বার্বাডোজ, 30 জুন: সদ্য সমাপ্ত হওয়া আইপিএলটা কেটেছে দুঃস্বপ্নে ৷ তাঁর উপর আবার মুম্বই ইন্ডিয়ান্সের 'গুরু' দায়িত্ব ছিল ৷ রোহিতকে সরিয়ে দেওয়া নিয়ে কম বিতর্ক তাঁকে নিয়ে দানা বাঁধেনি ৷ তারপর তো তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলেছে ৷ তবে এসবকিছুর ওপরে বার্বাডোজের মাটিতে সহঅধিনায়ক হার্দিককে জড়িয়ে ধরে অধিনায়ক রোহিতের চুমু খাওয়া ৷ গতকাল হার্দিকের বলই ম্যাচের টার্নিং পয়েন্ট ৷ ম্যাচ শেষে তিনি একাধিক প্রশ্নের জবাব দিলেন ৷
দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করে সহঅধিনায়ক বলেন, "শেষ ছয় মাসে আমার সঙ্গে যা হয়েছে, সেই সময় আমি একটা কথাও বলিনি। আমার সঙ্গে অন্যায় হয়েছে । হার্দিক পান্ডিয়া কে তা না-জেনেই অনেক কথা হয়েছে ৷ তবে আমি মানি, মুখে জবাব দেওয়ার দরকার নেই ৷ পরিস্থিতি, সময় সবকিছুর উত্তর দেয় ৷ আর এরকম একটা সুযোগই এই মুহূর্তটাকে আরও স্পেশাল করে তুলেছে।" দেশকে খেতাব জেতানো কেমন লাগছে? হার্দিকের উত্তর, "আমার জন্য অত্যন্ত আবেগের মুহূর্ত। কোনও একটা বিষয় ঠিকঠাক হচ্ছিল না। কিন্তু এই বিশ্বকাপটা দেশের সবাই চাইছিলাম।"
বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন তারকা অলরাউন্ডার। পাশাপাশি মুখ খুলেছেন 'রো-কো' জুটির আন্তর্জাতিক ম্যাচে অবসর নেওয়া নিয়ে ৷ রোহিত-বিরাটকে নিয়ে হার্দিকের সংযোজন, "আমরা সবাই এই দুই কিংবদন্তিকে মিস করব, তবে আমরা তাঁদের এর চেয়ে ভালো বিদায় দিতে পারতাম না।" বিশ্বকাপের ফাইনালের সঙ্গেই গতকাল মেয়াদ শেষ হয় কোচ দ্রাবিড়ের। হার্দিক বলেন, "ওঁর জন্য ভীষণ ভালো লাগছে। উনি একজন দুর্ধর্ষ ব্যক্তি। ওঁর অধীনে খেলতে পারার প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। এভাবে ওঁকে বিদায় জানাতে পারাটা চমৎকার। সমস্ত সাপোর্ট স্টাফদের জন্যও ভালো লাগছে।"
For all of India, for all the work we’ve put over years and years. There are no words, there are only emotions! Love this team, love playing for my country! No greater joy than winning for my country! Champions of the world 🇮🇳🇮🇳🇮🇳🏆🏆 Jai Hind! pic.twitter.com/TZTbW6i4gK
— hardik pandya (@hardikpandya7) June 29, 2024
এদিন নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, "সবটা ভারতের জন্য ৷ কোনও শব্দ নেই, আছে শুধু আবেগ! এই দলকে ভালোবাসি, আমরা দেশের জন্য খেলতে ভালোবাসি! আমার দেশের জন্য জয়ের চেয়ে বড় আনন্দ আর নেই! বিশ্বের চ্যাম্পিয়ন আমরা ৷ জয় হিন্দ ৷