয় দল। 47 রানে আফগানদের হারায় ভারত ৷ আর আজ রোহিতদের প্রতিপক্ষ টাইগার বাহিনী ৷ প্রথমে ব্যাট করতে নেমে এদিন 'মেন ইন ব্লু' লড়াকু রানের টক্কর দেয় শান্ত বাহিনীকে ৷ 20 ওভারে পাঁচ উইকেটে হারিয়ে ভারতের স্কোর 196 ৷ মাত্র 27 বলে 50 রান করলেন ভারতের সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ ভারতের 200-র কাছাকাছি রানের কারিগর বিরাটও ৷ চেজ মাস্টারের ব্যাট থেকে আসে 37 রান ৷

অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৷ প্রথমে ব্যাট করতে নেমে ভারত বাহিনীর ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ 11 বলে 23 রান করে আউট হন ভারত অধিনায়ক ৷ অন্য়দিকে, ভালো ছন্দে ছিলেন বিরাট কোহলি। 28 বলে 37 রান করে সাজঘরে ফেরেন কিং কোহলি ৷ 3টি ছয় ও 1টি চার মেরে তানজিম হাসান সাকিবের বলে আউট হন ৷ ঋষভ পন্তও আউট হন 36 রানে ৷ ক্রিজে সূর্যকুমার নামলে 6 রানেই আউট হয়ে ফিরতে হয়ে প্যাভিলিয়নে ৷ 24 বলে 34 রান করেন শিবম দুবে ৷ 27 বলে 50 রান করে অপরাজিত থেকে ভারতকে দু'শো রানে পৌঁছে দেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷

অন্যদিকে, বাংলাদেশের হয়ে হাত ঘুরিয়ে নবম ওভারের প্রথম তিন বলের মধ্যে তানজিম একটি ছক্কা হজম করলেও, তুলে নিলেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁর এই আক্রমণে খানিকটা দমে যান রোহিতরা ৷ 4 ওভার বল করে 32 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ 43 রান দিয়ে 2টি উইকেট নেন রিশাদ হোসেনও ৷ 3 ওভার বল করে 37 রান দিয়ে শাকিব আল হাসান 1টি তুলে নেন ৷

Last Updated : Jun 22, 2024, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.