ETV Bharat / sports

6 জুনের কুয়েত ম্যাচের দল ঘোষণা, বিশ্বকাপ যোগ্যতাঅর্জন ম্যাচে নেই গগৈ-হামাদ - FIFA WC Qualifiers 2026

India vs Kuwait in FIFA WC Qualifiers 2026: সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী 6 জুন আন্তর্জাতিক ফুটবলে ভারতের জার্সিতে শেষবারের জন্য নামবেন 'ক্যাপ্টেন' ছেত্রী ৷ সেই ম্যাচের দল ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷

ETV BHARAT
বিশ্বকাপ যোগ্যতাঅর্জন ম্যাচের দল ঘোষণা করলেন ইগর স্টিম্যা ৷ (ছবি- ইন্ডিয়ান ফুটবল টিম এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 4:42 PM IST

ভুবনেশ্বর, 24 মে: কুয়েতের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপে যোগ্যতাঅর্জন পর্বের অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল ৷ 6 জুনের সেই ম্যাচের 27 জনের দল ঘোষণা করেছেন কোচ ইগর স্টিম্যাচ ৷ যে দলে নেই ফরওয়ার্ড পার্থিব গগৈ এবং ডিফেন্ডার মহম্মদ হাম্মাদ ৷ চোটের কারণে তাঁরা বাদ পড়েছেন বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ ৷ বিশ্বকাপ যোগ্যতাঅর্জনের এই ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷

ভুবনেশ্বরে আয়োজিত জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে 32 জন ফুটবলার অংশ নিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ ফুরবা লাচেনপা, পার্থিব গোগোই, ইমরান খান, মহম্মদ হাম্মাদ এবং জিতন এমএস ৷ স্টিম্যাচ বলেন, "সকলেই খুবই পেশাদার এবং পরিশ্রমি ৷ তাঁদের সবার মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে ৷ বিশেষ করে জিতন এবং পার্থিব ৷ তবে, পার্থিব এবং হাম্মাদের সামান্য চোট লেগেছিল কয়েকদিন আগে ৷ তাঁদের 7-14 দিনে বিশ্রামের প্রয়োজন ৷" কী ধরনের চোট, তা নির্দিষ্ট করে জানাননি জাতীয় দলের কোচ ৷

যে 27 জন ফুটবলারকে বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচের জন্য জাতীয় দলে বাছাই করা হয়েছে, তাঁরা সকলে 29 মে পর্যন্ত ভুবনেশ্বরে জাতীয় দলের প্রস্তুতি শিবিরে থাকবেন ৷ 30 মে সুনীল ছেত্রী-সহ পুরো দল কলকাতায় আসবেন ম্যাচের জন্য ৷ এই মুহূর্তে এশিয়ান কোয়ালিফায়ারের গ্রুপ-এ’র চার দলের মধ্যে দু’নম্বরে রয়েছে ভারত ৷ 6 জুনের পর ব্লু টাইগাররা কাতার রওনা দেবে গ্রুপ-এ’র শেষ দু’টি ম্যাচ খেলার জন্য ৷ 19 বছর পর 11 জুন প্রথমবার সুনীল ছেত্রীকে ছাড়া ভারতীয় ফুটবল দল কোনও বিদেশ সফরে যাবে ৷

কাতারের অচেনা পরিবেশ ও অত্যধিক গরমের সঙ্গে মানিয়ে নিয়ে ভারত কেমন পারফর্ম্যান্স করে, তার উপর নির্ভর করছে বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের পরের রাউন্ডের প্রবেশ করা ৷ আগামী 6 জুন, রবিবার সুনীল ছেত্রী তাঁর কেরিয়ারের 151 তম ম্যাচ খেলবেন ৷ দেড়শো নম্বর আন্তর্জাতিকের স্মৃতি ভালো ছিল না ৷ তবে, নীল জার্সিতে দেশের হয়ে শেষ ম্যাচ জিততে মরিয়া সুনীল ৷ এমনকি তাঁর সতীর্থরাও 'ক্যাপ্টেন' ছেত্রীকে বিদায়ী উপহার হিসেবে জয় দিতে বদ্ধপরিকর ৷

আরও পড়ুন:

  1. সবুজ-মেরুন অতীত ! লোবেরার ডাকে ওড়িশা এফসিতে হুগো বুমোস
  2. নাইটদের তাতাতে রবিবার চিপকে কি থাকবেন শাহরুখ! জানিয়ে দিলেন জুহি
  3. 361 দিন পর পরাজিত লেভারকুসেন, জার্মানি সেরাদের হারিয়ে ইউরোপা লিগ আটালান্টার

ভুবনেশ্বর, 24 মে: কুয়েতের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপে যোগ্যতাঅর্জন পর্বের অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল ৷ 6 জুনের সেই ম্যাচের 27 জনের দল ঘোষণা করেছেন কোচ ইগর স্টিম্যাচ ৷ যে দলে নেই ফরওয়ার্ড পার্থিব গগৈ এবং ডিফেন্ডার মহম্মদ হাম্মাদ ৷ চোটের কারণে তাঁরা বাদ পড়েছেন বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ ৷ বিশ্বকাপ যোগ্যতাঅর্জনের এই ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷

ভুবনেশ্বরে আয়োজিত জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে 32 জন ফুটবলার অংশ নিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ ফুরবা লাচেনপা, পার্থিব গোগোই, ইমরান খান, মহম্মদ হাম্মাদ এবং জিতন এমএস ৷ স্টিম্যাচ বলেন, "সকলেই খুবই পেশাদার এবং পরিশ্রমি ৷ তাঁদের সবার মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে ৷ বিশেষ করে জিতন এবং পার্থিব ৷ তবে, পার্থিব এবং হাম্মাদের সামান্য চোট লেগেছিল কয়েকদিন আগে ৷ তাঁদের 7-14 দিনে বিশ্রামের প্রয়োজন ৷" কী ধরনের চোট, তা নির্দিষ্ট করে জানাননি জাতীয় দলের কোচ ৷

যে 27 জন ফুটবলারকে বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচের জন্য জাতীয় দলে বাছাই করা হয়েছে, তাঁরা সকলে 29 মে পর্যন্ত ভুবনেশ্বরে জাতীয় দলের প্রস্তুতি শিবিরে থাকবেন ৷ 30 মে সুনীল ছেত্রী-সহ পুরো দল কলকাতায় আসবেন ম্যাচের জন্য ৷ এই মুহূর্তে এশিয়ান কোয়ালিফায়ারের গ্রুপ-এ’র চার দলের মধ্যে দু’নম্বরে রয়েছে ভারত ৷ 6 জুনের পর ব্লু টাইগাররা কাতার রওনা দেবে গ্রুপ-এ’র শেষ দু’টি ম্যাচ খেলার জন্য ৷ 19 বছর পর 11 জুন প্রথমবার সুনীল ছেত্রীকে ছাড়া ভারতীয় ফুটবল দল কোনও বিদেশ সফরে যাবে ৷

কাতারের অচেনা পরিবেশ ও অত্যধিক গরমের সঙ্গে মানিয়ে নিয়ে ভারত কেমন পারফর্ম্যান্স করে, তার উপর নির্ভর করছে বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের পরের রাউন্ডের প্রবেশ করা ৷ আগামী 6 জুন, রবিবার সুনীল ছেত্রী তাঁর কেরিয়ারের 151 তম ম্যাচ খেলবেন ৷ দেড়শো নম্বর আন্তর্জাতিকের স্মৃতি ভালো ছিল না ৷ তবে, নীল জার্সিতে দেশের হয়ে শেষ ম্যাচ জিততে মরিয়া সুনীল ৷ এমনকি তাঁর সতীর্থরাও 'ক্যাপ্টেন' ছেত্রীকে বিদায়ী উপহার হিসেবে জয় দিতে বদ্ধপরিকর ৷

আরও পড়ুন:

  1. সবুজ-মেরুন অতীত ! লোবেরার ডাকে ওড়িশা এফসিতে হুগো বুমোস
  2. নাইটদের তাতাতে রবিবার চিপকে কি থাকবেন শাহরুখ! জানিয়ে দিলেন জুহি
  3. 361 দিন পর পরাজিত লেভারকুসেন, জার্মানি সেরাদের হারিয়ে ইউরোপা লিগ আটালান্টার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.