ETV Bharat / sports

'ডুবছে পাক ক্রিকেট', ভারতকে হারানোর তুলনা টেনে নকভিকে তুলোধনা ইমরানের - IMRAN KHAN

IMRAN SLAMS NAQVI: বাংলাদেশের কাছে হারের দরুণ পাক অধিনায়ক এবং পাক পেসারদের আগেই তুলোধনা করেছেন রামিজ রাজা ৷ এবার পাক ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন ইমরান খান ৷ তিনি প্রশ্ন তুলে বললেন, "আড়াই বছর আগে যে দলটা 10 উইকেটে ভারতকে হারিয়েছিল, তাঁরা বাংলাদেশের কাছে 10 উইকেটে কীভাবে হারে?"

IMRAN SLAMS NAQVI
নকভিকে তুলোধনা ইমরানের (AP/IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 28, 2024, 1:09 PM IST

লাহোর, 28 অগস্ট: আড়াই বছর আগে যে দলটা ভারতকে 10 উইকেটে হারিয়েছিল তারাই আজ বাংলাদেশের কাছে হারছে 10 উইকেটে ৷ এমনই তুলনা টেনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে তীব্র আক্রমণ শানালেন ইমরান খান ৷ বিশ্বজয়ী অধিনায়ক জানালেন, কিছু অযোগ্য আধিকারিক ক্রিকেট বোর্ড চালাচ্ছে ৷ ফলত ডুবতে বসেছে দেশের ক্রিকেট ৷

বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হারের স্বাদ পাওয়ার পর দলের স্ট্র্যাটেজি, পাক বোলারদের নিয়ে আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন রামিজ রাজা ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় কিংবদন্তি অধিনায়কের নিশানায় মহসিন নকভি ৷ এক্স হ্যান্ডেলে এদিন জেলবন্দি ইমরান লেখেন, "ক্রিকেটই একমাত্র খেলা যা আগ্রহভরে পাকিস্তানের মানুষ টেলিভিশনে দেখেন ৷ কিন্তু সেটাও আজ ধ্বংসের পথে শুধুমাত্র কিছু অযোগ্য মানুষ বোর্ড নিয়ন্ত্রণ করছে বলে ৷"

ইমরান আক্ষেপের সুরে আরও লেখেন, "এই প্রথমবার আমরা বিশ্বকাপে প্রথম চারে শেষ করতে পারিনি, এমনকী টি-20 ক্রিকেটেও প্রথম আটেও নেই ৷ কাল তো আমরা বাংলাদেশের কাছে বিশ্রীভাবে হেরেছি ৷ যা আমাদের আরও নীচে নামিয়েছে ৷ আড়াই বছর আগেও এই দলটা ভারতকে 10 উইকেটে হারিয়েছিল ৷ এই সময়ের মধ্যে কী হয়ে গেল যে বাংলাদেশের কাছে আমাদের 10 উইকেটে হারতে হচ্ছে? এই পতনের দায় প্রতিষ্ঠানের সকলকে নিতে হবে ৷"

কেবল ইমরান নন, বাংলাদেশের কাছে হারের কারণে মহসিন নকভিকে তুলোধনা করেছেন আহমেদ শেহজাদও ৷ প্রাক্তন পাক ওপেনারের কথায় নকভি'র ক্রিকেট সম্বন্ধে কোনও ধারণাই নেই ৷ পাশাপাশি বাংলাদেশের কাছে প্রথম হারের পরপরই পাক পেসারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা ৷ তাঁর মতে, 2023 এশিয়া কাপে ভারতীয় ব্যাটারদের কাছে বেদম প্রহারের পর থেকেই মনোবল ভেঙে গিয়েছে শাহিন আফ্রিদিদের ৷ অধিনায়ক শান মাসুদের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি ৷

লাহোর, 28 অগস্ট: আড়াই বছর আগে যে দলটা ভারতকে 10 উইকেটে হারিয়েছিল তারাই আজ বাংলাদেশের কাছে হারছে 10 উইকেটে ৷ এমনই তুলনা টেনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে তীব্র আক্রমণ শানালেন ইমরান খান ৷ বিশ্বজয়ী অধিনায়ক জানালেন, কিছু অযোগ্য আধিকারিক ক্রিকেট বোর্ড চালাচ্ছে ৷ ফলত ডুবতে বসেছে দেশের ক্রিকেট ৷

বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হারের স্বাদ পাওয়ার পর দলের স্ট্র্যাটেজি, পাক বোলারদের নিয়ে আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন রামিজ রাজা ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় কিংবদন্তি অধিনায়কের নিশানায় মহসিন নকভি ৷ এক্স হ্যান্ডেলে এদিন জেলবন্দি ইমরান লেখেন, "ক্রিকেটই একমাত্র খেলা যা আগ্রহভরে পাকিস্তানের মানুষ টেলিভিশনে দেখেন ৷ কিন্তু সেটাও আজ ধ্বংসের পথে শুধুমাত্র কিছু অযোগ্য মানুষ বোর্ড নিয়ন্ত্রণ করছে বলে ৷"

ইমরান আক্ষেপের সুরে আরও লেখেন, "এই প্রথমবার আমরা বিশ্বকাপে প্রথম চারে শেষ করতে পারিনি, এমনকী টি-20 ক্রিকেটেও প্রথম আটেও নেই ৷ কাল তো আমরা বাংলাদেশের কাছে বিশ্রীভাবে হেরেছি ৷ যা আমাদের আরও নীচে নামিয়েছে ৷ আড়াই বছর আগেও এই দলটা ভারতকে 10 উইকেটে হারিয়েছিল ৷ এই সময়ের মধ্যে কী হয়ে গেল যে বাংলাদেশের কাছে আমাদের 10 উইকেটে হারতে হচ্ছে? এই পতনের দায় প্রতিষ্ঠানের সকলকে নিতে হবে ৷"

কেবল ইমরান নন, বাংলাদেশের কাছে হারের কারণে মহসিন নকভিকে তুলোধনা করেছেন আহমেদ শেহজাদও ৷ প্রাক্তন পাক ওপেনারের কথায় নকভি'র ক্রিকেট সম্বন্ধে কোনও ধারণাই নেই ৷ পাশাপাশি বাংলাদেশের কাছে প্রথম হারের পরপরই পাক পেসারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা ৷ তাঁর মতে, 2023 এশিয়া কাপে ভারতীয় ব্যাটারদের কাছে বেদম প্রহারের পর থেকেই মনোবল ভেঙে গিয়েছে শাহিন আফ্রিদিদের ৷ অধিনায়ক শান মাসুদের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.