ETV Bharat / sports

সময় বদলায়, অপমান বদলে যায় ভালোবাসায়; বোঝালেন পান্ডিয়া - Hardik Pandya Scripts History

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 5:47 PM IST

Updated : Jun 30, 2024, 6:15 PM IST

Hardik Pandya Performance in T20 World Cup: অপমান, ট্রোল, তাচ্ছিল্য ৷ কয়েকমাসে যা ভালোবাসায় বদলে দিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ দেশকে বিশ্বকাপ দিয়ে হয়ে উঠেছেন ‘ন্যাশনাল হিরো’ ৷ বুঝিয়েছেন, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে কী করে ফিরে আসতে হয় ৷

Hardik Pandya scripts History
অপমান বদলে যায় ভালোবাসায় (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 30 জুন: Your apology needs to be as loud as your disrespect was...

শনিবার রাতে ইংরেজি উদ্ধৃতিটিকে আরও প্রাসঙ্গিক করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ ভয়ংকর হয়ে ওঠা হেনরিখ ক্লাসেনকে ফিরিয়েছেন, শেষ ওভারে বল করতে এসে তুলে নিয়েছেন ডেভিড মিলারকে ৷ বার্বাডোজে ইতিহাস গড়েছেন বরোদার ক্রিকেটার ৷ বিশ্বকাপের প্রতি ম্যাচে বুঝিয়েছেন, ‘সময়ের সবচেয়ে ভালো দিক হল, সময় বদলে যায় ৷’

পিছিয়ে যেতে হবে মাত্র 4 মাস আগে ৷ মার্চের শুরুতে গুজরাত টাইটান্সের আইপিএলজয়ী ক্যাপ্টেন হার্দিককে দলে ফিরিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ অধিনায়কের চেয়ার ছাড়তে হয়েছিল রোহিত শর্মাকে ৷ 5টি ট্রফি দেওয়া অধিনায়ককে সরানো মেনে নিতে পারেননি সমর্থকরা ৷ শুধু মুম্বই ইন্ডিয়ান্স নয়, ‘মেন ইন ব্লু’ অধিনায়ককে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় বিক্ষোভ শুরু হয়েছিল ৷ টার্গেট ছিলেন, হার্দিক পান্ডিয়া ৷

আগুনে ঘি ঢেলেছিল হার্দিক ও স্ত্রী নাতাশা স্ট্যোঙ্কোভিচের ডিভোর্সের গুঞ্জন ৷ ফের সামনে আসে ‘কফি উইথ করণ’ বিতর্ক ৷ জনপ্রিয় টক শো’য়ে হার্দিকের ‘আজ ম্যায় কারকে আয়া’ মন্তব্য নিয়ে ট্রোলড হতে হয় পান্ডিয়া ব্রাদার্সের ছোট ভাইকে ৷ একসময় এক্সে ট্রেন্ডিং ছিল #ছাপরিও ৷ বিতর্ক আরও বাড়ে রোহিতের একটি ভিডিয়োতে ৷ ইডেনে কলকাতার বিরুদ্ধে খেলতে আসা রোহিতকে কেকেআরের ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে বলতে শোনা যায়, ‘‘এই দল (মুম্বই ইন্ডিয়ান্স) আমার হাতে তৈরি ৷ আমি এখানে পরের মরশুমে আর থাকব না ৷’’

আইপিএলের মাঝেই ভাইরাল হয় আরেকটি ভিডিয়ো ৷ রোহিতকে তিরিশ গজ সার্কেল ছেড়ে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার নির্দেশ দেন হার্দিক ৷ তাতে কার্যত অবাক হয়ে যান হিটম্যান ৷ আমেদাবাদে নিজের ঘরের মাঠে খেলতে যাওয়া হার্দিকের উদ্দেশে গ্যালারি থেকে ধেয়ে আসে কটূক্তি ৷ শেষ পর্যন্ত আইপিএল থেকে মুম্বইয়ে ছিটকে যাওয়ার দায়ও চাপানো হয় অধিনায়কের কাঁধেই ৷ তার মাঝেই ঘোষণা করা হয় টি-20 বিশ্বকাপের দল ৷ 29 মে মার্কিন মুলুক থেকে অনুশীলনের ছবি পোস্ট করেন হার্দিক ৷ ‘ওন ন্যাশনাল ডিউটি’ ক্যাপশন দেওয়া ওই পোস্টেও ধেয়ে আসে কটূক্তি ৷ ঠিক একমাসের মাথায় যা কার্যত অতীত ৷

ফাইনালেj শেষ ওভারে জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল 16 রান ৷ ক্রিজে ডেভিড ‘কিলার’ মিলার ৷ রোহিতের সেরা তূণ জসপ্রীত বুমরার ওভারের কোটা শেষ ৷ স্পিনিং অ্যাটাক চূড়ান্ত ফ্লপ ৷ 94 রান খরচ করে প্রোটিয়াদের কাজ আরও সহজ করে দিয়েছেন কুলদীপ যাদব-অক্ষর প্যাটেল ৷ শেষ পর্যন্ত হার্দিকের হাতেই দলকে জেতানোর ভার তুলে দেন রোহিত ৷ প্রথম লো-ফুলটস বলেই মিলারকে ফেরান হার্দিক ৷ বাউন্ডারি লাইনে অসাধারণ ক্যাচ নেন সূর্যকুমার যাদব ৷ যাকে মুম্বই দলে রোহিতপন্থী এবং হার্দিকের অ্যান্টি-লবি বলে গুঞ্জন ছড়িয়েছিল আইপিএল’কালে ৷ শেষ পর্যন্ত পান্ডিয়া খরচ করলেন 8 রান ৷ 7 রানে চতুর্থ বিশ্বকাপ ঘরে তুলল টিম ইন্ডিয়া ৷

বিশ্বকাপ জেতানো পান্ডিয়া এখন ‘ন্যাশনাল হিরো’ ৷ বিশ্বকাপ জেতানো হার্দিককে রোহিতের চুমু খাওয়া বা দুই সতীর্থের চোখে জল নিয়ে জড়িয়ে ধরা, হার্দিক-রোহিতের ‘ব্রো-কোড’ এখন এক্সে ট্রেন্ডিং টপিক ৷

ক্রিকেট মহলে হার্দিক পরিচিত ‘কুং ফু পান্ডা’ নামে ৷ আমেরিকান কমেডি সোপের ভিত চিনের একটি মার্শাল আর্ট, কুং ফু ৷ এটি অভ্যাসে শুধু আত্মরক্ষাই নয়, শেখানো হয় কোনও কিছু অর্জন করতে গেলে দরকার তিনটি জিনিসের ৷ ধৈর্য, শক্তি এবং সময় ৷ গত কয়েকমাসে যা বুঝিয়েছেন হার্দিক ৷ চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে কী করে মূলস্রোতে ফিরতে হয় ৷ শিখরে উঠে শিকড় আরও গভীরে পৌঁছে দিতে হয় ৷

হায়দরাবাদ, 30 জুন: Your apology needs to be as loud as your disrespect was...

শনিবার রাতে ইংরেজি উদ্ধৃতিটিকে আরও প্রাসঙ্গিক করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ ভয়ংকর হয়ে ওঠা হেনরিখ ক্লাসেনকে ফিরিয়েছেন, শেষ ওভারে বল করতে এসে তুলে নিয়েছেন ডেভিড মিলারকে ৷ বার্বাডোজে ইতিহাস গড়েছেন বরোদার ক্রিকেটার ৷ বিশ্বকাপের প্রতি ম্যাচে বুঝিয়েছেন, ‘সময়ের সবচেয়ে ভালো দিক হল, সময় বদলে যায় ৷’

পিছিয়ে যেতে হবে মাত্র 4 মাস আগে ৷ মার্চের শুরুতে গুজরাত টাইটান্সের আইপিএলজয়ী ক্যাপ্টেন হার্দিককে দলে ফিরিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ অধিনায়কের চেয়ার ছাড়তে হয়েছিল রোহিত শর্মাকে ৷ 5টি ট্রফি দেওয়া অধিনায়ককে সরানো মেনে নিতে পারেননি সমর্থকরা ৷ শুধু মুম্বই ইন্ডিয়ান্স নয়, ‘মেন ইন ব্লু’ অধিনায়ককে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় বিক্ষোভ শুরু হয়েছিল ৷ টার্গেট ছিলেন, হার্দিক পান্ডিয়া ৷

আগুনে ঘি ঢেলেছিল হার্দিক ও স্ত্রী নাতাশা স্ট্যোঙ্কোভিচের ডিভোর্সের গুঞ্জন ৷ ফের সামনে আসে ‘কফি উইথ করণ’ বিতর্ক ৷ জনপ্রিয় টক শো’য়ে হার্দিকের ‘আজ ম্যায় কারকে আয়া’ মন্তব্য নিয়ে ট্রোলড হতে হয় পান্ডিয়া ব্রাদার্সের ছোট ভাইকে ৷ একসময় এক্সে ট্রেন্ডিং ছিল #ছাপরিও ৷ বিতর্ক আরও বাড়ে রোহিতের একটি ভিডিয়োতে ৷ ইডেনে কলকাতার বিরুদ্ধে খেলতে আসা রোহিতকে কেকেআরের ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে বলতে শোনা যায়, ‘‘এই দল (মুম্বই ইন্ডিয়ান্স) আমার হাতে তৈরি ৷ আমি এখানে পরের মরশুমে আর থাকব না ৷’’

আইপিএলের মাঝেই ভাইরাল হয় আরেকটি ভিডিয়ো ৷ রোহিতকে তিরিশ গজ সার্কেল ছেড়ে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার নির্দেশ দেন হার্দিক ৷ তাতে কার্যত অবাক হয়ে যান হিটম্যান ৷ আমেদাবাদে নিজের ঘরের মাঠে খেলতে যাওয়া হার্দিকের উদ্দেশে গ্যালারি থেকে ধেয়ে আসে কটূক্তি ৷ শেষ পর্যন্ত আইপিএল থেকে মুম্বইয়ে ছিটকে যাওয়ার দায়ও চাপানো হয় অধিনায়কের কাঁধেই ৷ তার মাঝেই ঘোষণা করা হয় টি-20 বিশ্বকাপের দল ৷ 29 মে মার্কিন মুলুক থেকে অনুশীলনের ছবি পোস্ট করেন হার্দিক ৷ ‘ওন ন্যাশনাল ডিউটি’ ক্যাপশন দেওয়া ওই পোস্টেও ধেয়ে আসে কটূক্তি ৷ ঠিক একমাসের মাথায় যা কার্যত অতীত ৷

ফাইনালেj শেষ ওভারে জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল 16 রান ৷ ক্রিজে ডেভিড ‘কিলার’ মিলার ৷ রোহিতের সেরা তূণ জসপ্রীত বুমরার ওভারের কোটা শেষ ৷ স্পিনিং অ্যাটাক চূড়ান্ত ফ্লপ ৷ 94 রান খরচ করে প্রোটিয়াদের কাজ আরও সহজ করে দিয়েছেন কুলদীপ যাদব-অক্ষর প্যাটেল ৷ শেষ পর্যন্ত হার্দিকের হাতেই দলকে জেতানোর ভার তুলে দেন রোহিত ৷ প্রথম লো-ফুলটস বলেই মিলারকে ফেরান হার্দিক ৷ বাউন্ডারি লাইনে অসাধারণ ক্যাচ নেন সূর্যকুমার যাদব ৷ যাকে মুম্বই দলে রোহিতপন্থী এবং হার্দিকের অ্যান্টি-লবি বলে গুঞ্জন ছড়িয়েছিল আইপিএল’কালে ৷ শেষ পর্যন্ত পান্ডিয়া খরচ করলেন 8 রান ৷ 7 রানে চতুর্থ বিশ্বকাপ ঘরে তুলল টিম ইন্ডিয়া ৷

বিশ্বকাপ জেতানো পান্ডিয়া এখন ‘ন্যাশনাল হিরো’ ৷ বিশ্বকাপ জেতানো হার্দিককে রোহিতের চুমু খাওয়া বা দুই সতীর্থের চোখে জল নিয়ে জড়িয়ে ধরা, হার্দিক-রোহিতের ‘ব্রো-কোড’ এখন এক্সে ট্রেন্ডিং টপিক ৷

ক্রিকেট মহলে হার্দিক পরিচিত ‘কুং ফু পান্ডা’ নামে ৷ আমেরিকান কমেডি সোপের ভিত চিনের একটি মার্শাল আর্ট, কুং ফু ৷ এটি অভ্যাসে শুধু আত্মরক্ষাই নয়, শেখানো হয় কোনও কিছু অর্জন করতে গেলে দরকার তিনটি জিনিসের ৷ ধৈর্য, শক্তি এবং সময় ৷ গত কয়েকমাসে যা বুঝিয়েছেন হার্দিক ৷ চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে কী করে মূলস্রোতে ফিরতে হয় ৷ শিখরে উঠে শিকড় আরও গভীরে পৌঁছে দিতে হয় ৷

Last Updated : Jun 30, 2024, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.