ETV Bharat / sports

ডারবানে 'সঞ্জু ঝড়', বিধ্বংসী ব্য়াটিংয়ে একগুচ্ছ রেকর্ড গড়লেন স্টাম্পার-ব্যাটার - SOUTH AFRICA VS INDIA 1ST T20I

টানা দ্বিতীয় টি-20 ম্যাচে শতরান সঞ্জু স্যামসনের ৷ ডারবানে সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক নজির গড়লেন দক্ষিণী ব্য়াটার ৷ দেখে নেওয়া যাক একনজরে ৷

SANJU SAMSON
ডারবানে মারমুখী সঞ্জু (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 9, 2024, 12:53 PM IST

ডারবান, 9 নভেম্বর: ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে সেখান থেকেই শুরু করলেন সঞ্জু স্য়ামসন ৷ টানা দ্বিতীয় আন্তর্জাতিক টি-20 ম্য়াচে শতরান হাঁকিয়ে একগুচ্ছ রেকর্ডের অধিকারী হলেন ভারতীয় স্টাম্পার ৷ সঞ্জুর বিধ্বংসী ব্যাটিংয়ে ডারবানে সিরিজের প্রথম ম্যাচ জিতে চারম্যাচের সিরিজে বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে গেল 1-0 ব্যবধানে ৷

61 রানে এদিন ভারতের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোইও ৷ তবে সবকিছু ছাপিয়ে শিরোনামে সঞ্জু স্যামসন ৷ সঞ্জুর 50 বলে 107 রানের ইনিংসে কোন কোন রেকর্ড এল ডারবানে ৷ দেখে নেওয়া যাক একনজরে-

  • প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টানা দু'টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে শতরানের নজির গড়লেন সঞ্জু ৷ গত 12 অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে 47 বলে 111 রানের মারকাটারি ইনিংস খেলেছিলেন তিনি ৷ কেবল ভারতীয় হিসেবে নয়, প্রথম এশিয়ান ব্যাটার হিসেবেও এই নজির যোগ হল সঞ্জুর নামে ৷ আর সামগ্রিকভাবে চতুর্থ ব্যাটার হিসেবে এই রেকর্ডের অধিকারী হলেন ভারতীয় স্টাম্পার-ব্যাটার ৷
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সংক্ষিপ্ত ফরম্যাটে শতরান করা চতুর্থ ভারতীয় হলেন সঞ্জু ৷ এর আগে টি-20'তে প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান ছিল রোহিত শর্মা, সুরেশ রায়না এবং সূর্যকুমার যাদবের ৷
  • দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁদের বিরুদ্ধে শতরান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটার হলেন সঞ্জু স্যামসন ৷ এর আগে এই নজির ছিল কেবল সূর্যকুমার যাদবের ঝুলিতে ৷
  • ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে একাধিক শতরান করা চতুর্থ ভারতীয় ব্যাটার হলেন সঞ্জু ৷ তিনি ছাড়া রোহিত শর্মা (5), সূর্যকুমার যাদব (4) ও কেএল রাহুলের (2) ঝুলিতে রয়েছে এই রেকর্ড ৷
  • একই ক্যালেন্ডার বর্ষে কুড়ি-বিশের ক্রিকেটে একাধিক শতরান হাঁকানো তৃতীয় ভারতীয় ব্যাটার হলেন সঞ্জু স্য়ামসন ৷ এর আগে 2018 সালে রোহিত শর্মা এবং 2022 সালে সূর্যকুমার যাদব একই ক্যালেন্ডার বর্ষে জোড়া শতরানের নজির গড়েছিলেন ৷
SANJU SAMSON
শতরানের উচ্ছ্বাস সঞ্জুর (AP Photo)
  • শুক্রবার 107 রানের ঝোড়ো ইনিংস খেলার পথে 10টি ছক্কা হাঁকান সঞ্জু ৷ সেইসঙ্গে টি-20 ক্রিকেটে একটি ব্যক্তিগত ইনিংসে ভারতীয় হিসেবে সর্বাধিক (10) ছক্কা হাঁকানোর নিরিখে যুগ্মভাবে শীর্ষে জায়গা করে নেন তিনি ৷ 2017 শ্রীলঙ্কার বিরুদ্ধে 117 রান করার পথেও ইনিংসে 10টি ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা ৷
  • রোহিত শর্মার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান-ডে এবং টি-20'তে শতরানের নজির গড়লেন সঞ্জু ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওডিআই শতরান ও একটি টি-20 শতরান রয়েছে 'হিটম্যান'-এর ৷ সঞ্জুর নামের পাশে জোড়া ফর্ম্য়াটেই রয়েছে একটি করে শতরান ৷
  1. আগুনে বোলিং হ্য়ারিসের, সাত বছর পর অস্ট্রেলিয়াকে তাঁদের মাটিতে হারাল পাকিস্তান
  2. হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি! ভারতের কাছে ফের ঝুঁকল পাকিস্তান

ডারবান, 9 নভেম্বর: ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে সেখান থেকেই শুরু করলেন সঞ্জু স্য়ামসন ৷ টানা দ্বিতীয় আন্তর্জাতিক টি-20 ম্য়াচে শতরান হাঁকিয়ে একগুচ্ছ রেকর্ডের অধিকারী হলেন ভারতীয় স্টাম্পার ৷ সঞ্জুর বিধ্বংসী ব্যাটিংয়ে ডারবানে সিরিজের প্রথম ম্যাচ জিতে চারম্যাচের সিরিজে বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে গেল 1-0 ব্যবধানে ৷

61 রানে এদিন ভারতের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোইও ৷ তবে সবকিছু ছাপিয়ে শিরোনামে সঞ্জু স্যামসন ৷ সঞ্জুর 50 বলে 107 রানের ইনিংসে কোন কোন রেকর্ড এল ডারবানে ৷ দেখে নেওয়া যাক একনজরে-

  • প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টানা দু'টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে শতরানের নজির গড়লেন সঞ্জু ৷ গত 12 অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে 47 বলে 111 রানের মারকাটারি ইনিংস খেলেছিলেন তিনি ৷ কেবল ভারতীয় হিসেবে নয়, প্রথম এশিয়ান ব্যাটার হিসেবেও এই নজির যোগ হল সঞ্জুর নামে ৷ আর সামগ্রিকভাবে চতুর্থ ব্যাটার হিসেবে এই রেকর্ডের অধিকারী হলেন ভারতীয় স্টাম্পার-ব্যাটার ৷
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সংক্ষিপ্ত ফরম্যাটে শতরান করা চতুর্থ ভারতীয় হলেন সঞ্জু ৷ এর আগে টি-20'তে প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান ছিল রোহিত শর্মা, সুরেশ রায়না এবং সূর্যকুমার যাদবের ৷
  • দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁদের বিরুদ্ধে শতরান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটার হলেন সঞ্জু স্যামসন ৷ এর আগে এই নজির ছিল কেবল সূর্যকুমার যাদবের ঝুলিতে ৷
  • ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে একাধিক শতরান করা চতুর্থ ভারতীয় ব্যাটার হলেন সঞ্জু ৷ তিনি ছাড়া রোহিত শর্মা (5), সূর্যকুমার যাদব (4) ও কেএল রাহুলের (2) ঝুলিতে রয়েছে এই রেকর্ড ৷
  • একই ক্যালেন্ডার বর্ষে কুড়ি-বিশের ক্রিকেটে একাধিক শতরান হাঁকানো তৃতীয় ভারতীয় ব্যাটার হলেন সঞ্জু স্য়ামসন ৷ এর আগে 2018 সালে রোহিত শর্মা এবং 2022 সালে সূর্যকুমার যাদব একই ক্যালেন্ডার বর্ষে জোড়া শতরানের নজির গড়েছিলেন ৷
SANJU SAMSON
শতরানের উচ্ছ্বাস সঞ্জুর (AP Photo)
  • শুক্রবার 107 রানের ঝোড়ো ইনিংস খেলার পথে 10টি ছক্কা হাঁকান সঞ্জু ৷ সেইসঙ্গে টি-20 ক্রিকেটে একটি ব্যক্তিগত ইনিংসে ভারতীয় হিসেবে সর্বাধিক (10) ছক্কা হাঁকানোর নিরিখে যুগ্মভাবে শীর্ষে জায়গা করে নেন তিনি ৷ 2017 শ্রীলঙ্কার বিরুদ্ধে 117 রান করার পথেও ইনিংসে 10টি ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা ৷
  • রোহিত শর্মার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান-ডে এবং টি-20'তে শতরানের নজির গড়লেন সঞ্জু ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওডিআই শতরান ও একটি টি-20 শতরান রয়েছে 'হিটম্যান'-এর ৷ সঞ্জুর নামের পাশে জোড়া ফর্ম্য়াটেই রয়েছে একটি করে শতরান ৷
  1. আগুনে বোলিং হ্য়ারিসের, সাত বছর পর অস্ট্রেলিয়াকে তাঁদের মাটিতে হারাল পাকিস্তান
  2. হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি! ভারতের কাছে ফের ঝুঁকল পাকিস্তান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.