লাহোর, 28 অগস্ট: আড়াই বছর আগে যে দলটা ভারতকে 10 উইকেটে হারিয়েছিল তারাই আজ বাংলাদেশের কাছে হারছে 10 উইকেটে ৷ এমনই তুলনা টেনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে তীব্র আক্রমণ শানালেন ইমরান খান ৷ বিশ্বজয়ী অধিনায়ক জানালেন, কিছু অযোগ্য আধিকারিক ক্রিকেট বোর্ড চালাচ্ছে ৷ ফলত ডুবতে বসেছে দেশের ক্রিকেট ৷
বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হারের স্বাদ পাওয়ার পর দলের স্ট্র্যাটেজি, পাক বোলারদের নিয়ে আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন রামিজ রাজা ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় কিংবদন্তি অধিনায়কের নিশানায় মহসিন নকভি ৷ এক্স হ্যান্ডেলে এদিন জেলবন্দি ইমরান লেখেন, "ক্রিকেটই একমাত্র খেলা যা আগ্রহভরে পাকিস্তানের মানুষ টেলিভিশনে দেখেন ৷ কিন্তু সেটাও আজ ধ্বংসের পথে শুধুমাত্র কিছু অযোগ্য মানুষ বোর্ড নিয়ন্ত্রণ করছে বলে ৷"
ইমরান আক্ষেপের সুরে আরও লেখেন, "এই প্রথমবার আমরা বিশ্বকাপে প্রথম চারে শেষ করতে পারিনি, এমনকী টি-20 ক্রিকেটেও প্রথম আটেও নেই ৷ কাল তো আমরা বাংলাদেশের কাছে বিশ্রীভাবে হেরেছি ৷ যা আমাদের আরও নীচে নামিয়েছে ৷ আড়াই বছর আগেও এই দলটা ভারতকে 10 উইকেটে হারিয়েছিল ৷ এই সময়ের মধ্যে কী হয়ে গেল যে বাংলাদেশের কাছে আমাদের 10 উইকেটে হারতে হচ্ছে? এই পতনের দায় প্রতিষ্ঠানের সকলকে নিতে হবে ৷"
4. Mohsin Naqvi owns property worth five million dollars in Dubai under his wife’s name. He is involved in the wheat procurement scandal and was behind the most fraudulent election in our country. What are his qualifications? Under him, the law-and-order situation across the…
— Imran Khan (@ImranKhanPTI) August 27, 2024
কেবল ইমরান নন, বাংলাদেশের কাছে হারের কারণে মহসিন নকভিকে তুলোধনা করেছেন আহমেদ শেহজাদও ৷ প্রাক্তন পাক ওপেনারের কথায় নকভি'র ক্রিকেট সম্বন্ধে কোনও ধারণাই নেই ৷ পাশাপাশি বাংলাদেশের কাছে প্রথম হারের পরপরই পাক পেসারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা ৷ তাঁর মতে, 2023 এশিয়া কাপে ভারতীয় ব্যাটারদের কাছে বেদম প্রহারের পর থেকেই মনোবল ভেঙে গিয়েছে শাহিন আফ্রিদিদের ৷ অধিনায়ক শান মাসুদের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি ৷