ETV Bharat / sports

বিশাখাপত্তনমে কখনও টেস্টে হারেনি ভারত, সেই রেকর্ড কি রক্ষা করতে পারবে টিম রোহিত ? - বিশাখাপত্তনম

IND vs ENG: বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ড. রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ৷ এই মাঠে ভারত এখনও পর্যন্ত অপরাজিত ৷ এর আগে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখানে দু’টি টেস্ট খেলেছে ৷ দু’টিতেই জিতেছে৷ সেই জয়ের ধারা কি অক্ষুণ্ণ থাকবে ?

INDIA
INDIA
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 2:27 PM IST

বিশাখাপত্তনম, 1 ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছে ভারতকে ৷ 0-1 এ পিছিয়ে থেকে শুক্রবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ড. রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নামবে রোহিত শর্মার ভারত ৷ সেই ম্যাচে খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে পুরনো রেকর্ড ৷

এই মাঠে এর আগে দু’টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত ৷ দু’টিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া ৷ 2016 সালে নভেম্বরের 17 থেকে 21 তারিখের মধ্যে এই মাঠে প্রথমবার টেস্ট ম্যাচ খেলে ভারত ৷ সেবার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ৷ সেই ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ইংল্যান্ডকে 246 রানে হারিয়েছিল ৷

সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত 455 রান করে ৷ চেতেশ্বর পুজারা 119 ও বিরাট কোহলি 167 রান করেন ৷ জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 255 রানে অল আউট হয়ে যায় ৷ রবিচন্দ্রন অশ্বিন 67 রান দিয়ে 5 উইকেট নেন ৷ দ্বিতীয় ইনিংসে ভারত 204 রানে অল আউট হয়েছে ৷ বিরাট করেন 81 রান ৷ দুই ইংরেজ বোলার স্টুয়ার্ট ব্রড (পেসার) ও আদিল রশিদ (স্পিনার) চারটি করে উইকেট নেন ৷ ইংল্যান্ড 158 রানে অল আউট হয়ে যায় ৷ অশ্বিন 3টি, জয়ন্ত যাদব 3টি ও রবীন্দ্র জাদেজা 2টি উইকেট নেন ৷ ম্যাচের সেরা খেলোয়াড় হন বিরাট কোহলি ৷

ভারত এখানে দ্বিতীয়বার টেস্ট ম্যাচ খেলে 2019 সালের 2-6 অক্টোবর ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির ভারত 203 রানে জেতে ৷ প্রথম ইনিংসে ভারত 502 রানে ডিক্লেয়ার করে ৷ রোহিত শর্মা 176 ও মায়াঙ্ক আগরওয়াল 215 রান করেন ৷

দক্ষিণ আফ্রিকা 431 রানে অল আউট হয়ে যান ৷ রবিচন্দ্রন অশ্বিন সাত উইকেট নেন ৷ দ্বিতীয় ইনিংসে ভারত 323 রান করে ডিক্লেয়ার করে ৷ রোহিত শর্মা 127 রান করেন ৷ চেতেশ্বর পুজারা করেন 81 রান ৷ দক্ষিণ আফ্রিকা 191 রানে অল আউট হয়ে যায় ৷ পাঁচ উইকেট নেন মহম্মদ শামি ৷ প্লেয়ার অফ দ্য ম্যাচ রোহিত শর্মা ৷

ঠিক চার বছর তিন মাস পর আবার রাজেশখর রেড্ডি স্টেডিয়ামে নামছে ভারত ৷ কিন্তু এবার পরিস্থিতি একেবারে আলাদা ৷ দক্ষিণ আফ্রিকার ম্যাচের স্টার পারফর্মার রোহিত শর্মা এখন অধিনায়ক ৷ কিন্তু এই মাঠে ভারতের দু‘টি ম্যাচে আর যাঁরা ব্যাট হাতে যাঁরা ভালো পারফর্ম করেছেন, সেই বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা ও মায়াঙ্ক আগরওয়াল দলে নেই ৷ মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজাও নেই দলে ৷ আছেন শুধু রবিচন্দ্রন অশ্বিন ৷ যিনি 500 উইকেট নেওয়ার রেকর্ড গড়ার দোড়গোড়ায় দাঁড়িয়ে ৷ ব্যাটিং লাইনআপও প্রায় নতুন ৷

ফলে এবারও কি বিশাখাপত্তনমের এই মাঠে জয়ের অধরা অক্ষুণ্ণ রাখতে পারবে টিম ইন্ডিয়া ? অপেক্ষায় সারা দেশ ৷

আরও পড়ুন:

  1. থ্রি লায়ন্সের বিরুদ্ধে সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া রোহিত ব্রিগেড
  2. ব্যাটিংয়ে শৃঙ্খলার অভাব মানছেন রাঠোর, শুভমন-শ্রেয়সে ধৈর্য ধরার পক্ষপাতী ম্যানেজমেন্ট
  3. 'স্যুইচ অফ' রোহিত, বিরাট থাকলে হায়দরাবাদে হারত না ভারত; মত ভনের

বিশাখাপত্তনম, 1 ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছে ভারতকে ৷ 0-1 এ পিছিয়ে থেকে শুক্রবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ড. রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নামবে রোহিত শর্মার ভারত ৷ সেই ম্যাচে খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে পুরনো রেকর্ড ৷

এই মাঠে এর আগে দু’টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত ৷ দু’টিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া ৷ 2016 সালে নভেম্বরের 17 থেকে 21 তারিখের মধ্যে এই মাঠে প্রথমবার টেস্ট ম্যাচ খেলে ভারত ৷ সেবার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ৷ সেই ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ইংল্যান্ডকে 246 রানে হারিয়েছিল ৷

সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত 455 রান করে ৷ চেতেশ্বর পুজারা 119 ও বিরাট কোহলি 167 রান করেন ৷ জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 255 রানে অল আউট হয়ে যায় ৷ রবিচন্দ্রন অশ্বিন 67 রান দিয়ে 5 উইকেট নেন ৷ দ্বিতীয় ইনিংসে ভারত 204 রানে অল আউট হয়েছে ৷ বিরাট করেন 81 রান ৷ দুই ইংরেজ বোলার স্টুয়ার্ট ব্রড (পেসার) ও আদিল রশিদ (স্পিনার) চারটি করে উইকেট নেন ৷ ইংল্যান্ড 158 রানে অল আউট হয়ে যায় ৷ অশ্বিন 3টি, জয়ন্ত যাদব 3টি ও রবীন্দ্র জাদেজা 2টি উইকেট নেন ৷ ম্যাচের সেরা খেলোয়াড় হন বিরাট কোহলি ৷

ভারত এখানে দ্বিতীয়বার টেস্ট ম্যাচ খেলে 2019 সালের 2-6 অক্টোবর ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির ভারত 203 রানে জেতে ৷ প্রথম ইনিংসে ভারত 502 রানে ডিক্লেয়ার করে ৷ রোহিত শর্মা 176 ও মায়াঙ্ক আগরওয়াল 215 রান করেন ৷

দক্ষিণ আফ্রিকা 431 রানে অল আউট হয়ে যান ৷ রবিচন্দ্রন অশ্বিন সাত উইকেট নেন ৷ দ্বিতীয় ইনিংসে ভারত 323 রান করে ডিক্লেয়ার করে ৷ রোহিত শর্মা 127 রান করেন ৷ চেতেশ্বর পুজারা করেন 81 রান ৷ দক্ষিণ আফ্রিকা 191 রানে অল আউট হয়ে যায় ৷ পাঁচ উইকেট নেন মহম্মদ শামি ৷ প্লেয়ার অফ দ্য ম্যাচ রোহিত শর্মা ৷

ঠিক চার বছর তিন মাস পর আবার রাজেশখর রেড্ডি স্টেডিয়ামে নামছে ভারত ৷ কিন্তু এবার পরিস্থিতি একেবারে আলাদা ৷ দক্ষিণ আফ্রিকার ম্যাচের স্টার পারফর্মার রোহিত শর্মা এখন অধিনায়ক ৷ কিন্তু এই মাঠে ভারতের দু‘টি ম্যাচে আর যাঁরা ব্যাট হাতে যাঁরা ভালো পারফর্ম করেছেন, সেই বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা ও মায়াঙ্ক আগরওয়াল দলে নেই ৷ মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজাও নেই দলে ৷ আছেন শুধু রবিচন্দ্রন অশ্বিন ৷ যিনি 500 উইকেট নেওয়ার রেকর্ড গড়ার দোড়গোড়ায় দাঁড়িয়ে ৷ ব্যাটিং লাইনআপও প্রায় নতুন ৷

ফলে এবারও কি বিশাখাপত্তনমের এই মাঠে জয়ের অধরা অক্ষুণ্ণ রাখতে পারবে টিম ইন্ডিয়া ? অপেক্ষায় সারা দেশ ৷

আরও পড়ুন:

  1. থ্রি লায়ন্সের বিরুদ্ধে সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া রোহিত ব্রিগেড
  2. ব্যাটিংয়ে শৃঙ্খলার অভাব মানছেন রাঠোর, শুভমন-শ্রেয়সে ধৈর্য ধরার পক্ষপাতী ম্যানেজমেন্ট
  3. 'স্যুইচ অফ' রোহিত, বিরাট থাকলে হায়দরাবাদে হারত না ভারত; মত ভনের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.