মুম্বই, 21 জুলাই: পারস্পরিক সমঝোতায় নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা করেছেন হার্দিক পাণ্ডিয়া ৷ যদিও ক্রিকেটারের সঙ্গে বিদেশি মডেলের বিচ্ছেদের গুঞ্জন চলছিল অনেকদিন বেশ কিছুদিন ধরেই ৷ বৃহস্পতিবার দু'জনেই সোশালে পোস্ট করে জানিয়ে দিয়েছেন তাঁরা এখন আলাদা ৷ এরপরই নেটপাড়ায় নতুন জুটি হিসাবে তকমা পেলেন হার্দিক পাণ্ডিয়া ও অনন্যা পাণ্ডে ৷ কী এমন করলেন তাঁরা?
অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে চাঙ্কি-কন্যা অনন্যা পাণ্ডের সঙ্গে কোমর দুলিয়ে নজর কাড়েন হার্দিক পাণ্ডিয়া ৷ এবার সোশাল মিডিয়ায় একে অপরকে অনুসরণ করা শুরু করলেন দু'জনে ৷ আর এই অনুসরণের পিছনে অন্য গন্ধ পাচ্ছেন নেটাগরিকরা ৷ ক্রিকেট ও বিনোদুনিয়ার এই জুটিকে 'শহরের নয়া কাপল' বলে অভিহিত করছেন তারা ৷ তাঁদের এহেন 'ট্যাগ' দেওয়ার কারণও ব্যাখ্যা করেছে নেটপাড়া ৷ অনন্ত আম্বানির বিয়েতে অনন্যার সঙ্গে জমিয়ে যেভাবে নাচতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে, তা দেখে এমন ভাবনা আসাটা খুব একটা অস্বাভাবিকও নয় ৷
সেই ভাবনা থেকেই গুঞ্জন, তাঁরা বুঝি সম্পর্কে জড়িয়েছেন। কারণ, সাম্প্রতিক অতীতে আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যার সম্পর্ক ভেঙেছে বলে খবর বি-টাউনে ৷ অন্যদিকে দীর্ঘ জল্পনার পর হার্দিকও নাতাশার হাত ছেড়ে আলাদা হয়েছেন ৷ প্রেমের সেই গুঞ্জনকে এবার আরও ইন্ধন জোগালেন দুই তারকা নিজেই। ইনস্টাগ্রামে সম্প্রতি অনন্যা পাণ্ডেকে ফলো করা শুরু করেছেন হার্দিক পান্ডিয়া ৷ কেবল অনন্যাকে নয়, তাঁর ঘনিষ্ঠ বন্ধু শানায়া কাপুরকেও ফলো করছেন বরোদা অলরাউন্ডার।
ananya flirting with hardik 😭pic.twitter.com/zR0Mwf2ZMQ
— JAISH 𝕏 (@i_boulti) July 13, 2024
কম যাননি অভিনেত্রীও। পালটা অনন্যাও ফলো করছেন ভারতীয় ক্রিকেটারকে ৷ তাই হয়তো নেটপাড়া এমনটা মনে করছে হার্দিক এবং অনন্যার মধ্যে নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে। তবে অনেকেই বলছেন, তাঁরা স্রেফ বন্ধু ৷ তবে এনিয়ে এখনও কিছু স্পষ্ট করেননি ক্রিকেটার কিংবা বলি অভিনেত্রী ৷