ETV Bharat / sports

চার স্পিনারে একাদশের ভাবনা, রাঁচিতে সিরিজ জয়ে চোখ রোহিতব্রিগেডের - Ranchi Test

Ind vs Eng 4th Test: ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে সিরিজের শেষ দু'টি টেস্টে বিশ্রামে পাঠানো হয়েছে জসপ্রীত বুমরাকে ৷ আর গুজরাত পেসার বিশ্রামে থাকার দরুণ রাঁচি টেস্টে চার স্পিনারে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 8:37 PM IST

রাঁচি, 22 ফেব্রুয়ারি: ঘূর্ণি পিচ হলে রাঁচি টেস্টে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট যে একাদশে চার স্পিনারকে রাখবে, সেই সম্ভাবনা দিনকয়েক ধরেই তৈরি হয়েছে ৷ আর ম্যাচ শুরুর আগেরদিন গতিপ্রকৃতি যে দিকে যাচ্ছে তাতে চারজন স্পিনারকে একাদশে রেখেই চতুর্থ টেস্টের দল সাজাচ্ছে টিম ইন্ডিয়া ৷ তবে একাদশে চার স্পিনার থাকুক বা তিন, রাঁচিতেই সিরিজে চোখ রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির ৷

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে সিরিজের শেষ দু'টি টেস্টে বিশ্রামে পাঠানো হয়েছে জসপ্রীত বুমরাকে ৷ আর বুমরার বিশ্রামের কারণেই ধোনির পাড়ায় চার স্পিনারে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের ৷ আর সেই সম্ভাবনায় সিলমোহর পড়লে এক যুগ পর চার স্পিনার নিয়ে কোনও টেস্ট ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া ৷ 2012 ইংল্যান্ডের বিরুদ্ধেই নাগপুর টেস্টে চার স্পিনারকে একাদশে রেখে দল সাজিয়েছিল ভারত ৷ রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গে সেবার একাদশে খেলেছিলেন প্রজ্ঞান ওঝা এবং পীষূষ চাওলা ৷

রাঁচি টেস্টে উপরোক্ত প্রথম দু'টি নাম অপরিবর্তিতই থাকছে ৷ সঙ্গে স্পিনিং অপশন হিসেবে যোগ হতে পারেন অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন ৷ সেক্ষেত্রে দুই বঙ্গ পেসার মুকেশ কুমার এবং আকাশদীপের একাদশে ঠাঁই পাওয়ার সম্ভাবনা ক্ষীণ ৷

অন্যদিকে বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ারের মতো বড় কয়েকটি নাম না-থাকলেও মেজাজেই রয়েছে ভারতের ব্যাটিং ৷ রাজকোটে কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরান হাঁকিয়ে একাধিক নজিরে নাম লিখিয়েছেন যশস্বী জয়সওয়াল ৷ রাঁচিতে অবশ্যই আরও কিছু নজিরে থাবা বসানোর অপেক্ষায় থাকবেন তরুণ তুর্কি ৷ পাশাপাশি তৃতীয় টেস্টে শতরান করে ফর্মে ফিরেছেন অধিনায়ক রোহিত ৷ 4 হাজার টেস্ট রানের মাইলফলক থেকে মাত্র 22 রান দূরে 'হিটম্যান' ৷

পাশাপাশি ভালো ফর্মে রয়েছেন শুভমন গিলও ৷ আর আত্মপ্রকাশ দু'ইনিংসেই হাফসেঞ্চুরি করে ইংরেজ বোলারদের চাপে রেখেছেন সরফরাজ ৷ রাজকোটে সেঞ্চুরিও হাঁকিয়ে জাদেজাও ফর্মে ৷ এত সবকিছুর মধ্যে কাঁটার মতো খচখচ করে বিঁধছে রজত পতিদারের পারফরম্যান্স ৷ রাজকোটে আরেক অভিষেককারী ধ্রুব জুরেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রোহিত ৷ চতুর্থ টেস্টেও স্টাম্পের পিছনে থাকছেন তিনি ৷

অন্যদিকে ফর্মে থাকা ভারতীয় ব্যাটসম্যানদের সামলানো ইংরেজ স্পিনারদের কাছেও সামলানো চ্যালেঞ্জের ৷ সবমলিয়ে ব্যাটিং-বোলিং উভয় বিভাগে দলের ফাঁকফোঁকর মেরামত করে শততম টেস্টে সিরিজে সমতা ফেরাতে মরিয়া বেন স্টোকস।

একনজরে সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), যশস্বী, শুভমন, রজত, সরফরাজ, ধ্রুব (উইকেটরক্ষক), অশ্বিন, জাদেজা, অক্ষর, ওয়াশিংটন, সিরাজ ৷

আরও পড়ুন:

  1. রাঁচির পিচ দেখে হতবাক বেন স্টোকস, কী বললেন ব্রিটিশ অধিনায়ক
  2. ধোনি-কোহলি দ্বৈরথ দিয়ে 22 মার্চ শুরু আইপিএল, নির্বাচনের কথা মাথায় রেখে ঘোষিত সংক্ষিপ্ত সূচি

রাঁচি, 22 ফেব্রুয়ারি: ঘূর্ণি পিচ হলে রাঁচি টেস্টে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট যে একাদশে চার স্পিনারকে রাখবে, সেই সম্ভাবনা দিনকয়েক ধরেই তৈরি হয়েছে ৷ আর ম্যাচ শুরুর আগেরদিন গতিপ্রকৃতি যে দিকে যাচ্ছে তাতে চারজন স্পিনারকে একাদশে রেখেই চতুর্থ টেস্টের দল সাজাচ্ছে টিম ইন্ডিয়া ৷ তবে একাদশে চার স্পিনার থাকুক বা তিন, রাঁচিতেই সিরিজে চোখ রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির ৷

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে সিরিজের শেষ দু'টি টেস্টে বিশ্রামে পাঠানো হয়েছে জসপ্রীত বুমরাকে ৷ আর বুমরার বিশ্রামের কারণেই ধোনির পাড়ায় চার স্পিনারে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের ৷ আর সেই সম্ভাবনায় সিলমোহর পড়লে এক যুগ পর চার স্পিনার নিয়ে কোনও টেস্ট ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া ৷ 2012 ইংল্যান্ডের বিরুদ্ধেই নাগপুর টেস্টে চার স্পিনারকে একাদশে রেখে দল সাজিয়েছিল ভারত ৷ রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গে সেবার একাদশে খেলেছিলেন প্রজ্ঞান ওঝা এবং পীষূষ চাওলা ৷

রাঁচি টেস্টে উপরোক্ত প্রথম দু'টি নাম অপরিবর্তিতই থাকছে ৷ সঙ্গে স্পিনিং অপশন হিসেবে যোগ হতে পারেন অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন ৷ সেক্ষেত্রে দুই বঙ্গ পেসার মুকেশ কুমার এবং আকাশদীপের একাদশে ঠাঁই পাওয়ার সম্ভাবনা ক্ষীণ ৷

অন্যদিকে বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ারের মতো বড় কয়েকটি নাম না-থাকলেও মেজাজেই রয়েছে ভারতের ব্যাটিং ৷ রাজকোটে কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরান হাঁকিয়ে একাধিক নজিরে নাম লিখিয়েছেন যশস্বী জয়সওয়াল ৷ রাঁচিতে অবশ্যই আরও কিছু নজিরে থাবা বসানোর অপেক্ষায় থাকবেন তরুণ তুর্কি ৷ পাশাপাশি তৃতীয় টেস্টে শতরান করে ফর্মে ফিরেছেন অধিনায়ক রোহিত ৷ 4 হাজার টেস্ট রানের মাইলফলক থেকে মাত্র 22 রান দূরে 'হিটম্যান' ৷

পাশাপাশি ভালো ফর্মে রয়েছেন শুভমন গিলও ৷ আর আত্মপ্রকাশ দু'ইনিংসেই হাফসেঞ্চুরি করে ইংরেজ বোলারদের চাপে রেখেছেন সরফরাজ ৷ রাজকোটে সেঞ্চুরিও হাঁকিয়ে জাদেজাও ফর্মে ৷ এত সবকিছুর মধ্যে কাঁটার মতো খচখচ করে বিঁধছে রজত পতিদারের পারফরম্যান্স ৷ রাজকোটে আরেক অভিষেককারী ধ্রুব জুরেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রোহিত ৷ চতুর্থ টেস্টেও স্টাম্পের পিছনে থাকছেন তিনি ৷

অন্যদিকে ফর্মে থাকা ভারতীয় ব্যাটসম্যানদের সামলানো ইংরেজ স্পিনারদের কাছেও সামলানো চ্যালেঞ্জের ৷ সবমলিয়ে ব্যাটিং-বোলিং উভয় বিভাগে দলের ফাঁকফোঁকর মেরামত করে শততম টেস্টে সিরিজে সমতা ফেরাতে মরিয়া বেন স্টোকস।

একনজরে সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), যশস্বী, শুভমন, রজত, সরফরাজ, ধ্রুব (উইকেটরক্ষক), অশ্বিন, জাদেজা, অক্ষর, ওয়াশিংটন, সিরাজ ৷

আরও পড়ুন:

  1. রাঁচির পিচ দেখে হতবাক বেন স্টোকস, কী বললেন ব্রিটিশ অধিনায়ক
  2. ধোনি-কোহলি দ্বৈরথ দিয়ে 22 মার্চ শুরু আইপিএল, নির্বাচনের কথা মাথায় রেখে ঘোষিত সংক্ষিপ্ত সূচি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.