কলকাতা, 5 ডিসেম্বর: প্র্যাকটিসে অনুপস্থিত হেক্টর ইউস্তে । শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ন’নম্বর ম্যাচ খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গল । তার আগে অনুশীলনে হেক্টর ইউস্তের না-থাকা ফের চোট সমস্যা ফের জল্পনা তৈরি করল । কিন্তু অস্কার ব্রুঁজো বলছেন, টানা ম্যাচের ক্লান্তি থেকে বিশ্রাম দিতেই হেক্টর ছিলেন না ।
ইস্টবেঙ্গলে কার্ড সমস্যার ভ্রুকুটি রয়েছে । হিজাজি মাহের, হেক্টর ইউস্তে, সাউল ক্রেসপো এবং ক্লেইটন সিলভা তিনটি করে কার্ড দেখে রয়েছেন । ফলে চেন্নাইয়িন এফসি ম্যাচে এই চারজনের যেকোনও একজন কার্ড দেখলেই পরের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে না । অস্কার ব্রুঁজো বলছেন, ফুটবলারদের কার্ড দেখা নিয়ে তিনি চিন্তিত নন । কারণ ফুটবলে এটা স্বাভাবিক ঘটনা । তাঁর বদলে যে আসবে তাঁর ওপর নিজেকে প্রমাণের দায়িত্ব থাকবে ।
মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে চেন্নাইয়িন এফসির খেলা তিনি দেখে হোমওয়ার্ক সেরে রাখার কথাও জানিয়েছেন । প্র্যাকটিসে যথার্থ শিক্ষকের ভূমিকায় অস্কার ব্রুঁজো । ফুটবলারদের নিয়মমাফিক প্র্যাকটিসের আগে মিনিট পনেরো উইং থেকে সেন্টার পাঠানো হাতে-কলমে করে দেখালেন ইস্টবেঙ্গল কোচ ।
সব মিলিয়ে তেরোতম স্থান থেকে ওপরে ওঠার ম্যাচ শনিবার খেলতে নামবে ইস্টবেঙ্গল । কোচ বলছেন, বিষয়টি জানেন । নতুন ভূমিকায় খেলতে নেমে সফল জিকসন সিং। কোচের পাশে বসে জানিয়েছেন, নতুন ভূমিকা তিনি উপভোগ করেছেন । কোচ চাইলে ফের একই ভূমিকায় খেলতে আপত্তি নেই । সব মিলিয়ে নতুন লক্ষ্যে দৌড় শুরু করছে ইস্টবেঙ্গল । যার ইঙ্গিত হেডস্যরের কথায় ।