ETV Bharat / sports

গতকাল 10 ঘণ্টায় সাড়ে 4 কেজি ওজন কমান ‘ব্রোঞ্জজয়ী’ আমন, কুর্নিশ জানাচ্ছে দেশ - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Aman Sehrawat in Paris Olympics: 100 গ্রামের জন্য পারেননি ভিনেশ ৷ সেই 100 গ্রামই পোডিয়ামে তুলল আমনকে ৷ 10 ঘণ্টায় 4.6 কেজি ওজন কমালেন হরিয়ানার পালোয়ান ৷ নির্দিষ্ট ওজনের থেকে 100 গ্রাম কম ওজন হওয়ায় বিনা বাধায় নামলেন ম্যাটে, দেশকে পদকও এনে দিলেন ৷

Aman Sehrawat
‘ব্রোঞ্জজয়ী’ আমন শেরাওয়াত (এপি)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 10, 2024, 9:04 AM IST

Updated : Aug 10, 2024, 9:47 AM IST

প্যারিস, 10 অগস্ট: দুরন্ত ছন্দে থেকেও সেমি-ফাইনালে হেরে গিয়েছিলেন ৷ ব্রোঞ্জ ম্যাচের আগের দিন দেখা যায় আমন শেরাওয়াতের ওজন 61.5 কেজি ৷ 57 কেজির বিভাগে নামা আমনের ওজন ঠিক 4.5 কেজি বেশি ৷ ঠিক যেন ভিনেশ ফোগতের ঘটনার পূণরাবৃত্তি ৷ ভিনেশ পারেননি, 100 গ্রাম ওজন বেশি হওয়ায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয় ৷ আমন পেরেছেন ৷ মাত্র 10 ঘণ্টায় 4 কিলো 600 গ্রাম ওজন ‘ঝরিয়ে’ পোডিয়াম ফিনিশ করে এসেছেন হরিয়ানার পালোয়ান ৷

আমনের কোচেরা প্রত্যেকেই ভারতীয় ৷ 21 বছর বয়সির শারিরীক সক্ষমতা ও ওয়ার্কলোডের খুঁটিনাটির বিষয়েও তাঁরা ওয়াকিবহাল ৷ ফলে ভিনেশের ‘না-পারা’ এবং অসাধ্যসাধনের বিষয় মাথাতে থাকলেও তা জাঁকিয়ে বসতে দেননি আমন ও তাঁর টিম ৷ সারারাত ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন ৷ শেষ পর্যন্ত ভোর 4.30-এ দেখা যায়, আমনের ওজন 56.9 কেজি ৷ প্রয়োজনের চেয়ে যা 100 গ্রাম কম ৷ দু’ঘণ্টা পর ম্যাটে নামেন শেরাওয়াত, উড়িয়ে দেন প্রতিপক্ষকে ৷

ওজন কমাতে কী করেছিলেন আমন ?

জগমান্দর সিং এবং বীরেন্দর দাহিয়া ৷ ছয় সদস্যের কুস্তি দলের দুই সিনিয়র ভারতীয় কোচ ৷ দু’জনেই ভিনেশের ভুলের পূনরাবৃত্তি করতে চাননি ৷ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ জাপানের রেই হিগুচির কাছে সেমিফাইনালে হেরে যান 21 বছর বয়সি আমান ৷ ফলে ব্রোঞ্জের লড়াইয়ে নামার জন্য হাতে নষ্ট করার মতো সময় ছিল না ৷

অতিরিক্ত ওজন কমানোর প্রচেষ্টা শুরু হয় দেড় ঘণ্টার ম্যাট সেশনের মাধ্যমে ৷ তার পরে একঘণ্টা ধরে চলে ‘হট-বাথ’ সেশন ৷ দুপুর 12.30 নাগাদ একঘণ্টা ট্রেডমিলে হাঁটেন আমন ৷ 30 মিনিটের বিশ্রামের পর চলে 5 মিনিটের সনা (Sauna) স্নানের পাঁচটি সেশন । তারপরেও আমনের ওজন প্রায় 900 গ্রাম বেশি ছিল । তাঁকে দফায় দফায় ম্যাসাজ দেওয়া হয় ৷

শেষে পালা করে জগিং করতে শুরু করেন শেরাওয়াত ৷ 15 মিনিটের 5টি সেশন চলে । সেশনগুলির মাঝে তাঁকে লেবু এবং মধু দিয়ে হালকা গরম জল এবং খানিকটা কফি দেওয়া হয়েছিল হয়েছিল । সারারাত ঘুমাতেও দেওয়া হয়নি ৷ দুই কোচ জানিয়েছেন, গোটা রাত কুস্তির বিভিন্ন ভিডিয়ো দেখেছেন 21 বছরের পালোয়ান ৷ ভোর 4:30 নাগাদ আমনের ওজন গিয়ে দাঁড়ায় 56.9 কেজি ৷ প্রয়োজনীয় 57 কেজির থেকে 100 গ্রাম কম ।

সমস্ত কঠোর পরিশ্রম সার্থক হয় দু’ঘণ্টা পর ৷ প্রেমের শহরের স্থানীয় সময় সকাল 6.30 মিনিট নাগাদ ৷ পুয়ের্তো রিকোর ড্যারিয়ান ক্রুজকে হারিয়ে ভারতের সর্বকনিষ্ঠ হিসেবে অলিম্পিক্স মেডেল গলায় ঝোলান হরিয়ানার পালোয়ান ৷

প্যারিস, 10 অগস্ট: দুরন্ত ছন্দে থেকেও সেমি-ফাইনালে হেরে গিয়েছিলেন ৷ ব্রোঞ্জ ম্যাচের আগের দিন দেখা যায় আমন শেরাওয়াতের ওজন 61.5 কেজি ৷ 57 কেজির বিভাগে নামা আমনের ওজন ঠিক 4.5 কেজি বেশি ৷ ঠিক যেন ভিনেশ ফোগতের ঘটনার পূণরাবৃত্তি ৷ ভিনেশ পারেননি, 100 গ্রাম ওজন বেশি হওয়ায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয় ৷ আমন পেরেছেন ৷ মাত্র 10 ঘণ্টায় 4 কিলো 600 গ্রাম ওজন ‘ঝরিয়ে’ পোডিয়াম ফিনিশ করে এসেছেন হরিয়ানার পালোয়ান ৷

আমনের কোচেরা প্রত্যেকেই ভারতীয় ৷ 21 বছর বয়সির শারিরীক সক্ষমতা ও ওয়ার্কলোডের খুঁটিনাটির বিষয়েও তাঁরা ওয়াকিবহাল ৷ ফলে ভিনেশের ‘না-পারা’ এবং অসাধ্যসাধনের বিষয় মাথাতে থাকলেও তা জাঁকিয়ে বসতে দেননি আমন ও তাঁর টিম ৷ সারারাত ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন ৷ শেষ পর্যন্ত ভোর 4.30-এ দেখা যায়, আমনের ওজন 56.9 কেজি ৷ প্রয়োজনের চেয়ে যা 100 গ্রাম কম ৷ দু’ঘণ্টা পর ম্যাটে নামেন শেরাওয়াত, উড়িয়ে দেন প্রতিপক্ষকে ৷

ওজন কমাতে কী করেছিলেন আমন ?

জগমান্দর সিং এবং বীরেন্দর দাহিয়া ৷ ছয় সদস্যের কুস্তি দলের দুই সিনিয়র ভারতীয় কোচ ৷ দু’জনেই ভিনেশের ভুলের পূনরাবৃত্তি করতে চাননি ৷ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ জাপানের রেই হিগুচির কাছে সেমিফাইনালে হেরে যান 21 বছর বয়সি আমান ৷ ফলে ব্রোঞ্জের লড়াইয়ে নামার জন্য হাতে নষ্ট করার মতো সময় ছিল না ৷

অতিরিক্ত ওজন কমানোর প্রচেষ্টা শুরু হয় দেড় ঘণ্টার ম্যাট সেশনের মাধ্যমে ৷ তার পরে একঘণ্টা ধরে চলে ‘হট-বাথ’ সেশন ৷ দুপুর 12.30 নাগাদ একঘণ্টা ট্রেডমিলে হাঁটেন আমন ৷ 30 মিনিটের বিশ্রামের পর চলে 5 মিনিটের সনা (Sauna) স্নানের পাঁচটি সেশন । তারপরেও আমনের ওজন প্রায় 900 গ্রাম বেশি ছিল । তাঁকে দফায় দফায় ম্যাসাজ দেওয়া হয় ৷

শেষে পালা করে জগিং করতে শুরু করেন শেরাওয়াত ৷ 15 মিনিটের 5টি সেশন চলে । সেশনগুলির মাঝে তাঁকে লেবু এবং মধু দিয়ে হালকা গরম জল এবং খানিকটা কফি দেওয়া হয়েছিল হয়েছিল । সারারাত ঘুমাতেও দেওয়া হয়নি ৷ দুই কোচ জানিয়েছেন, গোটা রাত কুস্তির বিভিন্ন ভিডিয়ো দেখেছেন 21 বছরের পালোয়ান ৷ ভোর 4:30 নাগাদ আমনের ওজন গিয়ে দাঁড়ায় 56.9 কেজি ৷ প্রয়োজনীয় 57 কেজির থেকে 100 গ্রাম কম ।

সমস্ত কঠোর পরিশ্রম সার্থক হয় দু’ঘণ্টা পর ৷ প্রেমের শহরের স্থানীয় সময় সকাল 6.30 মিনিট নাগাদ ৷ পুয়ের্তো রিকোর ড্যারিয়ান ক্রুজকে হারিয়ে ভারতের সর্বকনিষ্ঠ হিসেবে অলিম্পিক্স মেডেল গলায় ঝোলান হরিয়ানার পালোয়ান ৷

Last Updated : Aug 10, 2024, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.