পারথ, 23 নভেম্বর: প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতা ঢেকে গেল বোলারদের কেরামতিতে ৷ প্রথম ইনিংসে 150 রানে গুটিয়ে গিয়েছিলেন বিরাট কোহলিরা ৷ বল করতে নেমে ‘বিরাট’ ব্যর্থতা ঢেকে দিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ অস্ট্রেলিয়া অল-আউট হল 104 রানে ৷
বুমরা-সিরাজের দাপুটে বোলিংয়ে একশোর আগে প্রতিপক্ষ শিবিরকে পেড়ে ফেলার ভাবনা ছিল টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ৷ যা শুরু হয়েছিল জসপ্রীত বুমরার হাত ধরে ৷ অধিনায়ক এদিন নিলেন 5 উইকেট ৷ 3 উইকেট নিয়ে অভিষেক টেস্ট স্মরণীয় করে রাখলেন হর্ষিত রানা ৷ মহম্মদ সিরাজ তুললেন দু’টি উইকেট ৷
Innings Break!
— BCCI (@BCCI) November 23, 2024
Australia have been bowled out for 104 runs and #TeamIndia secure a 46-run lead. Captain @Jaspritbumrah93 leads by example taking 5 wickets, while debutant Harshit Rana gets 3 and @mdsirajofficial has 2.
It is time for Lunch on Day 2 and post that the Indian… pic.twitter.com/eryt7KsGKf
পারথে শেষবার 1984 সালের টেস্টে 76 রানে শেষ হয়েছিল অজিদের ইনিংস ৷ দ্বিতীয় ইনিংসে একশোর আগেই ক্যাঙারুদের বেঁধে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ তারপর থেকে পারথে একশোর কমে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়নি ৷ এদিন অ্যালেক্স ক্যারি ক্রিজ ছাড়ার পর শেষ উইকেটে মিচেল স্টার্ক ও জোস হ্যাজেলউড জুটি 25 রান যোগ না-করলে ফের সেই লজ্জা ফিরত ৷
ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে সর্বনিম্ন:
1947 সিডনি টেস্টের প্রথম ইনিংসে অজিদের ইনিংস শেষ হয়েছিল 107 রানে ৷ 4 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার কোমর ভেঙে দিয়েছিলেন বিজয় হাজারে ৷ দাত্তু ফাদকারের ঝুলিতে গিয়েছিল 3 উইকেট ৷ এদিন প্রথম ইনিংসে অজিরা গুটিয়ে গেল 104 রানে ৷ ফলে ভেঙে গেল 77 বছর আগের নজির ৷
ভারতের বিরুদ্ধে চতুর্থ সর্বনিম্ন স্কোর অজিদের:
|
সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই নাস্তানাবুদ হয়েছিল ‘টিম ইন্ডিয়া’ ৷ যসশ্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ধ্রুব জুরেলদের ব্যর্থতায় ঋষভ পন্থ-নীতীশ কুমার রেড্ডি খানিক হাল না-ধরলে দেড়শোর আগেই গুটিয়ে যেত ভারতের ব্যাটিং লাইন-আপ ৷ শেষ পর্যন্ত 150 রান তোলে ভারত ৷
ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ পরিবর্তে পারথে সিরিজের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা ৷ দলের ব্যাটারদের ব্যর্থতায় বর্ডার-গাভাসকর ট্রফির শুরুটা অবশ্য সুখকর হয়নি বোলিং মেশিনের জন্য ৷ দ্বিতীয় দিনে ভারতের কঠিন কাজটা খানিক সহজ করলেন বোলাররা ৷