ETV Bharat / sports

হেডই ‘মাথাব্যথা’ ! বিশ্বকাপের নায়কের ব্যাটে ব্য়াকফুটে টিম ইন্ডিয়া - INDIA VS AUSTRALIA

51তম টেস্ট ম্যাচে এটি ট্র্যাভিস হেডের অষ্টম সেঞ্চুরি এবং ভারতের বিপক্ষে দ্বিতীয় । তিনিই প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে অ্যাডিলেড ওভালে তিনটি সেঞ্চুরি করলেন ।

IND vs AUS
বিশ্বকাপের নায়কের ব্যাটে ব্য়াকফুটে টিম ইন্ডিয়া (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 7, 2024, 1:34 PM IST

অ্যাডিলেড, 7 ডিসেম্বর: ‘‘ক্যাচ নয়, ম্যাচই ফেলে দিলে তুমি ৷’’ দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবসকে বলেছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়া ৷ এদিন ফের সেই ছবি দেখল অ্যাডিলেড ওভাল ৷ সহজ ক্যাচ ফস্কালেন মহম্মদ সিরাজ, পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বল তালুবন্দি করার চেষ্টাই করলেন না ঋষভ পন্থ ৷ দু’বার জীবন ফিরে পাওয়ার পর দিনরাতের টেস্টে দ্রুততম শতরান করলেন ট্রাভিস হেড ৷

পয়া মাঠে এদিন মাত্র 111 বলে সেঞ্চুরি করেন হেড ৷ ইনিংস সাজানো 10টি চার ও তিনটি ছক্কায় । দিনরাতের টেস্টে (পিঙ্ক বল টেস্ট) এটিই দ্রুততম সেঞ্চুরি ৷ এদিন নিজের রেকর্ডই ভেঙেছেন হেড ৷ এর আগে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে 112 বলে শতরান করেছিলেন তিনি । দ্রুততমের তালিকার তিন নম্বরেও তিনিই রয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2022 সালে ঘরের মাঠে 125 বলে শতরান করেছিলেন তিনি ।

পিঙ্ক বল টেস্টে দ্রুততম সেঞ্চুরি

  1. 111 বল, ট্রাভিস হেড বনাম ভারত, অ্যাডিলেড 2024
  2. 112 বল, ট্রাভিস হেড বনাম ইংল্যান্ড, হোবার্ট 2022
  3. 125 বল, ট্রাভিস হেড বনাম ওয়েস্ট ইন্ডিজ, অ্যাডিলেড 2022
  4. 139 বল, জো রুট বনাম ওয়েস্ট ইন্ডিজ, এজবাস্টন 2017
  5. 140 বল, আসাদ শফিক বনাম অস্ট্রেলিয়া, ব্রিসবেন 2016

পিঙ্ক বল টেস্টে সর্বাধিক শতরান

  • 4টি শতরান- মার্নাস লাবুসেন
  • 3টি শতরান - ট্র্যাভিস হেড
  • 2টি শতরান - আসাদ শফিক ও দিমুথ করুনারত্নে

তাঁর ব্যাটেই বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ৷ তারপর থেকেই ক্রমশ ভারতের মাথাব্যথা হয়ে উঠেছেন অজিদের বাঁ-হাতি ব্যাটার ৷ গোলাপি বল টেস্টেও তাঁর ব্যাটেই ক্রমশ ব্যাকফুটে যাচ্ছে টিম ইন্ডিয়া ৷ ইতিমধ্যে 100 রানের লিড নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া ৷ পারথে লাল বলকে 'কথা' বলিয়েছিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ গোলাপি বলে সেই ছন্দ উধাও ৷ বুমরা ছাড়া বাকিরা কার্যত ব্যর্থ ৷

আরও পড়ুন

অ্যাডিলেড, 7 ডিসেম্বর: ‘‘ক্যাচ নয়, ম্যাচই ফেলে দিলে তুমি ৷’’ দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবসকে বলেছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়া ৷ এদিন ফের সেই ছবি দেখল অ্যাডিলেড ওভাল ৷ সহজ ক্যাচ ফস্কালেন মহম্মদ সিরাজ, পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বল তালুবন্দি করার চেষ্টাই করলেন না ঋষভ পন্থ ৷ দু’বার জীবন ফিরে পাওয়ার পর দিনরাতের টেস্টে দ্রুততম শতরান করলেন ট্রাভিস হেড ৷

পয়া মাঠে এদিন মাত্র 111 বলে সেঞ্চুরি করেন হেড ৷ ইনিংস সাজানো 10টি চার ও তিনটি ছক্কায় । দিনরাতের টেস্টে (পিঙ্ক বল টেস্ট) এটিই দ্রুততম সেঞ্চুরি ৷ এদিন নিজের রেকর্ডই ভেঙেছেন হেড ৷ এর আগে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে 112 বলে শতরান করেছিলেন তিনি । দ্রুততমের তালিকার তিন নম্বরেও তিনিই রয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2022 সালে ঘরের মাঠে 125 বলে শতরান করেছিলেন তিনি ।

পিঙ্ক বল টেস্টে দ্রুততম সেঞ্চুরি

  1. 111 বল, ট্রাভিস হেড বনাম ভারত, অ্যাডিলেড 2024
  2. 112 বল, ট্রাভিস হেড বনাম ইংল্যান্ড, হোবার্ট 2022
  3. 125 বল, ট্রাভিস হেড বনাম ওয়েস্ট ইন্ডিজ, অ্যাডিলেড 2022
  4. 139 বল, জো রুট বনাম ওয়েস্ট ইন্ডিজ, এজবাস্টন 2017
  5. 140 বল, আসাদ শফিক বনাম অস্ট্রেলিয়া, ব্রিসবেন 2016

পিঙ্ক বল টেস্টে সর্বাধিক শতরান

  • 4টি শতরান- মার্নাস লাবুসেন
  • 3টি শতরান - ট্র্যাভিস হেড
  • 2টি শতরান - আসাদ শফিক ও দিমুথ করুনারত্নে

তাঁর ব্যাটেই বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ৷ তারপর থেকেই ক্রমশ ভারতের মাথাব্যথা হয়ে উঠেছেন অজিদের বাঁ-হাতি ব্যাটার ৷ গোলাপি বল টেস্টেও তাঁর ব্যাটেই ক্রমশ ব্যাকফুটে যাচ্ছে টিম ইন্ডিয়া ৷ ইতিমধ্যে 100 রানের লিড নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া ৷ পারথে লাল বলকে 'কথা' বলিয়েছিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ গোলাপি বলে সেই ছন্দ উধাও ৷ বুমরা ছাড়া বাকিরা কার্যত ব্যর্থ ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.