ETV Bharat / sports

বল হাতে ভেলকি রিঙ্কু-সূর্যকুমারের, সুপার ওভারে 'লঙ্কা জয়' টিম ইন্ডিয়ার - India beat SL via Super Over - INDIA BEAT SL VIA SUPER OVER

India bag series 3-0 against Sri Lanka: সুপার ওভারে তৃতীয় ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3-0 টি-20 সিরিজ জিতে নিল ভারত ৷ তবে টিম ইন্ডিয়ার এই জয়ে বড় ভূমিকা নিলেন বোলার রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদব ৷ আর সুপার ওভারে বল হাতে ওয়াশিংটনের 'সুন্দর' পারফরম্যান্স ভারতকে সহজ জয় এনে দেয় ৷

India beat SL via Super Over
বল হাতে ভেলকি রিঙ্কু-সূর্যকুমারের (আইসিসি এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 31, 2024, 7:27 AM IST

Updated : Jul 31, 2024, 8:01 AM IST

পাল্লেকেলে, 31 জুলাই: এক ম্যাচ বাকি থাকতেই 'লঙ্কা জয়' করে ফেলেছিল টিম ইন্ডিয়া ৷ সুপার ওভারে শেষ ম্যাচ জিতে 3-0 টি-20 সিরিজ জিতল 'মেন ইন ব্লু' ৷ সেই সঙ্গে স্বপ্নের সফক শুরু করলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীর ৷ সুপার ওভারে বল হাতে 'সুন্দর' পারফরম্যান্স করে ম্যাচের সেরাা ওয়াশিংটন ৷ আর সিরিজের সেরা ক্যাপ্টেন সূর্যকুমার ৷

প্রথম দু'ম্যাচে শ্রীলঙ্কাকে হেলায় হারানোর পর মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে অবশ্য স্কোর বোর্ড ব়ড় রান তুলতে পারেনি ভারত ৷ প্রথম ব্যাট করে 9 উইকেটে 137 রান তোলে সুর্যকুমার অ্যান্ড কোং ৷ কিন্তু বোলার রিঙ্কু সিং ও সুর্যকুমারের দাাপটে 8 উইকেটে 137 রানে থেমে যায় শ্রীলঙ্কাও ৷

ফলে ম্যাচের ভাগ্যা নির্ধারণের জন্যে সুপার ওভার হয় ৷ ওয়াশিংটন সুন্দরের হাতে বল তুলে দেন ক্যাপ্টেন সূর্যকুমার । সুপার ওভারের প্রথম বল ওয়াইড হলেও কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কাকে ডাগ-আউটে ফেরান ওয়াশিংটন ৷ সুপার ওভারে মাত্র 2 রান তোলে শ্রীলঙ্কা ৷ প্রথম বলেই চার মেরে ভারতকে জয় এনে দেন অধিনায়ক সূর্যকুমার ৷ প্রায় জেতা ম্যাচ শ্রীলঙ্কার থেকে ছিনিয়ে নেন টিম ইন্ডিয়ার দুই পার্টটাইম বোলার রিঙ্কু সিং এবং সূর্যকুমার ৷ ম্যাচের 19 ও 20তম ওভারে দু’জনেই 2টি করে উইকেট করে তুলে নিয়ে ম্যাচ টাই করেন ৷

এদিন টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কা অধিনায়ক চরিথ আসালঙ্কা ৷ শুরুটা অবশ্য ভালো হয়নি টিম ইন্ডিয়ার ৷ ফর্মে থাকা যশস্বী জসওয়াল দ্বিতীয় ওভারে মাত্র 10 রান করে ডাগ-আউটে ফেরেন ৷ শুভমন গিল 37 বলে 39 রান করলেও সঞ্জু স্যামসন এদিন ব্যর্থ ৷ আগের মতো এদিনও শূন্য রানে ফেরেন উইকেটকিপার ব্যাটার ৷ রান পাননি সূর্যকুমার এবং রিঙ্কু ৷ শিভম দুবের অবদান মাত্র 13 ৷ তবে রিয়ান পরাগ ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে স্কোর ভদ্রস্থ করে ভারত ৷ পরাগ 18 বলে 26 এবং সুন্দর 18 বলে 25 রান করেন ৷ শ্রীলঙ্কার সফলতম বোলার মহেশ থিকসেনা ৷ 28 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷

রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ হল শ্রীলঙ্কার ৷ 15 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 110 রান তোলার পরও জিততে ব্যর্থ আসালঙ্কার দল ৷ কুশল পেরেরা (45), কুশল মেন্ডিস (43), পথুম নিশাঙ্কা (26) ছাড়া কোনও লঙ্কান ব্যাটর দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি ৷ ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে লড়াই করতে পারেননি লঙ্কান ব্যাটাররা ৷ সুন্দর 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ শেষ দু'ওভারে বল হাতে ভেলকি দেখান পার্টটাইম স্পিনার রিঙ্কু ও সূর্যকুমার ৷ শেষ 10 বলে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল 9 রান ৷ হাতে ছিল 5 উইকেট ৷ কিন্তু রিঙ্কু ও সূর্যকুমারের বিরুদ্ধে 8 রান করতে সক্ষম হন শ্রীলঙ্কান ব্যাটাররা ৷ ফলে টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে ৷

পাল্লেকেলে, 31 জুলাই: এক ম্যাচ বাকি থাকতেই 'লঙ্কা জয়' করে ফেলেছিল টিম ইন্ডিয়া ৷ সুপার ওভারে শেষ ম্যাচ জিতে 3-0 টি-20 সিরিজ জিতল 'মেন ইন ব্লু' ৷ সেই সঙ্গে স্বপ্নের সফক শুরু করলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীর ৷ সুপার ওভারে বল হাতে 'সুন্দর' পারফরম্যান্স করে ম্যাচের সেরাা ওয়াশিংটন ৷ আর সিরিজের সেরা ক্যাপ্টেন সূর্যকুমার ৷

প্রথম দু'ম্যাচে শ্রীলঙ্কাকে হেলায় হারানোর পর মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে অবশ্য স্কোর বোর্ড ব়ড় রান তুলতে পারেনি ভারত ৷ প্রথম ব্যাট করে 9 উইকেটে 137 রান তোলে সুর্যকুমার অ্যান্ড কোং ৷ কিন্তু বোলার রিঙ্কু সিং ও সুর্যকুমারের দাাপটে 8 উইকেটে 137 রানে থেমে যায় শ্রীলঙ্কাও ৷

ফলে ম্যাচের ভাগ্যা নির্ধারণের জন্যে সুপার ওভার হয় ৷ ওয়াশিংটন সুন্দরের হাতে বল তুলে দেন ক্যাপ্টেন সূর্যকুমার । সুপার ওভারের প্রথম বল ওয়াইড হলেও কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কাকে ডাগ-আউটে ফেরান ওয়াশিংটন ৷ সুপার ওভারে মাত্র 2 রান তোলে শ্রীলঙ্কা ৷ প্রথম বলেই চার মেরে ভারতকে জয় এনে দেন অধিনায়ক সূর্যকুমার ৷ প্রায় জেতা ম্যাচ শ্রীলঙ্কার থেকে ছিনিয়ে নেন টিম ইন্ডিয়ার দুই পার্টটাইম বোলার রিঙ্কু সিং এবং সূর্যকুমার ৷ ম্যাচের 19 ও 20তম ওভারে দু’জনেই 2টি করে উইকেট করে তুলে নিয়ে ম্যাচ টাই করেন ৷

এদিন টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কা অধিনায়ক চরিথ আসালঙ্কা ৷ শুরুটা অবশ্য ভালো হয়নি টিম ইন্ডিয়ার ৷ ফর্মে থাকা যশস্বী জসওয়াল দ্বিতীয় ওভারে মাত্র 10 রান করে ডাগ-আউটে ফেরেন ৷ শুভমন গিল 37 বলে 39 রান করলেও সঞ্জু স্যামসন এদিন ব্যর্থ ৷ আগের মতো এদিনও শূন্য রানে ফেরেন উইকেটকিপার ব্যাটার ৷ রান পাননি সূর্যকুমার এবং রিঙ্কু ৷ শিভম দুবের অবদান মাত্র 13 ৷ তবে রিয়ান পরাগ ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে স্কোর ভদ্রস্থ করে ভারত ৷ পরাগ 18 বলে 26 এবং সুন্দর 18 বলে 25 রান করেন ৷ শ্রীলঙ্কার সফলতম বোলার মহেশ থিকসেনা ৷ 28 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷

রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ হল শ্রীলঙ্কার ৷ 15 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 110 রান তোলার পরও জিততে ব্যর্থ আসালঙ্কার দল ৷ কুশল পেরেরা (45), কুশল মেন্ডিস (43), পথুম নিশাঙ্কা (26) ছাড়া কোনও লঙ্কান ব্যাটর দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি ৷ ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে লড়াই করতে পারেননি লঙ্কান ব্যাটাররা ৷ সুন্দর 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ শেষ দু'ওভারে বল হাতে ভেলকি দেখান পার্টটাইম স্পিনার রিঙ্কু ও সূর্যকুমার ৷ শেষ 10 বলে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল 9 রান ৷ হাতে ছিল 5 উইকেট ৷ কিন্তু রিঙ্কু ও সূর্যকুমারের বিরুদ্ধে 8 রান করতে সক্ষম হন শ্রীলঙ্কান ব্যাটাররা ৷ ফলে টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে ৷

Last Updated : Jul 31, 2024, 8:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.