বেনোনি, 11 ফেব্রুয়ারি: গত নভেম্বরের বিশ্বকাপ ফাইনালে অজিদের কাছে হেরে স্বপ্নভঙ্গের যন্ত্রনায় বিদ্ধ হয়েছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা ৷ দাদাদের হারের সেই বদলা নেওয়ার সুযোগ ভাইদের সামনে । প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া । যদিও বদলার ম্যাচে টস হারলেন ভারতের অনুর্ধ্ব-19 দলের অধিনায়ক উদয় সাহারান ৷ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি দলনায়ক হিউ ওয়েবগেন ৷
চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন সচিন ধাস, উদয় সাহারাণ ৷ টানা ছ'টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ছোটদের বিশ্বকাপে সবচেয়ে সফল দল ভারত ৷ অন্যদিকে সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে বোলাররা দুরন্ত ছন্দে থাকলেও নড়বড়ে দেখিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপকে ৷ যদিও ফাইনালের অজিরা বরাবরাই কঠিন গাঁট ৷ ষষ্ঠবার খেতাব ঘরে তুলতে সেই গাঁটই টপকাতে মরিয়া 'সাহারাণ অ্যান্ড কোং' ৷
2000, 2008, 2012, 2018 ও 2022 সালে খেতাব জিতেছে 'মেন ইন ব্লু' । এছাড়াও 2006, 2016 ও 2020 সালে ফাইনালে উঠলেও হারতে হয়েছে ভারতকে। এই নিয়ে 9 বার যুব বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপ জিতেছে 1988, 2002 ও 2010 সালে ।
ভারতের একাদশ: আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), প্রিয়াংশু মোলিয়া, সচিন ধাস, আরাভেলি অবনীশ (উইকেটরক্ষক), মুরুগান অভিষেক, নমন তিওয়ারি, রাজ লিম্বানি, সৌময় পান্ডে
অস্ট্রেলিয়ার একাদশ: হ্যারি ডিক্সন, স্যাম কনস্টাস, হিউ ওয়েবগেন (সি), হারজাস সিং, রায়ান হিকস (উইকেটরক্ষক), অলিভার পিক, চার্লি অ্যান্ডারসন, রাফ ম্যাকমিলান, টম স্ট্রেকার, মাহলি বিয়ার্ডম্যান, ক্যালাম ভিডলার
আরও পড়ুন: