চেন্নাই, 22 সেপ্টেম্বর: রবিচন্দ্রন অশ্বিনের 6 উইকেটের সৌজন্য়ে চিপক টেস্টে বাংলাদেশকে 280 রানে হারিয়েছে ভারত ৷ তবে রবিচন্দ্রন অশ্বিন ছাড়াও রোহিতের দলে ম্য়াচ উইনার আরও একাধিক ৷ টেস্ট ক্রিকেট প্রত্য়াবর্তনে ঋষভ পন্তের সেঞ্চুরি, শুভমান গিলের শতরান, প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার মূল্যবান ইনিংস; চিপক টেস্ট থেকে ভারতের পাওনা অনেক ৷ সেইসঙ্গে উপরি পাওনা 2023-25 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দলের শীর্ষস্থান মজবুত হওয়া ৷
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরু আগেও পয়েন্ট তালিকায় শীর্ষস্থানেই ছিল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ এদিন জয়ের পর সেই অবস্থান আরও পোক্ত করল ভারতীয় দল ৷ চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্তে এই নিয়ে দশম ম্য়াচ খেলল ভারতীয় দল ৷ যার মধ্যে সপ্তম ম্য়াচ জিতে নিল ভারত ৷ 86 পয়েন্ট নিয়ে চিপক টেস্টের পর পয়েন্ট তালিকার শীর্ষে ভারত ৷ জয়ের হার 71.67% ৷
তবে চেন্নাই টেস্ট হেরে ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় অনেকটা পিছিয় পড়ল বাংলাদেশ ৷ রোহিতদের কাছে 280 রানের বিরাট ব্য়বধানে হেরে পয়েন্ট তালিকায় ছ'য়ে নেমে গেল বাংলাদেশ ৷ এই নিয়ে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ বৃত্তে সপ্তম ম্য়াচ খেলল নাজমুল হোসেন শান্তর দল ৷ যার মধ্যে এই নিয়ে চতুর্থ হারের স্বাদ পেল তারা ৷ 33 পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে নেমে যাওয়ার বাংলাদেশের জয়ের হার 39.29% ৷ পয়েন্ট তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্য়ান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ৷
পাকিস্তানকে তাদের মাটিতে দু'ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে ডব্লিউটিসি টেবিলে চতুর্থস্থানে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ ৷ বিশেষজ্ঞদের অনেকে মনে করছিলেন ভারতকে তাদের মাটিতেও বেগ দেবেন শাকিব-মেহিদিরা ৷ কিন্তু শুরুটা ভালো করেও চিপকে ভারতের কাছে বিপর্যস্ত হতে হল সফরকারী দলকে ৷ রবি অশ্বিনের শতরানে চিপকে প্রথম ইনিংসে 376 রান তোলে ভারত ৷ জবাবে 149 রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস ৷
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে জোড়া শতরান করেন ঋষভ পন্ত (109) ও শুভমন গিল (122*) ৷ সৌজন্যে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 515 রান ৷ সেই রান তাড়া করতে নেমে অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে 234 রানে শেষ হয বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ৷ অশ্বিনের হাফ-ডজন উইকেটের পাশে 3টি উইকেট যায় জাদেজার ঝুলিতে ৷