ETV Bharat / sports

বল হাতে দুরন্ত দিল্লির ‘কিপার’, মুকেশ-ইশান্তের দাপটে ছারখার শুভমনরা - IPL 2024

Indian Premier League 2024: ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল গুজরাত টাইটান্স ৷ ইশান্ত শর্মা, ট্রিস্টান স্টাবসের দাপটে 89 রানেই গুটিয়ে গেল শুভমান গিলদের ইনিংস ৷ 3টি উইকেট নিলেন বাংলার পেসার মুকেশ কুমার ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 9:11 PM IST

মোতেরা, 17 এপ্রিল: 14 বছর আগের ফর্মটা যেন খুঁজে পেলেন ইশান্ত শর্মা ৷ প্রাক্তন ভারতীয় বোলারের গতি তছনছ করে দিল গুজরাত টাইটান্সের ব্যাটিং লাইন-আপকে ৷ খলিল আহমেদ, অক্ষর পটেলের পাশাপাশি দুরন্ত বল করলেন বঙ্গতনয় মুকেশ কুমার ৷ যদিও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমার্ধের যাবতীয় জৌলুশ কেড়ে নিলেন দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার ৷ ঋষভ পন্ত নন, হচ্ছে স্টাম্পার-ব্যাটার ট্রিস্টান স্টাবসের কথা ৷ দস্তানা হাতে নয়, বল হাতে দাপট দেখালেন প্রোটিয়া খেলোয়াড় ৷ ফলে 89 রানেই গুটিয়ে গেল ‘শুভমন অ্যান্ড কোং’য়ের ইনিংস ৷

অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে শুরুতেই শুভমন গিলকে তুলে নেন ইশান্ত ৷ গুজরাত অধিনায়কের এদিনের অবদান 6 বলে 8 ৷ খানিক পরেই ফেরেন ঋদ্ধিমান সাহা ৷ 10 বলে 2 রান করা পাপালির উইকেট ছিটকে দেন মুকেশ কুমার ৷ তারপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে গত বছরের রানার-আপ ৷ মিডল অর্ডারের পাঁচ ব্যাটারের মিলিত অবদান 32 রান ৷ সাই সুদর্শন (9 বলে 12), ডেভিড মিলার (6 বলে 2), অভিনব মনোহর (14 বলে 8), রাহুল তেওয়াটিয়া (15 বলে 10) পরপর ফিরেছেন ৷ খাতাই খুলতে পারেননি শাহরুখ খান ৷

শেষ পর্যন্ত রশিদ খানের 24 বলে 31 রানের সৌজন্যে ভদ্রস্থ জায়গায় পৌঁছয় গুজরাতের স্কোর ৷ 1টি ছয় ও 2টি চারে সাজানো আফগান অল-রাউন্ডারের ইনিংস না-এলে আরও লজ্জা বাড়ত 2022 সালের চ্যাম্পিয়নদের ৷ 3টি উইকেট নিয়েছেন মুকেশ কুমার ৷ 2টি করে উইকেট এসেছে ইশান্ত শর্মা-ট্রিস্টান স্টাবসের ঝুলিতে ৷ 1টি উইকেট পেয়েছেন অক্ষর পটেল ৷ অন্যদিকে, উইকেট না পেলেও বিরল কৃতিত্ব স্পর্শ করেছেন খলিল আহমেদ ৷ 6তম ওভারে বল করতে এসে মেডেন দিয়েছেন ভারতীয় পেসার ৷

আরও পড়ুন:

  1. বাটলারের যশে ম্লান নারিনের কীর্তি, রেকর্ড রান তাড়া করে ইডেনে নাইট 'বধ' রাজস্থানের
  2. হায়দরাবাদ ম্যাচ থেকে কেন সরে দাঁড়িয়েছিলেন ম্যাক্সওয়েল ?
  3. টি-20 ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান, ব্যাট হাতে উজ্জ্বল 'চিরকুমার' কার্তিক

মোতেরা, 17 এপ্রিল: 14 বছর আগের ফর্মটা যেন খুঁজে পেলেন ইশান্ত শর্মা ৷ প্রাক্তন ভারতীয় বোলারের গতি তছনছ করে দিল গুজরাত টাইটান্সের ব্যাটিং লাইন-আপকে ৷ খলিল আহমেদ, অক্ষর পটেলের পাশাপাশি দুরন্ত বল করলেন বঙ্গতনয় মুকেশ কুমার ৷ যদিও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমার্ধের যাবতীয় জৌলুশ কেড়ে নিলেন দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার ৷ ঋষভ পন্ত নন, হচ্ছে স্টাম্পার-ব্যাটার ট্রিস্টান স্টাবসের কথা ৷ দস্তানা হাতে নয়, বল হাতে দাপট দেখালেন প্রোটিয়া খেলোয়াড় ৷ ফলে 89 রানেই গুটিয়ে গেল ‘শুভমন অ্যান্ড কোং’য়ের ইনিংস ৷

অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে শুরুতেই শুভমন গিলকে তুলে নেন ইশান্ত ৷ গুজরাত অধিনায়কের এদিনের অবদান 6 বলে 8 ৷ খানিক পরেই ফেরেন ঋদ্ধিমান সাহা ৷ 10 বলে 2 রান করা পাপালির উইকেট ছিটকে দেন মুকেশ কুমার ৷ তারপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে গত বছরের রানার-আপ ৷ মিডল অর্ডারের পাঁচ ব্যাটারের মিলিত অবদান 32 রান ৷ সাই সুদর্শন (9 বলে 12), ডেভিড মিলার (6 বলে 2), অভিনব মনোহর (14 বলে 8), রাহুল তেওয়াটিয়া (15 বলে 10) পরপর ফিরেছেন ৷ খাতাই খুলতে পারেননি শাহরুখ খান ৷

শেষ পর্যন্ত রশিদ খানের 24 বলে 31 রানের সৌজন্যে ভদ্রস্থ জায়গায় পৌঁছয় গুজরাতের স্কোর ৷ 1টি ছয় ও 2টি চারে সাজানো আফগান অল-রাউন্ডারের ইনিংস না-এলে আরও লজ্জা বাড়ত 2022 সালের চ্যাম্পিয়নদের ৷ 3টি উইকেট নিয়েছেন মুকেশ কুমার ৷ 2টি করে উইকেট এসেছে ইশান্ত শর্মা-ট্রিস্টান স্টাবসের ঝুলিতে ৷ 1টি উইকেট পেয়েছেন অক্ষর পটেল ৷ অন্যদিকে, উইকেট না পেলেও বিরল কৃতিত্ব স্পর্শ করেছেন খলিল আহমেদ ৷ 6তম ওভারে বল করতে এসে মেডেন দিয়েছেন ভারতীয় পেসার ৷

আরও পড়ুন:

  1. বাটলারের যশে ম্লান নারিনের কীর্তি, রেকর্ড রান তাড়া করে ইডেনে নাইট 'বধ' রাজস্থানের
  2. হায়দরাবাদ ম্যাচ থেকে কেন সরে দাঁড়িয়েছিলেন ম্যাক্সওয়েল ?
  3. টি-20 ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান, ব্যাট হাতে উজ্জ্বল 'চিরকুমার' কার্তিক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.