ETV Bharat / sports

কাসপারভের নজির ভেঙে ইতিহাসে ভারতের গ্র্যান্ডমাস্টার, কনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়নকে চ্যালেঞ্জের সুযোগ - Gukesh Dommaraju - GUKESH DOMMARAJU

D Gukesh Scripts History: ইতিহাস চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টার গুকেশ ডোম্মারাজুর ৷ টরন্টোয় ক্যান্ডিডেট চেজ চ্যাম্পিয়নশিপ জিতে কনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেলেন তিনি ৷ তাঁর অ্যাকাডেমির ছাত্রের এই সাফল্যে উচ্ছ্বসিত বিশ্বনাথন আনন্দ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Apr 22, 2024, 8:53 AM IST

Updated : Apr 22, 2024, 10:04 AM IST

টরন্টো, 22 এপ্রিল: সকাল সকাল সুখবর ভারতীয় দাবায় ৷ কানাডায় ক্যান্ডিডেট চেজ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাসে 17 বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার গুকেশ ডোম্মারাজু ৷ কিংবদন্তি গ্যারি কাসপারভের চার দশকের পুরনো নজির ভেঙে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন চেন্নাইয়ের দাবাড়ু, সেইসঙ্গে কনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেলেন তিনি ৷

ক্যান্ডিডেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে মার্কিন প্রতিদ্বন্দ্বী হিকারু নাকামুরার বিরুদ্ধে সহজ ড্র গুকেশের সামনে বিশ্বচ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ এনে দেয় ৷ সম্ভাব্য সর্বোচ্চ 14 পয়েন্টের মধ্যে 9 পয়েন্ট সংগ্রহ করে 1984 কাসপারভের নজির ভাঙেন দক্ষিণী গ্র্যান্ডমাস্টার ৷ ইতিহাসে নাম তুলে গুকেশ বলেন, ভীষণ খুশি একইসঙ্গে খানিকটা মুক্ত লাগছে ৷"

তাঁরই শহরের কিংবদন্তি তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতা জিতলেন গুকেশ ৷ 2014 এই টুর্নামেন্ট জিতেছিলেন আনন্দ ৷ ঘটনাচক্রে গুকেশ আবার কিংবদন্তির অ্যাকাডেমিরই ছাত্র ৷ স্বাভাবিকভাবেই গুকেশের সাফল্যে উচ্ছ্বসিত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এক্সে (পূর্বতন টুইটার) লেখেন, "কনিষ্ঠ চ্যালেঞ্জার হওয়ার জন্য গুকেশকে অভিনন্দন ৷ ওয়েস্টব্রিজ আনন্দ চেজ অ্যাকাডেমি অত্যন্ত গর্বিত তোমার সাফল্যে ৷ আমি ব্যক্তিগতভাবে খুশি তুমি যেভাবে খেলেছ এবং কঠিন পরিস্থিতিগুলো সামাল দিয়েছ ৷"

বিশ্ব দাবার ইতিহাসে চেন্নাইয়ের গুকেশ তৃতীয় কনিষ্ঠ গ্র্য়ান্ডমাস্টার ৷ মাত্র 12 বছর বয়সে গ্র্যান্ডমাস্টারের তকমা অর্জন করেন তিনি ৷ গতবছর হ্যাংঝাউ এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন গুকেশ ৷ এরপর তাঁর আজকের সাফল্য ভারতীয় দাবার জন্য নিঃসন্দেহে বড় বিজ্ঞাপন ৷

আরও পড়ুন:

  1. কমনওয়েলথ দাবায় চ্যাম্পিয়ন বাংলার ছেলে, অনুভূতি কেমন ইটিভি ভারতকে জানালেন গ্র্যান্ডমাস্টার মিত্রাভ
  2. ইতিহাস ছুঁয়েও অধরা শিরোপা, চৌষট্টি খোপের লড়াইয়ে স্বপ্নভঙ্গ প্রজ্ঞার

টরন্টো, 22 এপ্রিল: সকাল সকাল সুখবর ভারতীয় দাবায় ৷ কানাডায় ক্যান্ডিডেট চেজ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাসে 17 বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার গুকেশ ডোম্মারাজু ৷ কিংবদন্তি গ্যারি কাসপারভের চার দশকের পুরনো নজির ভেঙে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন চেন্নাইয়ের দাবাড়ু, সেইসঙ্গে কনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেলেন তিনি ৷

ক্যান্ডিডেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে মার্কিন প্রতিদ্বন্দ্বী হিকারু নাকামুরার বিরুদ্ধে সহজ ড্র গুকেশের সামনে বিশ্বচ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ এনে দেয় ৷ সম্ভাব্য সর্বোচ্চ 14 পয়েন্টের মধ্যে 9 পয়েন্ট সংগ্রহ করে 1984 কাসপারভের নজির ভাঙেন দক্ষিণী গ্র্যান্ডমাস্টার ৷ ইতিহাসে নাম তুলে গুকেশ বলেন, ভীষণ খুশি একইসঙ্গে খানিকটা মুক্ত লাগছে ৷"

তাঁরই শহরের কিংবদন্তি তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতা জিতলেন গুকেশ ৷ 2014 এই টুর্নামেন্ট জিতেছিলেন আনন্দ ৷ ঘটনাচক্রে গুকেশ আবার কিংবদন্তির অ্যাকাডেমিরই ছাত্র ৷ স্বাভাবিকভাবেই গুকেশের সাফল্যে উচ্ছ্বসিত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এক্সে (পূর্বতন টুইটার) লেখেন, "কনিষ্ঠ চ্যালেঞ্জার হওয়ার জন্য গুকেশকে অভিনন্দন ৷ ওয়েস্টব্রিজ আনন্দ চেজ অ্যাকাডেমি অত্যন্ত গর্বিত তোমার সাফল্যে ৷ আমি ব্যক্তিগতভাবে খুশি তুমি যেভাবে খেলেছ এবং কঠিন পরিস্থিতিগুলো সামাল দিয়েছ ৷"

বিশ্ব দাবার ইতিহাসে চেন্নাইয়ের গুকেশ তৃতীয় কনিষ্ঠ গ্র্য়ান্ডমাস্টার ৷ মাত্র 12 বছর বয়সে গ্র্যান্ডমাস্টারের তকমা অর্জন করেন তিনি ৷ গতবছর হ্যাংঝাউ এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন গুকেশ ৷ এরপর তাঁর আজকের সাফল্য ভারতীয় দাবার জন্য নিঃসন্দেহে বড় বিজ্ঞাপন ৷

আরও পড়ুন:

  1. কমনওয়েলথ দাবায় চ্যাম্পিয়ন বাংলার ছেলে, অনুভূতি কেমন ইটিভি ভারতকে জানালেন গ্র্যান্ডমাস্টার মিত্রাভ
  2. ইতিহাস ছুঁয়েও অধরা শিরোপা, চৌষট্টি খোপের লড়াইয়ে স্বপ্নভঙ্গ প্রজ্ঞার
Last Updated : Apr 22, 2024, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.