ETV Bharat / sports

টি-20 ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান, ব্যাট হাতে উজ্জ্বল 'চিরকুমার' কার্তিক - IPL 2024 - IPL 2024

IPL 2024: আইপিএল কেন বিশ্বের সেরা ক্রিকেট লিগ, তা সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরও একবার প্রমাণ হয়ে গেল ৷ সানরাইজার্স হায়দরাবাদের 287 রানের রেকর্ড রান তাড়া করতে নেমে 20 ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 7 উইকেট হারিয়ে 262 রান তুলেছে ৷ আরসিবি 25 রানে হারলেও ব্যাট হাতে কেরামতি দেখান 38 বছরের 'চিরকুমার' কার্তিক ৷

Image Courtesy: IPL X
Image Courtesy: IPL X
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 11:19 AM IST

Updated : Apr 16, 2024, 2:00 PM IST

বেঙ্গালুরু, 16 এপ্রিল: ওয়াংখেড়েতে যখন একের পর এক বাউন্ডারি মারছিলেন দীনেশ কার্তিক, তখন রোহিত শর্মা তাঁকে খোঁচা দিয়ে বলেছিলেন, "বিশ্বকাপ আসছে, সাবাশ তোকে খেলতে হবে ৷ চালিয়ে যা, চালিয়ে যা ৷" সেদিন রোহিতের কথায় যেন একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছেন 38-এর দীনেশ কার্তিক ৷ চিন্নাস্বামীতে 288 রান তাড়া করতে নেমে 238 স্ট্রাইকরেটে 35 বলে 83 রানের বিধ্বংসী ইনিংস খেললেন 'চিরকুমার' কার্তিক ৷

হ্যাঁ, চিরকুমারই বটে ৷ যেখানে 20-25 বছরের তরুণ ক্রিকেটাররা 288 রানের পাহাড়ের চাপে ব্যাটে-বলে করতে হিমশিম খাচ্ছিলেন ৷ সেখানে আটত্রিশের কার্তিক লং-অন, লং-অফ, স্কোয়ার বাউন্ডারি, মাঠের একটি কোনা ছাড়লেন না চার-ছয় মারার জন্য ৷ পাঁচটি বাউন্ডারি ও 7টি ওভার-বাউন্ডারিতে 83 রানের ইনিংস সাজিয়ে ছিলেন তিনি ৷ এমনকি কার্তিক যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ আইপিএল ইতিহাসের সর্বোচ্চ টিম টোটাল তাড়া করার লড়াইয়ে টিকে ছিল আরসিবি ৷

আর এই কার্তিকের ইনিংসের দৌলতে, টি-20 ক্রিকেটের ইতিহাসে ম্যাচে সর্বাধিক রান উঠল ৷ সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে 40 ওভারের খেলায় উইকেট পড়েছে মাত্র 10টি ৷ আর দুই দলের স্কোর কার্ড মিলিয়ে রান উঠেছে 549 ৷ যা টি-20 ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনও হয়নি ৷ উল্লেখ্য, 2013 সালে পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে এই আরসিবি দল 263 রান তুলেছিল ৷ যে ম্যাচে ক্রিস গেইল 175 রানের ইনিংস খেলেছিলেন ৷ সেই রান 2024 মরশুমের আগে পর্যন্ত নিরাপদ বলে মনে হচ্ছিল ৷

সানরাইজার্স হায়দরাবাদ চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 277 রান তুলে ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড গড়ে ৷ এর কয়েকদিন পর কলকাতা নাইট রাইডার্স 272 রান তোলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৷ শেষবেলায় রাসেল এবং রিঙ্কু আউট না-হলে হায়দরাবাদের রের্কড সেদিনই ভেঙে যেত ৷ কিন্তু, ক্রিকেট দেবতার ইচ্ছেটা অন্য ছিল ৷ তাই এসআরএইচ-এর হাতেই তাদেরই রেকর্ড ভাঙল ৷ 287 রানের নতুন রেকর্ড গড়লেন ট্রাভিস হেড-হেনরিক ক্লাসেনরা ৷ আর সেই রান তাড়া করতে নেমে আরসিবি 262 রান তুলে দিল ৷ বিরাটরা 25 রানে ম্যাচ হারলেও বুড়ো হাড়ে ভেলকি দেখান কার্তিক ৷

টি-20 ক্রিকেটে এর আগে কোন দলের সর্বাধিক রানের রেকর্ড রয়েছে নেপালের নামে ৷ 2023 সেপ্টেম্বরে এশিয়াডে মোঙ্গোলিয়ার বিরুদ্ধে 3 উইকেট হারিয়ে 314 রান তুলেছিল নেপাল ৷ যে ম্যাচ 273 রানে জেতে ভারতের প্রতিবেশী দেশ ৷ রানের নিরিখে এটিও টি-20 ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয় ৷

আরও পড়ুন:

  1. লিগ টপারদের সরিয়ে ঘরের মাঠে আজ শীর্ষে ওঠার লড়াই নাইটদের
  2. এবার 287-র ইতিহাস হায়দরাবাদেরই, ট্র্যাভিস হেডের ব্যাটে রানের পাহাড়ের সামনে বেঙ্গালুরু
  3. রোহিতের সেঞ্চুরি ফিকে করে ওয়াংখেড়েতে 'আইপিএল ক্লাসিকো' জয় চেন্নাইয়ের

বেঙ্গালুরু, 16 এপ্রিল: ওয়াংখেড়েতে যখন একের পর এক বাউন্ডারি মারছিলেন দীনেশ কার্তিক, তখন রোহিত শর্মা তাঁকে খোঁচা দিয়ে বলেছিলেন, "বিশ্বকাপ আসছে, সাবাশ তোকে খেলতে হবে ৷ চালিয়ে যা, চালিয়ে যা ৷" সেদিন রোহিতের কথায় যেন একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছেন 38-এর দীনেশ কার্তিক ৷ চিন্নাস্বামীতে 288 রান তাড়া করতে নেমে 238 স্ট্রাইকরেটে 35 বলে 83 রানের বিধ্বংসী ইনিংস খেললেন 'চিরকুমার' কার্তিক ৷

হ্যাঁ, চিরকুমারই বটে ৷ যেখানে 20-25 বছরের তরুণ ক্রিকেটাররা 288 রানের পাহাড়ের চাপে ব্যাটে-বলে করতে হিমশিম খাচ্ছিলেন ৷ সেখানে আটত্রিশের কার্তিক লং-অন, লং-অফ, স্কোয়ার বাউন্ডারি, মাঠের একটি কোনা ছাড়লেন না চার-ছয় মারার জন্য ৷ পাঁচটি বাউন্ডারি ও 7টি ওভার-বাউন্ডারিতে 83 রানের ইনিংস সাজিয়ে ছিলেন তিনি ৷ এমনকি কার্তিক যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ আইপিএল ইতিহাসের সর্বোচ্চ টিম টোটাল তাড়া করার লড়াইয়ে টিকে ছিল আরসিবি ৷

আর এই কার্তিকের ইনিংসের দৌলতে, টি-20 ক্রিকেটের ইতিহাসে ম্যাচে সর্বাধিক রান উঠল ৷ সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে 40 ওভারের খেলায় উইকেট পড়েছে মাত্র 10টি ৷ আর দুই দলের স্কোর কার্ড মিলিয়ে রান উঠেছে 549 ৷ যা টি-20 ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনও হয়নি ৷ উল্লেখ্য, 2013 সালে পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে এই আরসিবি দল 263 রান তুলেছিল ৷ যে ম্যাচে ক্রিস গেইল 175 রানের ইনিংস খেলেছিলেন ৷ সেই রান 2024 মরশুমের আগে পর্যন্ত নিরাপদ বলে মনে হচ্ছিল ৷

সানরাইজার্স হায়দরাবাদ চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 277 রান তুলে ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড গড়ে ৷ এর কয়েকদিন পর কলকাতা নাইট রাইডার্স 272 রান তোলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৷ শেষবেলায় রাসেল এবং রিঙ্কু আউট না-হলে হায়দরাবাদের রের্কড সেদিনই ভেঙে যেত ৷ কিন্তু, ক্রিকেট দেবতার ইচ্ছেটা অন্য ছিল ৷ তাই এসআরএইচ-এর হাতেই তাদেরই রেকর্ড ভাঙল ৷ 287 রানের নতুন রেকর্ড গড়লেন ট্রাভিস হেড-হেনরিক ক্লাসেনরা ৷ আর সেই রান তাড়া করতে নেমে আরসিবি 262 রান তুলে দিল ৷ বিরাটরা 25 রানে ম্যাচ হারলেও বুড়ো হাড়ে ভেলকি দেখান কার্তিক ৷

টি-20 ক্রিকেটে এর আগে কোন দলের সর্বাধিক রানের রেকর্ড রয়েছে নেপালের নামে ৷ 2023 সেপ্টেম্বরে এশিয়াডে মোঙ্গোলিয়ার বিরুদ্ধে 3 উইকেট হারিয়ে 314 রান তুলেছিল নেপাল ৷ যে ম্যাচ 273 রানে জেতে ভারতের প্রতিবেশী দেশ ৷ রানের নিরিখে এটিও টি-20 ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয় ৷

আরও পড়ুন:

  1. লিগ টপারদের সরিয়ে ঘরের মাঠে আজ শীর্ষে ওঠার লড়াই নাইটদের
  2. এবার 287-র ইতিহাস হায়দরাবাদেরই, ট্র্যাভিস হেডের ব্যাটে রানের পাহাড়ের সামনে বেঙ্গালুরু
  3. রোহিতের সেঞ্চুরি ফিকে করে ওয়াংখেড়েতে 'আইপিএল ক্লাসিকো' জয় চেন্নাইয়ের
Last Updated : Apr 16, 2024, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.