কলকাতা, 19 জুলাই: জল্পনাই সত্যি। গ্রেগ স্টুয়ার্টকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলে সোনার বল জয়ী অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে নেওয়ার খবর সরকারিভাবে ঘোষণা করল সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। সবুজ-মেরুনের নতুন কোচ হোসে মোলিনার আগ্রহের কারণেই এই স্কটিশ ফুটবলার সবুজ-মেরুনে যোগ দিলেন।
গ্রেগ স্টুয়ার্টকে দলের ষষ্ঠ বিদেশি হিসেবে নেওয়া হল। একইসঙ্গে আর্মেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে ছেড়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তিনি এফসি গোয়ায় দু'বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন। ষষ্ঠ বিদেশি হিসেবে স্টুয়ার্টের যোগদানের খবরের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্ট সরকারিভাবে সিনিয়র দল 29 জুলাই কখন অনুশীলন করবে তা ঘোষণা করল। সকাল 8টা থেকে শুরু হওয়া হোসে মোলিনার প্র্যাকটিসে সব ফুটবলাররাই উপস্থিত থাকবেন।
OFFICIAL! We have a new GS at the club 🥶
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 19, 2024
Welcome Greg Stewart 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/dQwb5MXqUm
28 জুলাই কোচ মোলিনা শহরে পা-দিচ্ছেন। তার আগে সিনিয়র দলের ফুটবলাররা যোগ দিচ্ছেন। এদিকে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেওয়ার পরে গ্রেগ স্টুয়ার্ট জানিয়েছেন, কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি খেলার স্বপ্ন আমার বহু দিনের। এবার সেই স্বপ্নপূরণ হবে। ডার্বিতে নামব এবং জিতে মাঠ ছাড়ব। ভারতে এসে প্রচুর ম্যাচ জিতেছি কিন্তু ডার্বি খেলিনি। জিতিনি। সেই কথা মাথায় রেখেই অনুশীলনে নামব। আইএসএলে দু'টো ক্লাবকে চ্যাম্পিয়ন করেছি। গোল করেছি এবং করিয়েছি। এবার মোহনবাগানকে চ্যাম্পিয়ন করানো আমার লক্ষ্য।
এদিকে আনোয়ার আলিকে নিয়ে বিতর্ক অব্যাহত। ইতিমধ্যে আনোয়ার ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্ট একইপথে। মোহনবাগান ক্লাব সচিব এবং সুপার জায়ান্ট বোর্ড অফ ডিরেক্টরের অন্যতম প্রতিনিধি দেবাশিস দত্ত জানিয়েছেন, তাঁরা কোনও অবস্থাতেই আনোয়ারকে ছাড়বেন না। চুক্তিবদ্ধ ফুটবলার দল বদল করতে চাইলে ফেডারেশনের দ্বারস্থ হতে হয়। আনোয়ার বুদ্ধিমান ফুটবলার। তিনি মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবে সই করতে পারে না।