ETV Bharat / sports

প্রথমবার অলিম্পিক্সে ভারতের দুই সশস্ত্র মহিলা সেনা, সার্ভিসেস থেকে প্যারিসে আরও 22 - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

Paris Olympics 2024: হাতে আর সময় দিন পাঁচেকের মত ৷ আগামী 26 তারিখ থেকে প্রেমের শহরে শুরু হচ্ছে অলিম্পিক্স ৷ 117 জন প্রতিযোগী এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্যারিসে ৷ এই প্রথমবার অলিম্পিক্সে ভারতের দুই সশস্ত্র মহিলা সেনা অংশ নিচ্ছেন 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' ৷

Paris Olympics 2024
বাঁ-দিক থেকে জেসমিন লাম্বোরিয়া ও রীতিকা হুডা (ইটিভি ভারত)
author img

By ANI

Published : Jul 21, 2024, 4:38 PM IST

নয়াদিল্লি, 21 জুলাই: 26 তারিখের অপেক্ষায় গোটা বিশ্ব ৷ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' অলিম্পিক্সের 33তম সংস্করণে ঢাকে কাঠি পড়ল বলে ৷ প্যারিস অলিম্পিক্সের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে আগেই ৷ 117 জন অ্যাথলিট প্যারিসে এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ৷ 16টি বিভাগে অংশ নেবে ভারত। দেশের 117 জন অ্যাথলিটের মধ্যে ভারতীয় সশস্ত্র সেনা থেকে জায়গা করে নিয়েছেন 24 জন ৷ তবে উল্লেখযোগ্যভাবে প্রথমবারের জন্য অলিম্পিক্সে অংশ নিচ্ছেন দেশের দুই মহিলা সশস্ত্র সেনা- জেসমিন লাম্বোরিয়া ও রীতিকা হুডা ৷

শনিবার প্রতিরক্ষামন্ত্রকের তরফে ভারতীয় সেনাবাহিনীর দু'জন মহিলা ক্রীড়াবিদকে ভারতীয় অলিম্পিক গেমসের দলে অন্তর্ভুক্তির কথা জানানো হয়েছে, যা এককথায় নজির। ভারতীয় বক্সার জেসমিন লাম্বোরিয়া সেনাবাহিনীর হাবিলদার পদে কর্মরত ৷ অন্যদিকে সিপিও পদ সামলান কুস্তিগীর রীতিকা হুডা ৷ এই দু'জন বাদে সার্ভিসেস থেকে অংশ নিতে চলা বাকি 22 জন পুরুষ ৷ তালিকায় রয়েছেন টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া ৷ যিনি সেনাবাহিনীর সুবেদার পদে কর্মরত ৷

প্যারিসে ভারতীয় দলকে ঘিরে প্রত্যাশাও অনেক বেশি। আশা করা হচ্ছে, ভারত এবার অলিম্পিক্সে পদকজয়ের নজির গড়বে। 2020 টোকিয়ো অলিম্পিক্সে সাতটি পদক পেয়েছিল ভারত ৷ তালিকায় ছিল একটি সোনা ও দু'টি রুপো ও চারটি ব্রোঞ্জ ৷ সেই সংখ্যা যাতে আরও বেশি হয় তা পাখির চোখ করে নিয়েছেন ভারতের অ্যাথলিটরা ৷

উল্লেখ্য, এবারের প্যারিস অলিম্পিক্সে 10 হাজার 500 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৷ 117 জনের প্রতিনিধিত্বে সবথেকে বড় ভারতের অ্যাথলেটিক্স টিম ৷ দ্বিতীয় সর্বোচ্চ দল শুটিংয়ে। তারপর যথাক্রমে হকি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, কুস্তি, তিরন্দাজি এবং বক্সিং, গল্ফ, টেনিস, সাঁতার, সেলিং, অসিচালনা, জুডো, রোয়িং এবং ভারত্তোলন ৷ 2024 অলিম্পিক্স শেষ হবে 11 অগস্ট ৷

নয়াদিল্লি, 21 জুলাই: 26 তারিখের অপেক্ষায় গোটা বিশ্ব ৷ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' অলিম্পিক্সের 33তম সংস্করণে ঢাকে কাঠি পড়ল বলে ৷ প্যারিস অলিম্পিক্সের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে আগেই ৷ 117 জন অ্যাথলিট প্যারিসে এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ৷ 16টি বিভাগে অংশ নেবে ভারত। দেশের 117 জন অ্যাথলিটের মধ্যে ভারতীয় সশস্ত্র সেনা থেকে জায়গা করে নিয়েছেন 24 জন ৷ তবে উল্লেখযোগ্যভাবে প্রথমবারের জন্য অলিম্পিক্সে অংশ নিচ্ছেন দেশের দুই মহিলা সশস্ত্র সেনা- জেসমিন লাম্বোরিয়া ও রীতিকা হুডা ৷

শনিবার প্রতিরক্ষামন্ত্রকের তরফে ভারতীয় সেনাবাহিনীর দু'জন মহিলা ক্রীড়াবিদকে ভারতীয় অলিম্পিক গেমসের দলে অন্তর্ভুক্তির কথা জানানো হয়েছে, যা এককথায় নজির। ভারতীয় বক্সার জেসমিন লাম্বোরিয়া সেনাবাহিনীর হাবিলদার পদে কর্মরত ৷ অন্যদিকে সিপিও পদ সামলান কুস্তিগীর রীতিকা হুডা ৷ এই দু'জন বাদে সার্ভিসেস থেকে অংশ নিতে চলা বাকি 22 জন পুরুষ ৷ তালিকায় রয়েছেন টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া ৷ যিনি সেনাবাহিনীর সুবেদার পদে কর্মরত ৷

প্যারিসে ভারতীয় দলকে ঘিরে প্রত্যাশাও অনেক বেশি। আশা করা হচ্ছে, ভারত এবার অলিম্পিক্সে পদকজয়ের নজির গড়বে। 2020 টোকিয়ো অলিম্পিক্সে সাতটি পদক পেয়েছিল ভারত ৷ তালিকায় ছিল একটি সোনা ও দু'টি রুপো ও চারটি ব্রোঞ্জ ৷ সেই সংখ্যা যাতে আরও বেশি হয় তা পাখির চোখ করে নিয়েছেন ভারতের অ্যাথলিটরা ৷

উল্লেখ্য, এবারের প্যারিস অলিম্পিক্সে 10 হাজার 500 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৷ 117 জনের প্রতিনিধিত্বে সবথেকে বড় ভারতের অ্যাথলেটিক্স টিম ৷ দ্বিতীয় সর্বোচ্চ দল শুটিংয়ে। তারপর যথাক্রমে হকি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, কুস্তি, তিরন্দাজি এবং বক্সিং, গল্ফ, টেনিস, সাঁতার, সেলিং, অসিচালনা, জুডো, রোয়িং এবং ভারত্তোলন ৷ 2024 অলিম্পিক্স শেষ হবে 11 অগস্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.