অ্যাডিলেড, 7 ডিসেম্বর: ‘‘ক্যাচ নয়, ম্যাচই ফেলে দিলে তুমি ৷’’ দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবসকে বলেছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়া ৷ এদিন ফের সেই ছবি দেখল অ্যাডিলেড ওভাল ৷ সহজ ক্যাচ ফস্কালেন মহম্মদ সিরাজ, পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বল তালুবন্দি করার চেষ্টাই করলেন না ঋষভ পন্থ ৷ দু’বার জীবন ফিরে পাওয়ার পর দিনরাতের টেস্টে দ্রুততম শতরান করলেন ট্রাভিস হেড ৷
পয়া মাঠে এদিন মাত্র 111 বলে সেঞ্চুরি করেন হেড ৷ ইনিংস সাজানো 10টি চার ও তিনটি ছক্কায় । দিনরাতের টেস্টে (পিঙ্ক বল টেস্ট) এটিই দ্রুততম সেঞ্চুরি ৷ এদিন নিজের রেকর্ডই ভেঙেছেন হেড ৷ এর আগে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে 112 বলে শতরান করেছিলেন তিনি । দ্রুততমের তালিকার তিন নম্বরেও তিনিই রয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2022 সালে ঘরের মাঠে 125 বলে শতরান করেছিলেন তিনি ।
পিঙ্ক বল টেস্টে দ্রুততম সেঞ্চুরি
- 111 বল, ট্রাভিস হেড বনাম ভারত, অ্যাডিলেড 2024
- 112 বল, ট্রাভিস হেড বনাম ইংল্যান্ড, হোবার্ট 2022
- 125 বল, ট্রাভিস হেড বনাম ওয়েস্ট ইন্ডিজ, অ্যাডিলেড 2022
- 139 বল, জো রুট বনাম ওয়েস্ট ইন্ডিজ, এজবাস্টন 2017
- 140 বল, আসাদ শফিক বনাম অস্ট্রেলিয়া, ব্রিসবেন 2016
Adelaide has a new king 👑#AUSvIND pic.twitter.com/SeEaK9wRfe
— cricket.com.au (@cricketcomau) December 7, 2024
পিঙ্ক বল টেস্টে সর্বাধিক শতরান
- 4টি শতরান- মার্নাস লাবুসেন
- 3টি শতরান - ট্র্যাভিস হেড
- 2টি শতরান - আসাদ শফিক ও দিমুথ করুনারত্নে
তাঁর ব্যাটেই বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ৷ তারপর থেকেই ক্রমশ ভারতের মাথাব্যথা হয়ে উঠেছেন অজিদের বাঁ-হাতি ব্যাটার ৷ গোলাপি বল টেস্টেও তাঁর ব্যাটেই ক্রমশ ব্যাকফুটে যাচ্ছে টিম ইন্ডিয়া ৷ ইতিমধ্যে 100 রানের লিড নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া ৷ পারথে লাল বলকে 'কথা' বলিয়েছিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ গোলাপি বলে সেই ছন্দ উধাও ৷ বুমরা ছাড়া বাকিরা কার্যত ব্যর্থ ৷