ETV Bharat / sports

পান্ডিয়ার ঝোড়ো ব্যাটে 'খড়কুটো' বাংলাদেশ, টি-20 সিরিজেও এগোল বিশ্বচ্য়াম্পিয়নরা - INDIA vs BANGLADESH T20I - INDIA VS BANGLADESH T20I

INDIA BEAT BANGLADESH: গোয়ালিয়র টি-20'তে সাত উইকেটে জিতল 'মেন ইন ব্লু' ৷ 49 বল বাকি থাকতে জয়ের লক্ষ্যমাত্রা তুলে নিল সূর্যকুমারের দল ৷

HARDIK PANDYA
মারমুখী হার্দিক পান্ডিয়া (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 6, 2024, 10:21 PM IST

Updated : Oct 6, 2024, 10:45 PM IST

গোয়ালিয়র, 6 অক্টোবর: টেস্ট সিরিজ জয়ের পর প্রত্য়াশামত বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম ম্য়াচেও জয় তুলে নিল ভারত ৷ রোহিত শর্মা, বিরাট কোহলিরা না-থাকলে কী হবে? তরুণ তুর্কিদের নিয়েই গোয়ালিয়রে দলকে সহজ জয় এনে দিলেন সূর্যকুমার যাদব ৷ 49 বল বাকি থাকতে সাত উইকেটে জয় তুলে নিল 'মেন ইন ব্লু' ৷ আত্মপ্রকাশে নজর কাড়লেন ময়াঙ্ক যাদব ৷ তিনবছর পর জাতীয় দলে প্রত্য়াবর্তন করে তিন উইকেট মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর ঝুলিতে ৷

টস জিতে রবিবার বাংলাদেশকে ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ গোয়ালিয়রে এদিন মেডেন ক্য়াপ পেলেন ময়াঙ্ক যাদব এবং নীতিশ রেড্ডি ৷ নীতিশ রেড্ডি অপরাজিত থেকে ম্য়াচ জেতালেও চর্চার কেন্দ্রে 22 বছরের ময়াঙ্ক ৷ আইপিএলে গতিতে নজর কেড়েছিলেন ৷ আন্তর্জাতিক অভিষেকেও মুগ্ধ করলেন লখনউ সুপার জায়ান্ট ক্রিকেটার ৷ এদিন ষষ্ঠ ওভারে তাঁর হাতে বল তুলে দেন ভারত অধিনায়ক ৷ আন্তর্জাতিক অভিষেকে মেডেন তুলে নিয়ে নির্বাচকদের আস্থার মর্যাদা দেন তিনি ৷

পরের ওভারে প্রথম আন্তর্জাতিক উইকেটও পেয়ে যান স্পিডস্টার ৷ তুলে নেন মাহমুদুল্লাহর উইকেট ৷ 4 ওভারে 21 রান দিয়ে এক উইকেট নিয়ে অভিষেক স্মরণীয় রাখেন দিল্লির ছেলে ৷ তবে ভারতীয় শিবিরে এদিন সবচেয়ে সফল বোলার আর্শদীপ সিং ৷ 14 রান দিয়ে তিন উইকেট নেন এই বাঁ-হাতি পেসার ৷ ম্য়াচের সেরও তিনি ৷ তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তনে তিনটি উইকেট নেন বরুণ চক্রবর্তীও ৷ ভারতীয় বোলারদের দাপটে গোয়ালিয়রে বিশেষ কিছু করতে পারেননি বাংলাদেশ ব্য়াটাররা ৷ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 27 এবং মেহিদি হাসান মিরাজের অপরাজিত 35 রানে 19.5 ওভারে সব উইকেট হারিয়ে 127 রান তোলে টাইগাররা ৷

জবাবে সঞ্জু স্য়ামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে অভিষেক শর্মা (16) রানআউট হলেও লক্ষ্যপূরণে বিশেষ বেগ পেতে হয়নি ভারতকে ৷ সঞ্জু স্য়ামসন করেন 19 বলে 29 রান ৷ অধিনায়ক সূর্য খেলেন 14 বলে 29 রানের ইনিংস ৷ তবে ঝোড়ো ব্য়াটে ভারতের জয়ের নায়ক এদিন হার্দিক পান্ডিয়া ৷ বিশ্বজয়ী দলে রোহিত শর্মার ডেপুটির ব্য়াট থেকে আসে 16 বলে ঝোড়ো 39* রান ৷ যা সাজানো ছিল 5টি চার, 2টি ছক্কায় ৷ ছক্কা মেরে ম্য়াচ জেতান বরোদা ক্রিকেটারই ৷ 11.5 ওভারেই জয়ের রান তুলে নেয় ভারত ৷ 15 বলে 16 রানে অপরাজিত থাকেন নীতিশ ৷

গোয়ালিয়র, 6 অক্টোবর: টেস্ট সিরিজ জয়ের পর প্রত্য়াশামত বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম ম্য়াচেও জয় তুলে নিল ভারত ৷ রোহিত শর্মা, বিরাট কোহলিরা না-থাকলে কী হবে? তরুণ তুর্কিদের নিয়েই গোয়ালিয়রে দলকে সহজ জয় এনে দিলেন সূর্যকুমার যাদব ৷ 49 বল বাকি থাকতে সাত উইকেটে জয় তুলে নিল 'মেন ইন ব্লু' ৷ আত্মপ্রকাশে নজর কাড়লেন ময়াঙ্ক যাদব ৷ তিনবছর পর জাতীয় দলে প্রত্য়াবর্তন করে তিন উইকেট মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর ঝুলিতে ৷

টস জিতে রবিবার বাংলাদেশকে ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ গোয়ালিয়রে এদিন মেডেন ক্য়াপ পেলেন ময়াঙ্ক যাদব এবং নীতিশ রেড্ডি ৷ নীতিশ রেড্ডি অপরাজিত থেকে ম্য়াচ জেতালেও চর্চার কেন্দ্রে 22 বছরের ময়াঙ্ক ৷ আইপিএলে গতিতে নজর কেড়েছিলেন ৷ আন্তর্জাতিক অভিষেকেও মুগ্ধ করলেন লখনউ সুপার জায়ান্ট ক্রিকেটার ৷ এদিন ষষ্ঠ ওভারে তাঁর হাতে বল তুলে দেন ভারত অধিনায়ক ৷ আন্তর্জাতিক অভিষেকে মেডেন তুলে নিয়ে নির্বাচকদের আস্থার মর্যাদা দেন তিনি ৷

পরের ওভারে প্রথম আন্তর্জাতিক উইকেটও পেয়ে যান স্পিডস্টার ৷ তুলে নেন মাহমুদুল্লাহর উইকেট ৷ 4 ওভারে 21 রান দিয়ে এক উইকেট নিয়ে অভিষেক স্মরণীয় রাখেন দিল্লির ছেলে ৷ তবে ভারতীয় শিবিরে এদিন সবচেয়ে সফল বোলার আর্শদীপ সিং ৷ 14 রান দিয়ে তিন উইকেট নেন এই বাঁ-হাতি পেসার ৷ ম্য়াচের সেরও তিনি ৷ তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তনে তিনটি উইকেট নেন বরুণ চক্রবর্তীও ৷ ভারতীয় বোলারদের দাপটে গোয়ালিয়রে বিশেষ কিছু করতে পারেননি বাংলাদেশ ব্য়াটাররা ৷ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 27 এবং মেহিদি হাসান মিরাজের অপরাজিত 35 রানে 19.5 ওভারে সব উইকেট হারিয়ে 127 রান তোলে টাইগাররা ৷

জবাবে সঞ্জু স্য়ামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে অভিষেক শর্মা (16) রানআউট হলেও লক্ষ্যপূরণে বিশেষ বেগ পেতে হয়নি ভারতকে ৷ সঞ্জু স্য়ামসন করেন 19 বলে 29 রান ৷ অধিনায়ক সূর্য খেলেন 14 বলে 29 রানের ইনিংস ৷ তবে ঝোড়ো ব্য়াটে ভারতের জয়ের নায়ক এদিন হার্দিক পান্ডিয়া ৷ বিশ্বজয়ী দলে রোহিত শর্মার ডেপুটির ব্য়াট থেকে আসে 16 বলে ঝোড়ো 39* রান ৷ যা সাজানো ছিল 5টি চার, 2টি ছক্কায় ৷ ছক্কা মেরে ম্য়াচ জেতান বরোদা ক্রিকেটারই ৷ 11.5 ওভারেই জয়ের রান তুলে নেয় ভারত ৷ 15 বলে 16 রানে অপরাজিত থাকেন নীতিশ ৷

Last Updated : Oct 6, 2024, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.