ETV Bharat / sports

রঞ্জিতে অলরাউন্ড পারফরম্যান্স, মুম্বই টেস্টের দলে ঢুকলেন নাইট ক্রিকেটার

রঞ্জিতে দুরন্ত পারফরম্যান্সের জেরে ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিলেন নাইট ক্রিকেটার ৷ মঙ্গলবার তাঁকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করল বিসিসিআই ৷ কে তিনি?

HARSHIT RANA IN KKR JERSEY
নাইট জার্সিতে হর্ষিত (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 29, 2024, 5:42 PM IST

মুম্বই, 29 অক্টোবর: অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে দুরন্ত পারফরম্য়ান্সের জের ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ অর্থাৎ মুম্বই টেস্টের দলে ডেকে নেওয়া হল দিল্লি ক্রিকেটার হর্ষিত রানাকে ৷ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ইনিংসে অসমের পাঁচ উইকেট-সহ ম্যাচে সাত উইকেট নেন গত মরশুমে কেকেআরের জার্সিতে সাড়া জাগানো ক্রিকেটার ৷ শুধু তাই নয়, দিল্লির হয়ে প্রথম ইনিংসে ব্য়াট হাতে গুরুত্বপূর্ণ অর্ধশতরানও করেন তিনি ৷ এই ম্যাচে 10 উইকেটে জয় তুলে নিয়েছে দিল্লি ৷

এরপরই মুম্বই টেস্টের দলে তাঁকে অন্তর্ভুক্ত করে নেওয়া হল হর্ষিতকে ৷ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম অসমের এই ম্য়াচ দেখতে হাজির ছিলেন সম্প্রতি জাতীয় নির্বাচক কমিটিতে জায়গা করে নেওয়া অজয় রাত্রা ৷ প্রাক্তন উইকেটরক্ষক স্টেডিয়ামে বসে নাইট ক্রিকেটারকে চাক্ষুষ করায় তড়িঘড়ি তাঁর দলে ডাক পড়ল বলে মনে করা হচ্ছে ৷ ওয়াংখেড়েতে নিয়মরক্ষার শেষ টেস্টে হর্ষিত একাদশে জায়গা করে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না ৷ কারণ, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে ড্রেস রিহার্সালটা ঘরের মাটিতেই হয়ে যাবে দিল্লি ক্রিকেটারের ৷

দিনকয়েক আগে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ঘোষিত 18 জনের দলে জায়গা করে নিয়েছিলেন হর্ষিত ৷ জাতীয় দলে এটাই তাঁর মেডেন কল-আপ ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা না-থাকলেও তাঁর অলরাউন্ড দক্ষতার জন্য দলে জায়গা করে নেন তিনি ৷ ক্য়াঙারুর দেশের আবহাওয়ায় হর্ষিতের সেই দক্ষতাকে উপযোগী বলে মনে হয়েছে নির্বাচকদের ৷ এরইমধ্যে অসমের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স অস্ট্রেলিয়া সফরের আগেই ভারতীয় স্কোয়াডে জায়গা দিল নাইট ক্রিকেটারকে ৷

ইতিমধ্যেই কানপুর এবং পুণে টেস্ট জিতে তিনম্যাচের সিরিজ মুঠোয় পুরে নিয়েছে নিউজিল্যান্ড ৷ অতএব, ওয়াংখেড়েতে 1 নভেম্বর শুরু হতে চলা তৃতীয় টেস্ট নিয়মরক্ষার নামান্তর ৷ তবে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের কথা মাথায় রেখে হোয়াইটওয়াশ রুখতে বদ্ধপরিকর থাকবে রোহিত শর্মার ভারত ৷ একইসঙ্গে ভারতীয় দল সামান্য কিছু পরীক্ষা-নিরীক্ষার পথেও হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে ৷

একনজরে মুম্বই টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড: রোহিত (অধিনায়ক), বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী, শুভমন, কোহলি, সরফরাজ, রাহুল, পন্ত (উইকেটরক্ষক), জুরেল (উইকেটরক্ষক), অশ্বিন, জাদেজা, অক্ষর, কুলদীপ, সিরাজ, আকাশদীপ, হর্ষিত ৷

মুম্বই, 29 অক্টোবর: অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে দুরন্ত পারফরম্য়ান্সের জের ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ অর্থাৎ মুম্বই টেস্টের দলে ডেকে নেওয়া হল দিল্লি ক্রিকেটার হর্ষিত রানাকে ৷ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ইনিংসে অসমের পাঁচ উইকেট-সহ ম্যাচে সাত উইকেট নেন গত মরশুমে কেকেআরের জার্সিতে সাড়া জাগানো ক্রিকেটার ৷ শুধু তাই নয়, দিল্লির হয়ে প্রথম ইনিংসে ব্য়াট হাতে গুরুত্বপূর্ণ অর্ধশতরানও করেন তিনি ৷ এই ম্যাচে 10 উইকেটে জয় তুলে নিয়েছে দিল্লি ৷

এরপরই মুম্বই টেস্টের দলে তাঁকে অন্তর্ভুক্ত করে নেওয়া হল হর্ষিতকে ৷ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম অসমের এই ম্য়াচ দেখতে হাজির ছিলেন সম্প্রতি জাতীয় নির্বাচক কমিটিতে জায়গা করে নেওয়া অজয় রাত্রা ৷ প্রাক্তন উইকেটরক্ষক স্টেডিয়ামে বসে নাইট ক্রিকেটারকে চাক্ষুষ করায় তড়িঘড়ি তাঁর দলে ডাক পড়ল বলে মনে করা হচ্ছে ৷ ওয়াংখেড়েতে নিয়মরক্ষার শেষ টেস্টে হর্ষিত একাদশে জায়গা করে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না ৷ কারণ, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে ড্রেস রিহার্সালটা ঘরের মাটিতেই হয়ে যাবে দিল্লি ক্রিকেটারের ৷

দিনকয়েক আগে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ঘোষিত 18 জনের দলে জায়গা করে নিয়েছিলেন হর্ষিত ৷ জাতীয় দলে এটাই তাঁর মেডেন কল-আপ ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা না-থাকলেও তাঁর অলরাউন্ড দক্ষতার জন্য দলে জায়গা করে নেন তিনি ৷ ক্য়াঙারুর দেশের আবহাওয়ায় হর্ষিতের সেই দক্ষতাকে উপযোগী বলে মনে হয়েছে নির্বাচকদের ৷ এরইমধ্যে অসমের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স অস্ট্রেলিয়া সফরের আগেই ভারতীয় স্কোয়াডে জায়গা দিল নাইট ক্রিকেটারকে ৷

ইতিমধ্যেই কানপুর এবং পুণে টেস্ট জিতে তিনম্যাচের সিরিজ মুঠোয় পুরে নিয়েছে নিউজিল্যান্ড ৷ অতএব, ওয়াংখেড়েতে 1 নভেম্বর শুরু হতে চলা তৃতীয় টেস্ট নিয়মরক্ষার নামান্তর ৷ তবে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের কথা মাথায় রেখে হোয়াইটওয়াশ রুখতে বদ্ধপরিকর থাকবে রোহিত শর্মার ভারত ৷ একইসঙ্গে ভারতীয় দল সামান্য কিছু পরীক্ষা-নিরীক্ষার পথেও হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে ৷

একনজরে মুম্বই টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড: রোহিত (অধিনায়ক), বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী, শুভমন, কোহলি, সরফরাজ, রাহুল, পন্ত (উইকেটরক্ষক), জুরেল (উইকেটরক্ষক), অশ্বিন, জাদেজা, অক্ষর, কুলদীপ, সিরাজ, আকাশদীপ, হর্ষিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.