ETV Bharat / sports

আড়াই দিনও লাগল না, ভারতের 'বাজবল ক্রিকেটে' চুনকাম টাইগাররা - INDIA VS BANGLADESH TEST - INDIA VS BANGLADESH TEST

INDIA WHITEWASHED BANGLADESH: টাইগারদের গর্জন থামিয়ে বৃষ্টিবিঘ্নিত গ্রিন পার্কে আড়াইদিনেরও কম সময়ে টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া ৷ সেইসঙ্গে রেকর্ড বর্ধিত করে ঘরের মাঠে টানা 18টি টেস্ট সিরিজে জয় পেল টিম ইন্ডিয়া ৷ ভয়ডরহীন ক্রিকেটে কানপুরে ভারত জিতল 7 উইকেটে ৷

INDIA WHITEWASHED BANGLADESH
কানপুর টেস্টে জয় ভারতের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 1, 2024, 1:59 PM IST

Updated : Oct 1, 2024, 2:18 PM IST

কানপুর, 1 অক্টোবর: পাকিস্তানকে তাঁদের ডেরায় গিয়ে হারিয়ে এলেও ভারত সফরে এসে বাস্তবের রুক্ষ মাটিতে বাংলাদেশ ৷ প্রথম টেস্টের পর কানপুরে দ্বিতীয় টেস্ট হেরে সিরিজে হোয়াইটওয়াশ হতে হল নাজমুল হোসেন শান্তদের ৷ টাইগারদের গর্জন থামিয়ে বৃষ্টিবিঘ্নিত গ্রিন পার্কে আড়াইদিনেরও কম সময়ে টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া ৷ রোহিত-যশস্বীদের নির্দয় ব্য়াটিংয়ের সামনে অসহায় বাংলাদেশ হারল সাত উইকেটে ৷ ভারত সিরিজ জিতল 2-0 ব্য়বধানে ৷

চতুর্থদিন ব্য়াটারদের ধুন্ধুমার ব্যাটিংয়ের পর পঞ্চমদিন সকালে বাকি কাজ সারেন ভারতীয় বোলাররা ৷ 2 উইকেটে 26 রান নিয়ে শুরু করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস পঞ্চমদিন গুটিয়ে যায় 146 রানে ৷ মাত্র তিনটি উইকেট হারিয়ে সহজেই 95 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত ৷ সেইসঙ্গে কোচ হিসেবে লাল বলের ক্রিকেটে প্রথম অ্য়াসাইনমেন্টে দাপুটে জয় পেলেন গৌতম গম্ভীর ৷

প্রথমদিন মাত্র 35 ওভার খেলা হওয়ার পর বৃষ্টির জেরে গ্রিন পার্কে দ্বিতীয় এবং তৃতীয়দিন গড়ায়নি একটি বলও ৷ নিশ্চিত ড্র'য়ের দিকে এগিয়ে চলা দ্বিতীয় টেস্টে চতুর্থদিন প্রাণ নিয়ে আসেন ভারতীয় ব্য়াটাররা ৷ বাংলাদেশকে প্রথম ইনিংসে 233 রানে অলআউট করে কানপুরে নির্মম ব্যাটিং শুরু করেন যশস্বী-কোহলি-রাহুলরা ৷ বাংলাদেশ বোলারদের 'ছাতু' করে টেস্ট ক্রিকেটে দ্রুততম 50, 100, 150, 200, 250 রানের নজির গড়ে টিম ইন্ডিয়া ৷ 52 রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত ৷ চতুর্থদিনের শেষে বাংলাদেশের রান ছিল 26/2 ৷

রবি অশ্বিন-রবীন্দ্র জাদেজার স্পিনে পঞ্চমদিন মর্নিং সেশনে দ্বিতীয় ইনিংসে মাত্র 146 রানে গুটিয়ে যায় বাংলাদেশ ৷ ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 95 রান ৷ তিন উইকেট খুইয়ে মধ্যাহ্নভোজের বিরতির পরই রান তুলে নেয় ভারত ৷ 17.2 ওভারে প্রয়োজনীয় রান তুলে ম্য়াচ এবং সেইসঙ্গে সিরিজ মুঠোয় পুরে নেয় রোহিতব্রিগেড ৷ 51 রান করেন যশস্বী জয়সওয়াল ৷ 29 রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি ৷

কানপুর, 1 অক্টোবর: পাকিস্তানকে তাঁদের ডেরায় গিয়ে হারিয়ে এলেও ভারত সফরে এসে বাস্তবের রুক্ষ মাটিতে বাংলাদেশ ৷ প্রথম টেস্টের পর কানপুরে দ্বিতীয় টেস্ট হেরে সিরিজে হোয়াইটওয়াশ হতে হল নাজমুল হোসেন শান্তদের ৷ টাইগারদের গর্জন থামিয়ে বৃষ্টিবিঘ্নিত গ্রিন পার্কে আড়াইদিনেরও কম সময়ে টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া ৷ রোহিত-যশস্বীদের নির্দয় ব্য়াটিংয়ের সামনে অসহায় বাংলাদেশ হারল সাত উইকেটে ৷ ভারত সিরিজ জিতল 2-0 ব্য়বধানে ৷

চতুর্থদিন ব্য়াটারদের ধুন্ধুমার ব্যাটিংয়ের পর পঞ্চমদিন সকালে বাকি কাজ সারেন ভারতীয় বোলাররা ৷ 2 উইকেটে 26 রান নিয়ে শুরু করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস পঞ্চমদিন গুটিয়ে যায় 146 রানে ৷ মাত্র তিনটি উইকেট হারিয়ে সহজেই 95 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত ৷ সেইসঙ্গে কোচ হিসেবে লাল বলের ক্রিকেটে প্রথম অ্য়াসাইনমেন্টে দাপুটে জয় পেলেন গৌতম গম্ভীর ৷

প্রথমদিন মাত্র 35 ওভার খেলা হওয়ার পর বৃষ্টির জেরে গ্রিন পার্কে দ্বিতীয় এবং তৃতীয়দিন গড়ায়নি একটি বলও ৷ নিশ্চিত ড্র'য়ের দিকে এগিয়ে চলা দ্বিতীয় টেস্টে চতুর্থদিন প্রাণ নিয়ে আসেন ভারতীয় ব্য়াটাররা ৷ বাংলাদেশকে প্রথম ইনিংসে 233 রানে অলআউট করে কানপুরে নির্মম ব্যাটিং শুরু করেন যশস্বী-কোহলি-রাহুলরা ৷ বাংলাদেশ বোলারদের 'ছাতু' করে টেস্ট ক্রিকেটে দ্রুততম 50, 100, 150, 200, 250 রানের নজির গড়ে টিম ইন্ডিয়া ৷ 52 রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত ৷ চতুর্থদিনের শেষে বাংলাদেশের রান ছিল 26/2 ৷

রবি অশ্বিন-রবীন্দ্র জাদেজার স্পিনে পঞ্চমদিন মর্নিং সেশনে দ্বিতীয় ইনিংসে মাত্র 146 রানে গুটিয়ে যায় বাংলাদেশ ৷ ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 95 রান ৷ তিন উইকেট খুইয়ে মধ্যাহ্নভোজের বিরতির পরই রান তুলে নেয় ভারত ৷ 17.2 ওভারে প্রয়োজনীয় রান তুলে ম্য়াচ এবং সেইসঙ্গে সিরিজ মুঠোয় পুরে নেয় রোহিতব্রিগেড ৷ 51 রান করেন যশস্বী জয়সওয়াল ৷ 29 রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি ৷

Last Updated : Oct 1, 2024, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.