কলকাতা, 20 জুন: প্রথম দল হিসেবে বেঙ্গল প্রো টি-20 লিগ থেকে বিদায় নিল হারবার ডায়মন্ডস। বুধবার 7 উইকেটে কলকাতা টাইগার্স হারাল তাদের, সেইসঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেল মন্ত্রী মনোজ তিওয়ারি নেতৃত্বাধীন দলের ৷ অভিষেক পোড়েলের নেতৃত্বাধীন কলকাতা শুরুতে ধাক্কা খেলেও তিন জয়ে ঘুরে দাঁড়াল ৷ অধিনায়ক অভিষেকও রানে ফিরেছেন।
এদিন হারবারসের বিরুদ্ধে 23 বলে 30 রান করেন তিনি। তবে কলকাতার জয়ে মূল কারিগর করনলালের অলরাউন্ড পারফরম্যান্স। 22 রানে 2 উইকেট নেওয়ার পরে ব্যাট হাতে অপরাজিত 62 রান করেন করণ। প্রতিপক্ষের 7 উইকেটে ছুড়ে দেওয়া 138 রানের লক্ষ্যমাত্রা 16.4 ওভার মাত্র তিন উইকেট হারিয়ে তুলে নেয় কলকাতা ৷ হারবারের হয়ে অধিনায়ক মনোজ তিওয়ারির দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ 39 বলে 45 রান করেন। বাকিরা কলকাতার বোলারদের সামলাতে ব্যর্থ। জবাবে কম রানের পুঁজি নিয়ে নেমে ছাপ ফেলতে ব্যর্থ হারবার ডায়মন্ডসের বোলাররাও। ফলে কলকাতাকে জয়ের জন্য সমস্যায় পড়তে হয়নি ৷
এদিকে বুধ সন্ধ্যায় ইডেনে প্রথম পরাজয়ের স্বাদ পেল স্ম্যাশার্স মালদা। প্রতিপক্ষ রাঢ় টাইগার্স 7 উইকেটে জয় তুলে নিয়ে সেমিফাইনালের দৌড় আকর্ষণীয় করে তুলল। প্রথমে ব্যাট করতে নেমে স্ম্যাশার্স মালদা 9 উইকেটে 142 রান তোলে। বল হাতে রাঢ় টাইগার্সের অধিনায়ক শাহবাজ আহমেদ 16 রানে 2 উইকেট নেন। সুমন দাসও 35 রানে 2 উইকেট তুলে নেন। স্ম্যাশার্স মালদার ব্যাটারদের মধ্যে সৌরভ সিংয়ের 34 ছাড়া বড় কোনও রান নেই।
প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে রাঢ় টাইগার্স তিন উইকেটে 145 রান তুলে দেয়। অরিন্দম ঘোষের 41 বলে অপরাজিত 48 এবং প্রদীপ্ত প্রামাণিকের অপরাজিত 41 রানে জয় এনে দেয় রাঢ় টাইগার্সকে। অন্যদিকে বেঙ্গল প্রো টি-20 লিগের মেয়েদের খেলায় শ্রাচী টাইগার্স সাত উইকেটে মেদিনীপুর উইজার্ডসকে হারিয়েছে। অপর ম্যাচে মুর্শিদাবাদ কুইন্স 49 রানে হারিয়েছে স্ম্যাশার্স মালদাকে।