প্যারিস, 8 জুন: কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠেও নজির ছোঁয়া হল না জেসমিন পাওলিনির ৷ খেতাবি লড়াইয়ে শেষ হাসি হাসলেন মহিলাদের 1 নম্বর ইগা শিয়নতেক ৷ 2022, 2023 সালের পর টানা তৃতীয়বার লাল কোর্টে সেরার মুকুট মাথায় পরলেন পোলিশ টেনিস তারকা ৷
গতবার একটিও সেট না-হেরে ফাইনালে উঠেছিলেন শিয়নতেক ৷ এবারও সেই ফর্মই ধরে রেখেছিলেন ৷ দ্বিতীয় রাউন্ডে নাওমি ওসাকার বিরুদ্ধে খুইয়েছিলেন মাত্র একটি সেট ৷ শেষ চারে কোকো গফকে দাঁড়াতেই দেননি ৷ অন্যদিকে পাওলিনি খুইয়েছিলেন মাত্র তিনটি সেট ৷ সেমিতে উড়িয়ে দিয়েছিলেন মিরা আন্দ্রেভাকে ৷ ফলে টেনিসবোদ্ধারা ভেবেছিলেন ফাইনালে টানটান লড়াই হবে ৷ যদিও শনিবাসরীয় সন্ধ্যায় প্যারিসের ফিলিপ কার্টিয়ের লাল সুড়কিতে কার্যত আত্মসমর্পণ করে বসলেন পাওলিনি ।
লিন্ডা নোসকোভার কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন ৷ মরশুমের দ্বিতীয় গ্র্যান্ড স্লামেই ভুল শোধরালেন চারটি গ্র্যান্ড স্লামের মালিক ৷ নিজের পঞ্চম গ্র্যান্ড স্লাম ঘরে তুলতে শিয়নতেক সময় নিলেন মাত্র 1 ঘণ্টা 8 মিনিট ৷ শুরু থেকে নড়বড়ে দেখাচ্ছিল পাওলিনিকে ৷ প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথম থেকেই আক্রমণের পথে হাঁটেন পোল্যান্ডের টেনিস তারকা ৷ যার ফল স্ট্রেট সেটে জয় ৷
সেরেনার পর দ্বিতীয় মহিলা হিসেবে টানা 2 বার ডব্লিউটিএ বর্ষসেরা ইগা শিয়নতেক
গতবছরের ডিসেম্বরে ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা মহিলা খেলোয়াড় হয়েছেন ইগা শিয়নতেক ৷ পরপর দু’বছর এই খেতাব জিতেছেন তিনি ৷ এর আগে প্রাক্তন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস পরপর দু’বার ডব্লিউটিএ বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ৷