প্যারিস, 1 অগস্ট: প্যারিস অলিম্পিক্সে হকিতে প্রথম হারের স্বাদ পেল ৷ পুলের চতুর্থ ম্য়াচে বৃহস্পতিবার 1-2 গোলে হারল হরমনপ্রীত সিং অ্যান্ড কোম্পানি ৷ যদিও ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে 'মেন ইন ব্লু' ৷ বেলজিয়ামের কাছে ভারত হারল 1-2 গোলে ৷
শেষ দু'টি ম্যাচে পুলের সবচেয়ে শক্তিশালী দু'টি দলের বিরুদ্ধে খেলতে হচ্ছে ভারতকে ৷ গতবারের সোনাজয়ী বেলজিয়ামের কাছে হারের পর শুক্রবার গতবারের রুপোজয়ী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে গতবারের ব্রোঞ্জজয়ীরা ৷ গত ম্যাচে অস্ট্রেলিয়াকে 6-2 গোলে হারানো বেলজিয়ামের বিরুদ্ধে যদিও এদিন শুরুতে গোল পেয়ে যায় ভারত ৷ ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে ফিল্ড গোল থেকে ভারতকে এগিয়ে দেন অভিষেক ৷ পুল শীর্ষে শেষ করে কোয়ার্টারে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ভারতের সামনে ৷
কিন্তু তৃতীয় কোয়ার্টারে ঘটে পট পরিবর্তন ৷ জোড়া গোল করে ম্যাচ নিজেদের হাতে নিয়ে নেয় গতবারের সোনাজয়ীরা ৷ এর মধ্যে পেনাল্টি কর্নার থেকে একটি গোল আসে বেলজিয়ামের ৷ যদিও এদিন সারা ম্য়াচে 11 টি পেনাল্টি কর্নার থেকে মাত্র একটিই গোলে রাখতে সক্ষম হয় তারা ৷ বেলজিয়ামের পক্ষে আরেকটি ফিল্ড গোল ৷ পক্ষান্তরে এদিন সারা ম্যাচ থেকে মাত্র 2টি পেনাল্টি কর্নার আদায় করতে সক্ষম হয় ভারত ৷ যা ম্যাচ জয়ের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়ায় তাদের জন্য ৷
🇮🇳 𝗗𝗲𝗳𝗲𝗮𝘁 𝗳𝗼𝗿 𝗜𝗻𝗱𝗶𝗮! India faced defeat against Belgium in the men's hockey event despite leading at the half-time break. Belgium eventually managed to power through India's defense in the third and fourth quarters to claim the win.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) August 1, 2024
⏰ India will next take on… pic.twitter.com/pzAIlVpKWT
এর আগে পুলের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 3-2 গোলে হারায় ভারত ৷ আর্জেন্তিনার বিরুদ্ধে এরপর 1-1 ড্র করলেও তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ভারত ৷ এদিন বেলজিয়ামের কাছে হারের পর 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে পুল 'বি'তে আপাতত তৃতীয়স্থানে ভারত ৷