ETV Bharat / sports

উইম্বলডনে পুরুষদের ডাবলসে জয় অবাছাই হেনরি প্যাটেন-হ্যারি হেলিওভারা জুটির - WIMBLEDON 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 11:49 AM IST

Updated : Jul 14, 2024, 12:19 PM IST

Wimbledon Men's Doubles Final: উইম্বলডনে পুরুষদের ডাবলসে জিতল অবাছাই হেনরি প্যাটেন ও হ্যারি হেলিওভারা জুটি ৷ তিনটি সেটের নিষ্পত্তিই হয়েছে টাইব্রেকারে ৷ খেলার ফল 6-7(7), 7-6(8), 7-6(11-9) ৷

ETV BHARAT
উইম্বলডনে পুরুষদের ডাবলস খেতাবজয়ী জুটি (ছবি: উইম্বলডন)

লন্ডন, 14 জুলাই: উইম্বলডনে পুরুষদের ডাবলস খেতাব জিতে নিলেন অবাছাই জুটি ব্রিটেনের হেনরি প্যাটেন এবং ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা ৷ শনিবারের ফাইনালে তাঁরা অস্ট্রেলিয়ান ম্যাক্স পার্সেল এবং জর্ডন থম্পসনকে পরাজিত করেন ৷ খেলার ফল বিজয়ী জুটির পক্ষে 6-7(7), 7-6(8), 7-6(11-9) ৷

শীর্ষ 16-এ না-থাকা প্যাটেন ও হেলিওভারার জুটি মাত্র তিন মাস আগে একসঙ্গে খেলতে শুরু করেন ৷ তবে উইম্বলডনের আসরে ব়্যাংকে বাছাই করা জুটিকে হারিয়ে তাঁরা ফাইনালে অস্ট্রেলিয়ানদের মুখোমুখি হয়েছিলেন ৷ অপরদিকে, শীর্ষ বাছাই মার্সেল গ্রানোলার এবং হোরাসিও জেবালোসকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন অজিরা ৷

উল্লেখ্য, ফাইনাল ম্যাচে একটি সার্ভিসও ব্রেক হয়নি ৷ প্রতিটি সেটের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারের মাধ্যমে ৷ প্রথম সেট 6-7-এ জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটের টাইব্রেকারে জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল অজি জুটি ৷ তবে সেই সেটে প্যাটেন এবং হেলিওভারা তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে সেটটি জিতে নেন 7-6-এ ৷ ফলে নির্ধারক আরও একটি সেটে খেলাকে এগিয়ে নিয়ে যান তাঁরা ৷ কোর্টে প্রায় তিন ঘণ্টা থাকার পর, তৃতীয় সেটটিও টাইব্রেকারে জিতে নিয়ে মহাকাব্যিক ম্যাচে জয়লাভ করে প্যাটেন-হেলিওভারা জুটি ৷ সেন্টার কোর্টের দর্শকরা তাঁদের আগ্রাসী মনোভাবের ভূয়সী প্রশংসা করেন ৷

জয়ের পর প্যাটেন বলেন, "আপনারা সবাই দারুণ ৷ আমি সত্যিই কি ঘটেছে মনে করতে পারেন না ৷ আমি নিশ্চিত হ্যারিরও একই অবস্থা ৷" প্যাটেন এর আগে কখনও কোনও গ্র্যান্ড স্ল্যামে তৃতীয় রাউন্ডও অতিক্রম করেননি ৷ আর হেলিওভারা দুটি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ৷ এই জয়ের পর আবেগকে চেপে রাখতে পারেননি প্যাটেন ৷ ভেজা চোখে তিনি বলেন, "আমি স্বীকার করে নিচ্ছি আমরা আজ কিছুটা ভাগ্যবান হয়েছি ৷ কিন্তু কখনও কখনও টেনিস ম্যাচ জেতার জন্য আমাদের ভাগ্যের প্রয়োজন হয়...কান্না সব বলে দেয়, এটা খুবই আবেগপূর্ণ ৷"

রুদ্ধশ্বাস প্রথম সেটে অস্ট্রেলিয়ান জুটি সার্ভের ক্ষেত্রে কার্যত অপ্রতিরোধ্য ছিল, তারা মাত্র দুটি পয়েন্ট হারিয়েছিল ৷ কিন্তু প্যাটেন এবং হেলিওভারাও একচুল জায়গা ছাড়েনি ৷ টাইব্রেকে প্রাথমিকভাবে পার্সেল এবং থম্পসন এগিয়ে গিয়েছিলেন ৷ বেশ কিছু ভুল করে ফেলে ব্রিটিশ-ফিনিশ জুটি ৷ তারা অস্ট্রেলিয়ানদের পাঁচটি সেট পয়েন্ট দিয়ে ফেলে ৷ প্যাটেন চারটি সেট পয়েন্ট বাঁচাতে গিয়ে চাপে পড়ে যান । কিন্তু পার্সেল এবং থম্পসন ফের ছন্দে ফেরেন এবং সেটটি জিতে নেন ৷ তবে দ্বিতীয় ও তৃতীয় সেট টাইব্রেকারে জিতে নিয়ে খেতাব পকেটে পুরে নেয় প্যাটেন-হেলিওভারা জুটি ৷

লন্ডন, 14 জুলাই: উইম্বলডনে পুরুষদের ডাবলস খেতাব জিতে নিলেন অবাছাই জুটি ব্রিটেনের হেনরি প্যাটেন এবং ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা ৷ শনিবারের ফাইনালে তাঁরা অস্ট্রেলিয়ান ম্যাক্স পার্সেল এবং জর্ডন থম্পসনকে পরাজিত করেন ৷ খেলার ফল বিজয়ী জুটির পক্ষে 6-7(7), 7-6(8), 7-6(11-9) ৷

শীর্ষ 16-এ না-থাকা প্যাটেন ও হেলিওভারার জুটি মাত্র তিন মাস আগে একসঙ্গে খেলতে শুরু করেন ৷ তবে উইম্বলডনের আসরে ব়্যাংকে বাছাই করা জুটিকে হারিয়ে তাঁরা ফাইনালে অস্ট্রেলিয়ানদের মুখোমুখি হয়েছিলেন ৷ অপরদিকে, শীর্ষ বাছাই মার্সেল গ্রানোলার এবং হোরাসিও জেবালোসকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন অজিরা ৷

উল্লেখ্য, ফাইনাল ম্যাচে একটি সার্ভিসও ব্রেক হয়নি ৷ প্রতিটি সেটের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারের মাধ্যমে ৷ প্রথম সেট 6-7-এ জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটের টাইব্রেকারে জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল অজি জুটি ৷ তবে সেই সেটে প্যাটেন এবং হেলিওভারা তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে সেটটি জিতে নেন 7-6-এ ৷ ফলে নির্ধারক আরও একটি সেটে খেলাকে এগিয়ে নিয়ে যান তাঁরা ৷ কোর্টে প্রায় তিন ঘণ্টা থাকার পর, তৃতীয় সেটটিও টাইব্রেকারে জিতে নিয়ে মহাকাব্যিক ম্যাচে জয়লাভ করে প্যাটেন-হেলিওভারা জুটি ৷ সেন্টার কোর্টের দর্শকরা তাঁদের আগ্রাসী মনোভাবের ভূয়সী প্রশংসা করেন ৷

জয়ের পর প্যাটেন বলেন, "আপনারা সবাই দারুণ ৷ আমি সত্যিই কি ঘটেছে মনে করতে পারেন না ৷ আমি নিশ্চিত হ্যারিরও একই অবস্থা ৷" প্যাটেন এর আগে কখনও কোনও গ্র্যান্ড স্ল্যামে তৃতীয় রাউন্ডও অতিক্রম করেননি ৷ আর হেলিওভারা দুটি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ৷ এই জয়ের পর আবেগকে চেপে রাখতে পারেননি প্যাটেন ৷ ভেজা চোখে তিনি বলেন, "আমি স্বীকার করে নিচ্ছি আমরা আজ কিছুটা ভাগ্যবান হয়েছি ৷ কিন্তু কখনও কখনও টেনিস ম্যাচ জেতার জন্য আমাদের ভাগ্যের প্রয়োজন হয়...কান্না সব বলে দেয়, এটা খুবই আবেগপূর্ণ ৷"

রুদ্ধশ্বাস প্রথম সেটে অস্ট্রেলিয়ান জুটি সার্ভের ক্ষেত্রে কার্যত অপ্রতিরোধ্য ছিল, তারা মাত্র দুটি পয়েন্ট হারিয়েছিল ৷ কিন্তু প্যাটেন এবং হেলিওভারাও একচুল জায়গা ছাড়েনি ৷ টাইব্রেকে প্রাথমিকভাবে পার্সেল এবং থম্পসন এগিয়ে গিয়েছিলেন ৷ বেশ কিছু ভুল করে ফেলে ব্রিটিশ-ফিনিশ জুটি ৷ তারা অস্ট্রেলিয়ানদের পাঁচটি সেট পয়েন্ট দিয়ে ফেলে ৷ প্যাটেন চারটি সেট পয়েন্ট বাঁচাতে গিয়ে চাপে পড়ে যান । কিন্তু পার্সেল এবং থম্পসন ফের ছন্দে ফেরেন এবং সেটটি জিতে নেন ৷ তবে দ্বিতীয় ও তৃতীয় সেট টাইব্রেকারে জিতে নিয়ে খেতাব পকেটে পুরে নেয় প্যাটেন-হেলিওভারা জুটি ৷

Last Updated : Jul 14, 2024, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.